আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ খেলেই দেশে ফেরার কথা ভারত অধিনায়ক বিরাট কোহলির। কেননা সেই সময়েই কোহলির প্রথম সন্তানের পিতা হওয়ার কথা। সন্তানসম্ভবা স্ত্রী'র পাশে থাকতেই বিরাট দেশে ফিরবেন। বিসিসিআই তাঁর পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে।
আইপিএলের সময় অনুষ্কা কোহলির সঙ্গে দুবাইয়ে ছিলেন। যদি অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন অনুষ্কা অস্ট্রেলিয়ায় থাকতেন এবং সেখানেই জন্ম হতো বিরাটের প্রথম সন্তানের, তবে নবজাতককে জন্মসূত্রে অস্ট্রেলিয়ান বলে দাবি করা যেত। রসিকতার ছলে এমনটাই জানালেন গাভাসকরের সঙ্গে যাঁর নামাঙ্কিত ট্রফি দখলের লড়াইয়ে নামবে ভারত-অস্ট্রেলিয়া, সেই অ্যালান বর্ডার।
সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনার সময় অজি কিংবদন্তি মজার ছলে বলেন, ‘আমরা ভেবেছিলাম কোহলি এখানেই তাঁর সন্তানের জন্মের কথা বিবেচনা করবে। তাহলে অন্তত আমরা তাঁকে জন্মসূত্রে অস্ট্রেলিয়ান বলে দাবি করতে পারতাম।’
সিরিজের প্রসঙ্গে বর্ডার মনে করেন যে, কোহলির অনুপস্থিতিতে সুবিধা পাবে অস্ট্রেলিয়া। কারণ, কোহলির কোনও বদলি হয় না। তাঁর কথায়, ‘একটা বিষয় অস্ট্রেলিয়াকে সুবিধা দেবে যে, কোহলি একটা টেস্ট খেলেই দেশে ফিরবে। আমি মনে করি এটা ভারতের জন্য বিরাট ক্ষতি। একজন ব্যাটসম্যান ও একজন ক্যাপ্টেন হিসেবে এই মুহূর্তে কোহলির কোনও পরিবর্ত হয় না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।