বাংলা নিউজ > ময়দান > WC Points Table: বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, বিপদসীমায় মিতালিরা, দেখুন পয়েন্ট টেবিল

WC Points Table: বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, বিপদসীমায় মিতালিরা, দেখুন পয়েন্ট টেবিল

পাকিস্তানকে ছিটকে দিল ইংল্যান্ড। ছবি- আইসিসি।

পড়ে পাওয়া ১ পয়েন্টে সেমিফাইনালের টিকিট নিশ্চিত দক্ষিণ আফ্রিকার।

চলতি আইসিসি মহিলা বিশ্বকাপের ২৪তম ম্যাচের শেষে দু'টি দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। লিগের বাকি চারটি ম্যাচে নির্ধারিত হবে বাকি দুই সেমিফাইনালিস্ট।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয়। ফলে দু'দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাদের পকেটে রয়েছে ৬ ম্যাচে ৯ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগের লড়াই শেষ করে। তবে তাদের ভাগ্য নির্ধারিত হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে। আপাতত লিগ টেবিলের তিন নম্বরে উঠে আসে ক্যারিবিয়ান দল।

দিনের অন্য ম্যাচে পাকিস্তানকে হারিয়ে লিগ টেবিলের চার নম্বরে জায়গা করে নেয় ইংল্যান্ড। প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করে পাকিস্তান। ৬ ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। তারা নেট রান-রেট বাড়িয়ে নিয়ে ভারতকে পিছনে ফেলে দেয়। ভারত পাঁচ নম্বরে পিছলে যায়।

আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-
১. অস্ট্রেলিয়া: ম্যাচ-৬, জয়-৬, হার-০, পয়েন্ট-১২ (নেট রান-রেট: +১.২৮৭)।
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৬, জয়-৪, পরিত্যক্ত-১, হার-১, পয়েন্ট-৯ (নেট রান-রেট: +০.০৯২)।
৩. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৭, জয়-৩, পরিত্যক্ত-১, হার-৩, পয়েন্ট-৭ (নেট রান-রেট: -০.৮৮৫)।
৪. ইংল্যান্ড: ম্যাচ-৬, জয়-৩, হার-৩, পয়েন্ট-৬ (নেট রান-রেট: ০.৭৭৮)।
৫. ভারত: ম্যাচ-৬, জয়-৩, হার-৩, পয়েন্ট-৬ (নেট রান-রেট: +০.৭৬৮)।
৬. নিউজিল্যান্ড: ম্যাচ-৬, জয়-২, হার-৪, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.২২৯)।
৭. বাংলাদেশ: ম্যাচ-৫, জয়-১, হার-৪, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৭৫৪)।
৮. পাকিস্তান: ম্যাচ-৬, জয়-১, হার-৫, পয়েন্ট-২ (নেট রান-রেট: -১.২৮০)।
*বিশ্বকাপের ২৪ নম্বর ম্যাচের (ইংল্যান্ড বনাম পাকিস্তান) শেষে পয়েন্ট টেবিলের অবস্থান।

বন্ধ করুন