বাংলা নিউজ > ময়দান > 'আদিম যুগের ক্রিকেট খেলছে ভারত, অহঙ্কার সরিয়ে ইংল্যান্ডের পরামর্শ নেওয়া উচিত'

'আদিম যুগের ক্রিকেট খেলছে ভারত, অহঙ্কার সরিয়ে ইংল্যান্ডের পরামর্শ নেওয়া উচিত'

ইসিবির থেকে পরামর্শ নিক বিসিসিআই: ভন

সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও তাঁরা বাজেভাবে হেরে ছিটকে গিয়েছে। আর এরপরেই প্রশ্ন উঠেছে ভারতীয় দল নিয়ে। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের প্রতি চরম কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন।

শুভব্রত মুখার্জি: সবেমাত্র টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড দল। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পেয়েছে তাঁরা। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খারাপ খেলে হেরে বেরিয়ে যাওয়ার পরেই সাদা বলের ক্রিকেটের দলকে ঢেলে সাজিয়েছে তাঁরা। এরপর ২০১৬ টি-২০ বিশ্বকাপে ফাইনালে গিয়েছে তাঁরা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে জিতেছে।

তারপর ২০২২ টি-২০ বিশ্বকাপও জিতল তাঁরা। অপরদিকে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে জেতার পর ভারতীয় দল সাদা বলের ক্রিকেটে আর বিশ্বকাপ জিততে পারেনি। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও তাঁরা বাজেভাবে হেরে ছিটকে গিয়েছে। আর এরপরেই প্রশ্ন উঠেছে ভারতীয় দল নিয়ে। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের প্রতি চরম কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে ভারত যে ক্রিকেটটা সাদা বলের ক্রিকেটে খেলছে তা এখন আর চলে না। অনেক পুরনো ধারার ক্রিকেটটা খেলছে তাঁরা। এই অবস্থায় দাঁড়িয়ে নিজেদের অহংবোধ বিসর্জন দিয়ে ইসিবির (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড) থেকে পরামর্শ নিক বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) দাবি ভনের।

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে সাদা বলের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে 'আন্ডারপারফর্মিং দল’ বলে চিহ্নিত করেছেন মাইকেল ভন। মাইকেল ভন, রোহিতদের চরম কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। ফের আইসিসি ইভেন্টে ব্যর্থ হওয়ার পর ভারতীয় দলের কড়া সমালোচনা করেছেন ভন। তিনি জানিয়েছেন ভারত দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপ জয়ের পর থেকে তো কিছুই করতে পারেনি।

ভনের মতে '৫০ ওভারের বিশ্বকাপ জয়ের পর থেকে ভারত কী করেছে? কিছুই তো না। ভারত সাদা বলের ক্রিকেটে এমন খেলা খেলছে যা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত পুরনো ধাঁচের খেলা। বছরের পর বছর ধরে ওরা এমন খেলে চলেছে। সাদা বলের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আন্ডারপার্ফর্মিং দল ভারত। বিশ্বের প্রতিটি ক্রিকেটার যারা আইপিএলে খেলেছে তাঁরা বলছে যে এটা তাঁদের খেলার উন্নতি কিভাবে করেছে। কিন্তু ভারত কখনও কি সেটা করে দেখাতে পেরেছে? তাঁদের যে প্রতিভা রয়েছে তারপরেও তাঁরা কীভাবে এমন পদ্ধতিতে টি-২০ ক্রিকেট খেলছে সেটা দেখে আমি হতবাক।'

তিনি আরও যোগ করে 'ওদের ক্রিকেটার রয়েছে। কিন্তু সঠিক প্রক্রিয়া নেই। কেন ওরা প্রতিপক্ষের বোলারদের প্রথম পাঁচ ওভারে মাথায় চড়তে দিচ্ছে? কেন আক্রমণ করে খেলছে না?' ভনের মতে কেউ ভারতের সমালোচনা করছে না। তবে ওদের আত্মউপলব্ধির দরকার এই প্রসঙ্গে। তিনি জানিয়েছেন 'কেউ ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করতে চায় না।কারণ তাহলেই আপনি সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়াবে। ক্রিকেট পন্ডিতরা ভারতে কাজ হারানোর বিষয়ে উদ্বিগ্ন থাকেন। এখন সরাসরি বলার সময় এসেছে। ভারত তাঁদের দুর্দান্ত ক্রিকেটারদের পিছনে লুকিয়ে রাখতে পারে। তবে তা দলকে সঠিক দিশার দিকে এগিয়ে দেয় না। ওদের বোলিং বিকল্পও খুব কম। স্পিন বোলিংয়ে বিভাগেও কৌশলের অভাব রয়েছে।'

তিনি আরও যোগ করেছেন 'সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের এই ক্রিকেটারদের গ্রুপটা অনবদ্য। সারা বিশ্বের জন্য এই ইংল্যান্ড একটা ধারা সেট করে দিয়েছে। আমি যদি ভারতীয় ক্রিকেটের পরিচালক হতাম তাহলে এই মুহূর্তে নিজের অহংবোধ দূরে রেখে ইংল্যান্ডের কাছ থেকে অনুপ্রেরণা নিতাম।'

বন্ধ করুন