বাংলা নিউজ > ময়দান > ঘণ্টায় ১০০ মাইল বল করতে হলে ট্রাক টানতে হবে!শোয়েবের কটাক্ষের উত্তর দিলেন উড

ঘণ্টায় ১০০ মাইল বল করতে হলে ট্রাক টানতে হবে!শোয়েবের কটাক্ষের উত্তর দিলেন উড

শোয়েবের কটাক্ষের উত্তর দিলেন উড (ছবি-গেটি ইমেজ/টুইটার)

মার্ক উডকে নিয়েই একবার কার্যত কটাক্ষ শোনা গিয়েছিল প্রাক্তন পাক তারকা শোয়েব আখতারের গলাতে। তিনি বেশ কিছুদিন আগে বলেছিলেন মার্ক উডকে ঘণ্টায় ১০০ মাইল বেগে বল করতে হলে ট্রাক টানতে হবে। আখতারের এই কটাক্ষের উত্তর বেশ মজার ছলে দিয়েছেন উড।

শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া মুলতান টেস্টে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড দল। এই টেস্ট জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড দল। দ্বিতীয় টেস্টে বেন স্টোকস বাহিনীর জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পেসার মার্ক উড। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৬৫ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তিনি। তাঁর এই স্পেল একেবারে শেষ দিকে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। ৩৫৫ রান তাড়া করতে গিয়ে ২৬ রান দূরেই থেমে যায় পাকিস্তান ইনিংস। সেই পেসার মার্ক উডকে নিয়েই একবার কার্যত কটাক্ষ শোনা গিয়েছিল প্রাক্তন পাক তারকা শোয়েব আখতারের গলাতে। তিনি বেশ কিছুদিন আগে বলেছিলেন মার্ক উডকে ঘন্টায় ১০০ মাইল বেগে বল করতে হলে ট্রাক টানতে হবে। আখতারের এই কটাক্ষের উত্তর বেশ মজার ছলে দিয়েছেন উড।

আরও পড়ুন… টিকিট কেটেও নিজেদের দেশের ঐতিহাসিক ম্যাচ মাঠে বসে দেখতে পাবেন না মরক্কোর বহু সমর্থক

মার্ক উড জানিয়েছেন, ‘হ্যা আমি বল করে স্ট্যাম্পস উড়িয়ে দিইনি এটা ঠিক। আমি শুনেছি ও (শোয়েব আখতার) বলেছে যে ১০০ মাইল প্রতি ঘণ্টায় বল করতে গেলে আমাকে ট্রাক টানতে হবে। ও (আখতার) জানেই না আমি কতটা দুর্বল। আমি কোন ট্রাক টানতে পারবই না। তবে ওর মতন কাউকে নকল করতে পারাটা অসাধারণ বিষয়। এখানকার দর্শকরা অনবদ্য। পাকিস্তানে ওরা পেস বোলিংকে খুব ভালোবাসে। শোয়েবের (আখতার) মতন জোরে বোলারদের ওরা পূর্ণ সমর্থন করে। ফলে যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে দর্শক তাতে করে আমি খুশি।’

আরও পড়ুন… চট্টগ্রামে লড়াকু ইনিংস পূজারার, টপকালেন ভারতীয় কিংবদন্তিকে

তিনি আরও যোগ করে বলেন, ‘একটা সময় আসবে যখন আমার শরীর আমাকে বলে দেবে কোনটা সঠিক পথ। তবে এটা ও বলব সাদা বলের ক্রিকেটের জন্য আমি একেবারেই প্রস্তুতি নিইনি। সমস্ত ফর্ম্যাটের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করেছি। আমি স্টোকসি (বেন স্টোকস) এবং ব্রেন্ডনের সঙ্গে এইসব বিষয়ের অভিজ্ঞতা নেওয়ার জন্য মুখিয়ে ছিলাম। আমি খুশি আমি মাঠে সেটা করে দেখাতে পেরেছি। আমি খুব আনন্দ পেয়েছি এই জয়ের ফলে। যদি আমরা হেরে যাই বা যেতাম তাহলে সেটা কোনও ভাবেই মেনে নিতে পারতাম না। আমরা যদি এখানে এসে হারতাম তাহলে আমার দিকে আঙুল উঠত। ওরা আমার দিকেই আঙুল তুলত।’

বন্ধ করুন