অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিগির বজরং পুনিয়াকে ৪ বছরের জন্য ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে NADA। অভিযোগ, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির নির্দেশ অমান্য করেছেন বজরং। তবে তা মানতে নারাজ এই কুস্তিগির। তিনি NADA-র এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা মূলক আচরণ হিসেবেই দেখছেন। আঙ্গুল তুলেছেন কেন্দ্রের BJP সরকারের দিকে। তিনি দাবি করেছেন, BJP-তে যোগ দিলেই তাঁর এইসব ব্যান প্রত্যাহার হয়ে যাবে।
পুরো বিষয়টা নিয়ে চাপানউতোর শুরু হয়েছিল চলতি বছরের মার্চ মাস থেকে। সোনিপতে অলিম্পিক্সের আগে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ট্রায়াল। সেখানে নিজের প্রস্রাবের নমুনা দিতে অস্বীকার করেছিলেন বজরং। এরপরেই তাঁকে অস্থায়ীভাবে নির্বাসিত করা হয়েছিল। পরবর্তীতে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (WADA) তাঁর কাছে কারণ জানতে চায়। কিন্তু তিনি সেটাও না জানানোয় ২৩ এপ্রিল নোটিশ জারি করা হয়। ঘটনার জেরে অংশ নিতে পারেননি অলিম্পিক্স ট্রায়ালে। ফলে, যেতে পারেননি প্যারিস ২০২৪ অলিম্পিক্সে।
এর আগে জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিল কুস্তিগিররা তার অন্যতম মুখ ছিলেন বজরং পুনিয়া। তিনি মনে করছেন সেই কারণেই তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে NADA। তিনি বলেন, ‘আমি মহিলা কুস্তিগিরদের পাশে দাঁড়াতে আন্দোলনে সামিল হয়েছিলাম। আমার বিশ্বাস তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ব্যবস্থা নিয়েছে। এখন তো সব এজেন্সিই সরকারের নিয়ন্ত্রণে।’
বজরং পুনিয়া আরও দাবি করেছেন, ‘আমি ১০-১২ বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছি, এর আগে সব জায়গায় আমি আমার নমুনা জমা দিয়েছি, ভারতীয় শিবিরেও দিয়েছি। কিন্তু সরকার চাইছে আমাদের মানসিক ভাবে ভাঙতে, যাতে আমরা তাদের সামনে মাথানত করি। আমি যদি এখন BJP-তে যোগদান করি তাহলে হয়তো সব নির্বাসন প্রত্যাহার করে নেওয়া হবে।’
বজরংকে নির্বাসন করার অর্থ হল তিনি ২২ এপ্রিল ২০২৮ পর্যন্ত কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। পাশাপাশি দেশের বাইরে কোথাও কোচ হিসাবেও চাকরি গ্রহণ করতে পারবেন না। NADA-র তরফে জানানো হয়েছে, বজরং তাদের নমুনা দিতে অস্বীকার করে নিয়ম ভঙ্গ করেছেন। যদিও নিজের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়েছেন বজরং। তিনি পাল্টা অভিযোগ করেছেন, NADA তাঁর কাছে মেয়াদ উত্তীর্ণ কীট নিয়ে নমুনা সংগ্রহ করতে এসেছিল।
তিনি বলেন, ‘আগেই বলেছি NADA-কে নমুনা দিতে অস্বীকার করিনি আমি। তারা যখন আমার বাড়িতে নমুনা সংগ্রহ করতে এসেছিল তখন তারা মেয়াদ উত্তীর্ণ কীট নিয়ে এসেছিল। প্রথমে আমি নমুনা দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার টিম দেখে কীটটি ইতিমধ্যেই মেয়াদ উত্তীর্ণ। আমি ছবিও তুলেছিলাম, NADA -কে জানিয়েছিলাম যাতে তারা তাদের ভুল স্বীকার করে, কিন্তু তা করেনি। আমি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করেছিলাম।’ উল্লেখ্য, সম্প্রতি বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।