বাংলা নিউজ > ময়দান > রেকর্ড টপকেছেন অশ্বিন, অনবদ্য প্রতিক্রিয়ায় মন জিতলেন কপিল

রেকর্ড টপকেছেন অশ্বিন, অনবদ্য প্রতিক্রিয়ায় মন জিতলেন কপিল

অশ্বিনের জন্য নতুন লক্ষ্য তৈরি করলেন কপিল দেব (ছবি:গেটি ইমেজ / বিসিসিআই)

সুযোগ পেলে সে আগেই এই রেকর্ড টপকে যেত;’ অশ্বিনের জন্য নতুন লক্ষ্য তৈরি করলেন কপিল দেব।

শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টটি ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জন্য বিশেষ ছিল। সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়ার লড়াইয়ে এই ম্যাচে অশ্বিন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক কপিল দেবকে পিছনে ফেলেছেন। ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে এসেছেন কপিল দেব। মোহালিতে পাঁচ উইকেট নিলেই কপিল দেবের রেকর্ডকে টপকে যেতেন অশ্বিন। এদিন তিনি সেটাই করলেন। 

টেস্ট ক্রিকেটে কপিল দেব ৪৩৪ উইকেট শিকার করেছেন। মোহালি টেস্টের আগে অশ্বিনের নামে ছিল ৪৩১ উইকেট। ক্যারিয়ারের ৮৫তম ম্যাচে তিনি পাঁচ উইকেট নিয়ে কপিল দেবকে পিছনে ফেললেন। এর মাধ্যমে তিনি টেস্ট ক্রিকেটের সেরা দশ বোলারে যোগ দিয়েছেন। তিনি টেস্ট ক্রিকেটে নবম সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। অশ্বিনের সাফল্যে কপিল খুবই খুশি এবং অশ্বিনকে ৫০০ উইকেট শিকার করার লক্ষ্য নির্ধারণ করতে বললেন কপিল দেব।

অশ্বিনকে অভিনন্দন জানিয়ে কপিল দেব মিড-ডে-কে বলেন, ‘এটি একটি বিশেষ কৃতিত্ব। বিশেষ করে একজন খেলোয়াড়ের জন্য যে কিছু সময়ের জন্য সুযোগ পাচ্ছে না। সুযোগ পেলে অনেক আগেই ৪৩৪ উইকেট নিতে পারতেন। আমি তার জন্য খুব খুশি। আমি কেন সেখানে থাকব কারণ এখন আমার সময় শেষ।’ তিনি বলেন, ‘অশ্বিন একজন অসাধারণ ক্রিকেটার। তিনি একজন স্মার্ট স্পিনার। তার এখন ৫০০ টেস্ট উইকেট টার্গেট করা উচিত। আমি আশা করি সে চেষ্টা করবে এবং এটি অর্জন করবে এবং সম্ভবত আরও বেশি উইকেট শিকার করবে।’

অশ্বিন তার সাফল্য নিয়ে লিখেছেন যে তিনি এর জন্য কৃতজ্ঞ। এতে অশ্বিন লিখেছেন যে তিনি কখনও ভাবেননি যে তিনি এই পর্যায়ে পৌঁছাবেন। তিনি টুইটারে লিখেছেন, ‘২৮ বছর আগে আমি মহান ক্রিকেটার কপিল দেবের উইকেটের বিশ্ব রেকর্ড উদযাপন করেছিলাম। আমার ধারণা ছিল না যে আমি অফ স্পিনার হব, দেশের হয়ে খেলব এবং এখানে দুর্দান্ত ক্রিকেটারের উইকেটের রেকর্ড ভাঙব। এই গেমটি আমাকে যা দিয়েছে তার জন্য আমি খুব খুশি এবং কৃতজ্ঞ।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন