ফিটনেসে ব্যর্থ হলেই কাটা যাবে বেতন। এমনই ফতোয়া জারি করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে অভিনব পদক্ষেপ শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকদের। ফিটনেসে ফেল হলেই কাটা যাবে বেতন। ফতোয়া জারি হল শ্রীলঙ্কায়। ক্রিকেটারদের ফিট হতেই চরম বার্তা দিল ক্রিটেক বোর্ড। কয়েকদিন আগেই বার্ষিক বেতন নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বেতনের পরিমাণ বাড়াতে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা।
এবার ক্রিকেটারদের উপর পাল্টা চাপ দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকদের সাফ বার্তা, ৮.৩৫ মিনিটে ২ কিলোমিটার দৌড়তে না পারলেই কাটা যাবে বেতন। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে সফল হচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দল, তার কারণ বলা হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস। তাই কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে সে দেশের ক্রিকেট বোর্ড।
নতুন বছরের ফেব্রুয়ারিতেই অস্ট্রেলিয়া সফরে ৫টা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে যাবেন টিম শ্রীলঙ্কা। এরপরই ভারত সফরে ২টো টেস্ট আর ৩টে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে লঙ্কানরা। বড় টুর্নামেন্টের আগে দলের ক্রিকেটারদের ফিটনেসে কোনও খামতি রাখতে চায়না বোর্ড। ফিটনেসের সঙ্গে কোনও রকম আপোশ করতে চাইছে না বোর্ড। এদিকে শ্রীলঙ্কা বোর্ডের এই ফতোয়ায় স্বভাবতই চাপে পড়ে গিয়েছেন ক্রিকেটাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।