বাংলা নিউজ > ময়দান > ICC World Cup Qualifier 2023: শেষ বলে জয়, ১ রানে জয়, টাই ম্য়াচে সুপার ওভার, বিরল রেকর্ড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের

ICC World Cup Qualifier 2023: শেষ বলে জয়, ১ রানে জয়, টাই ম্য়াচে সুপার ওভার, বিরল রেকর্ড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের

ব্যাট চালাচ্ছেন লোগান ভ্যান বিক। ছবি- টুইটার।

ICC  Cricket World Cup Qualifier 2023: উত্তেজনায় বাকি সব টুর্নামেন্টকে টেক্কা আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ২০২৩-এর। একই টুর্নামেন্টে সব থেকে কম ব্যবধানে জয়ের সব রকম নজির আগে কখনও দেখা যায়নি। 

চলতি আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ব্যাট-বলের কতটা উত্তেজক লড়াই চলেছে, ছোট্ট একটি পরিসংখ্যানেই তা স্পষ্ট হয়ে যায়। আসলে এবারের কোয়ালিফায়ার একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে সব দিক দিয়ে সব থেকে কম ব্যবধানে ম্যাচ জেতার ঘটনা চোখে পড়ে। এর আগে আর কোনও আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে এমনটা দেখা যায়নি। সেদিক থেকে এবারের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রেকর্ড গড়ল বলা যায়।

চলতি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আমেরিকার বিরুদ্ধে ১ রানে ম্যাচ জিততে দেখা গিয়েছে আমিরশাহিকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১ উইকেটের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতেছে স্কটল্যান্ড। আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচের ফলাফল নির্ধারিত হয় একেবারে শেষ বলে। সুতরাং, শূন্য বল বাকি থাকতে ম্যাচ জেতে স্কটল্যান্ড। নেদারল্যান্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ টাই হয়। সুপার ওভারে ম্যাচের ফলাফল নির্ধারিত হয় শেষমেশ।

১ রানে ম্যাচ জয়: হারারেতে নবম স্থান নির্ণায়ক প্লে-অফে প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তোলে আমিরশাহি। রান তাড়া করতে নেমে আমেরিকা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩০৭ রানে আটকে যায়। ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে আমিরশাহি।

আরও পড়ুন:- ফের ইডেনে এক লক্ষ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন, বড়সড় আপডেট দিলেন সৌরভ

শূন্য বল বাকি থাকতে ১ উইকেটে ম্যাচ জয়: বুলাওয়েতে বি-গ্রুপের ম্যাচে শুরুতে ব্যাট করে আয়ারল্যান্ড ৮ উইকেটের বিনিময়ে ২৮৬ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ম্যাচের একেবারে শেষ বলে জয় তুলে নেয় স্কটল্যান্ড। তারা ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৮৯ রান সংগ্রহ করে জয় ছিনিয়ে নেয়। অর্থাৎ শূন্য বল বাকি থাকতে ১ উইকেটের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে স্কটল্যান্ড।

টাই ম্যাচে সুপার ওভার: হারারেতে ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস ম্যাচে দু'দলের স্কোর সমতায় দাঁড়িয়ে যায়। শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৭৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করে। পরে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় নেদারল্যান্ডস।

আরও পড়ুন:- Emerging Asia Cup 2023: বদলে গেল ভারত-পাকিস্তান ম্যাচের দিনক্ষণ, দেখে নিন এমার্জিং এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

উল্লেখ্য, এবছর কোয়ালিফায়ারের বাধা টপকে শেষমেশ শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে যায়। শ্রীলঙ্কা টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে ক্রিকেট উপহার দেয়। নেদারল্যান্ডস একেবারে শেষ বেলায় বাজিমাত করে। কেননা শুরুর দিকে জিম্বাবোয়ে ও পরের দিকে স্কটল্যান্ড দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে এগিয়ে ছিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন