শুভব্রত মুখার্জি: আইপিএলের ২০২২ মরশুম শুরুর আগেই অভিষেককারী ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস দলের মেন্টর হিসেবে দায়িত্ব নেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। এই মুহূর্তে বেশ ভাল ফর্মে রয়েছে জায়ন্টসরা। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। একাধিক ভারতীয় নবীন প্রতিভা চলতি মরশুমে তাদের হয়ে ভাল পারফরম্যান্স করেছেন। এই তালিকায় রয়েছে আবেশ খান, আয়ুষ বাদোনি, রবি বিষ্নোই, মহসিন খানের নাম। তাদের শেষ ম্যাচে জায়ান্টসরা দিল্লির বিরুদ্ধে ৬ রানের ব্যবধানে কঠিন জয় পেয়েছে। তাদের এই জয়ে বড় ভূমিকা নেন মহসিন। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন চারটি উইকেট। গম্ভীর মনে করেন মহসিন যদি তার কঠোর পরিশ্রম চালিয়ে যেতে পারেন তাহলে তিনি একদিন বড় তারকা হবেন নিশ্চিতভাবেই।
গৌতম গম্ভীর জানান 'আমার কাছে এই ম্যাচের (দিল্লি) সেরা ক্রিকেটার মহসিন খান। এমন প্রতিভাবান ক্রিকেটার পাওয়াটা ভাগ্যের। আপনি আর এর থেকে বেশি কি চাইতে পারেন? ওয়াংখেড়ের ওই উইকেটে এমন বোলিং অবিশ্বাস্য। ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নেওয়া অবিশ্বাস্য। আমরা এখনও আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। এখনও আমাদের অনেক দূর যেতে হবে। মহসিনের ওভারগুলোই আমাদের দিকে ম্যাচটা ঘুরিয়ে দেয়। তবে বিষয়টা একটা ওভারের মোটেও না। যে ওভারে ও রভমান পাওয়েল, শার্দুল ঠাকুরের উইকেট নিয়েছিল ওই ওভারটাই ম্যাচটা ঘুরিয়ে দেয়।'
গম্ভীরের অভিমত 'নবীন ক্রিকেটার হলেও ও (মহসিন) ভীষণ বুদ্ধিদীপ্ত ক্রিকেটার। দারুণ আত্মবিশ্বাসী ক্রিকেটার। নিজের স্কিলের প্রতি বিশ্বাস রাখে। ও যদি কঠোর পরিশ্রমটা চালিয়ে যেতে পারে তাহলে ও নিশ্চয় বড় ক্রিকেটার হবে। আমরা জিতলেও এখনও আমরা আমাদের সেরা ক্রিকেটটা উপহার দিতে পারিনি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।