বাংলা নিউজ > ময়দান > WTC Points Table: ৪-০ ব্যবধানে অ্যাসেজ জয়ের পরেও টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে ওঠা হল না অস্ট্রেলিয়ার

WTC Points Table: ৪-০ ব্যবধানে অ্যাসেজ জয়ের পরেও টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে ওঠা হল না অস্ট্রেলিয়ার

অ্যাসেজজয়ী অস্ট্রেলিয়া। ছবি- আইসিসি।

ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবিলে কত নম্বরে রয়েছে ভারত? বাংলাদেশ ও পাকিস্তানই বা কত নম্বরে জায়গা করে নিয়েছে?

অ্যাসেজ সিরিজের ৫ টেস্ট থেকে ৪টি জয় ও ১টি ড্র-সহ মোট ৫২ পয়েন্ট সংগ্রহ করল অস্ট্রেলিয়া। যদিও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষ ওঠা হল না অজিদের। তাদের থেকে যেতে হয় লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই।

শ্রীলঙ্কা আগের মতোই ২ টেস্টে ১০০ শতাংশ হারে ২৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। অজিদের পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৮৬.৬৬। যেহেতু সংগৃহীত পয়েন্টের নিরিখে নয়, বরং সংগৃহীত পয়েন্টের শতকরা হারে লিগ টেবিলে অবস্থান নির্ণয় করা হয়, তাই খাতায় বেশি পয়েন্ট থাকা সত্ত্বেও শ্রীলঙ্কার পিছনে রয়েছে অস্ট্রেলিয়া।

যদিও ৯টি টেস্ট থেকে সব থেকে বেশি ৫৩ পয়েন্ট সংগ্রহে রয়েছে ভারতের। তবে তারা ৪৯.০৭ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করায় লিগ টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে।

অন্যদিকে, অ্যাসেজ সিরিজে হারের পর ইংল্যান্ডের দখলে রয়েছে ৯.২৫ শতাংশ হারে ১০ পয়েন্ট। তারা রয়েছে লিগ টেবিলের একেবারে শেষে নয় নম্বরে।

পাকিস্তান ৪ টেস্টে ৭৫.০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে আগের মতোই তালিকার তৃতীয় স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকা ৩ টেস্টে ৬৬.৬৬ শতাংশ হারে ২৪ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে অবস্থান করছে। নিউজিল্যান্ড ৪ টেস্টে ৩৩.৩৩ শতাংশ হারে ১৬ পয়েন্ট সংগ্রহ করে ছয় নম্বরে অবস্থান করছে। বাংলাদেশ রয়েছে ৭ নম্বরে। তাদের সংগ্রহে রয়েছে ৪ টেস্টে ২৫ শতাংশ হারে ১২ পয়েন্ট। ৪ টেস্টে ২৫.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করা ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে আট নম্বরে।

বন্ধ করুন