বাংলা নিউজ > ময়দান > ICC Women's World T20 Qualifier: ৬৭ রান করে ম্যাচের সেরা জ্যোতি, আয়ারল্যান্ডকে হারিয়ে শুরু বাংলাদেশের যাত্রা

ICC Women's World T20 Qualifier: ৬৭ রান করে ম্যাচের সেরা জ্যোতি, আয়ারল্যান্ডকে হারিয়ে শুরু বাংলাদেশের যাত্রা

আয়ারল্যান্ডকে হারিয়ে শুরু বাংলাদেশের যাত্রা (ছবি:আইসিসি)

১৮ সেপ্টেম্বর, রবিবার আবু ধাবিতে অনুষ্ঠিত আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারাল বাংলাদেশ। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল।

১৮ সেপ্টেম্বর, রবিবার আবু ধাবিতে অনুষ্ঠিত আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারাল বাংলাদেশ। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। ওপেনার শামিমা সুলতানার ৪৮ রানের পর অধিনায়ক জ্যোতির ৬৭ রানে ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছিল ১৪৩ রান। 

জবাবে ব্যাট করতে নেমে সালমা-নাহিদাদের বোলিং তোপে ২ বল বাকি থাকতেই ১২৯ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। ফলে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ১৪ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। আয়ারল্যান্ডকে হারিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করল বাংলাদেশ দল।

আরও পড়ুন… ইংল্যান্ডকে সাত উইকেটে হারাল ভারত, ম্যাচের সেরার পুরস্কার ঝুলনকে উৎসর্গ স্মৃতির

এদিনের ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নিগার সুলতানা। ৫৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০টি চার ও একটি ছক্কার দৌলতে ৬৭ রান করেন তিনি। এদিন মাত্র দুই রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন শামিমা সুলতানা। ৪০ বলে ৪৮ রান করেন তিনি। এদিনের ইনিংসে শামিমা সাতটি চার হাঁকিয়েছিলেন।

আরও পড়ুন… ২২ বছরের নেট বোলারের সামনে চাপে পড়লেন রোহিত-রাহুল! প্রশংসিত করলেন হিটম্যান

এদিনের ম্যাচে বল হাতে চমক দেখান সালমা খাতুন। চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন সালমা। এছাড়াও সঞ্জীতা ও নাহিদ ২টি করে উইকেট শিকার করেছেন। সোমবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মহিলা দল। শেষে ২১ সেপ্টেম্বর USA-এর বিরুদ্ধে খেলতে নামবে নিগার সুলতানার দল। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন