বিশ্বকাপে চার ম্যাচে পরপর জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে বেশ কিছুটা এগিয়ে রইল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারা লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে। আপাতত দিন দুয়েকের জন্য বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যায় অস্ট্রেলিয়া। কেননা ভারত পরের ম্যাচে ইংল্যান্ডকে হারালেও ছুঁতে পারবে না অজিদের।
একমাত্র দক্ষিণ আফ্রিকা নিজেদের পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিলে অস্ট্রেলিয়ার পয়েন্ট সংখ্যাকে ছুঁতে পারে। তবে, অজিদের নেট রান-রেট অনেক ভালো হওয়ায় এখনই লিগ টেবিলের এক নম্বর থেকে তাদের সরানো কঠিন হবে।
অস্ট্রেলিয়ার কাছে হারের পরে লিগ টেবিলে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান বদল না হলেও তাদের কাজ ক্রমশ কঠিন হচ্ছে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে অবিলম্বে জয়ে ফিরতে হবে ক্যারিবিয়ানদের।
আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-
১. অস্ট্রেলিয়া: ম্যাচ-৪, জয়-৪, হার-০, পয়েন্ট-৮ (নেট রান-রেট: +১.৭৪৪)।
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬ (নেট রান-রেট: +০.২৮০)।
৩. ভারত: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +১.৩৩৩)।
৪. নিউজিল্যান্ড: ম্যাচ-৪, জয়-২, হার-২, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.২৫৭)।
৫. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৪, জয়-২, হার-২, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -১.২৩৩)।
৬. বাংলাদেশ: ম্যাচ-৩, জয়-১, হার-২, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৪৭৭)।
৭. ইংল্যান্ড: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.১৫৬)।
৮. পাকিস্তান: ম্যাচ-৪, জয়-০, হার-৪, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯৯৬)।
*বিশ্বকাপের ১৪ নম্বর ম্যাচের (অস্ট্রলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ) শেষে পয়েন্ট টেবিলের অবস্থান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।