নিজের চাষ করা স্ট্রবেরি খেয়ে ধোনির সংশয়, বিক্রির জন্য কিছু অবশিষ্ট থাকবে কিনা, দেখুন ভিডিও
1 মিনিটে পড়ুন . Updated: 08 Jan 2021, 03:30 PM IST- ধোনির ফার্ম হাউসের ফল ও সব্জি বিদেশে রপ্তানি করা হবে বলে খবর।
ক্রিকেট থেকে দূরে থাকার সময়েই মহেন্দ্র সিং ধোনির চাষের প্রতি আগ্রহের কথা সোশ্যাল মিডিয়ার দৌলতে সবার জানা হয়ে যায়। ক্রিকেট ছাড়ার পর ধোনি যে নিজের ফার্ম হাউসে ব্যবসায়িক ভিত্তিতে চাষাবাদ শুরু করেছেন, সেখবরও নতুন নয়।
এবার সোশ্যাল মিডিয়াতেই হদিশ মিলল ধোনির ফার্ম হাউসের ফসল সম্ভারের। যদিও বিস্তর চাষের ছবি চোখে পড়েনি। তবে যতটুকু দেখা গিয়েছে, তাতে স্পষ্ট যে, স্ট্রবেরির ফলন নিতান্ত মন্দ নয়।
ধোনি নিজেই হদিশ দিয়েছেন তাঁর ফার্ম হাউসে স্ট্রবেরি চাষের। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ধোনি, যেখানে গাছ থেকে স্ট্রবেরি তুলে খেতে দেখা যাচ্ছে তাঁকে। ক্যাপশনে মাহি লেখেন, 'যদি আমি ফার্ম হাউসে যেতে থাকি, তবে বিক্রির জন্য কোনও স্ট্রবেরি অবশিষ্ট থাকবে না।'
ক'দিন আগেই ধোনি আইসিসির দশকের সেরা ওয়ান ডে ও টি-২০ দলের ক্যাপ্টেন নির্বাচিত হন। দশকের সেরা স্পিরিট অফ ক্রিকেটের স্বীকৃতিও ওঠে ধোনির হাতে। ২০১১ সালে নটিংহ্যাম টেস্টে ইয়ান বেল অদ্ভূতভাবে রান-আউট হওয়ার পর ধোনি তাঁকে পুনরায় ব্যাট করতে ডেকে নেন। সমর্থকরা ধোনির এই আচরণকেই সমবেতভাবে বেছে নেন দশকের সেরা স্পিরিট অফ ক্রিকেটের পুরস্কারের জন্য।