বাংলা নিউজ > ময়দান > IFA Shield 2019-20: প্রকাশিত আইএফএ শিল্ডের সূচি, নেই মোহন-ইস্ট, খেলবে মহামেডান

IFA Shield 2019-20: প্রকাশিত আইএফএ শিল্ডের সূচি, নেই মোহন-ইস্ট, খেলবে মহামেডান

প্রকাশিত আইএফএ শিল্ডের সূচি, নেই মোহন-ইস্ট, খেলবে মহামেডান (ছবি সৌজন্য ফেসবুক @ifa.wb)

আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠে বল গড়াবে ঐতিহ্যবাহী শিল্ডের।

শুভব্রত মুখার্জি

দিনকয়েক বাদেই শুরু হবে আইএসএল। তার মধ্যেই ভারতীয় তথা বাংলা ফুটবলপ্রেমীদের আনন্দ দ্বিগুণ করল আইএফএ-র এক ঘোষণা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতার ময়দানে করোনাভাইরাস পরবর্তীতে ফিরছে ক্রিকেট। বুধবার ঘোষণা করা হল ১২৩ তম আইএফএ শিল্ডের ক্রীড়াসূচি।

আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠে বল গড়াবে ঐতিহ্যবাহী শিল্ডের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। অবশ্য এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গলকে ছাড়াই ক্রীড়াসূচি ঘোষণা করল আইএফএ। তাদের যে এই আইএফএ শিল্ডে পাওয়া যাবে না, তা আগেই মোটামুটি নিশ্চিত করে জানিয়ে দিয়েছিলেন দুই ক্লাবের শীর্ষকর্তারা। কারণ দু'দলই আইএসএল নিয়ে ব্যস্ত থাকবে সেই সময়। ফলে অন্যান্যবারের তুলনায় শিল্ডের জৌলুস যে কমবে তা বলাই বাহুল্য। আই লিগের চারটি দল এবার শিল্ডে রয়েছে। আছে মহামেডান স্পোর্টিংও।

শিল্ডে খেলবে ইন্ডিয়ান অ্যারোজ, গোকুলাম কেরালা এফসি, সুদেব এফসি, কালীঘাট এমএস, পিয়ারলেস, সার্দান সমিতি, বিএসএস স্পোর্টিং, জর্জ টেলিগ্রাফ, এরিয়ান, ইউনাইটেড স্পোর্টিং ও খিদিরপুর এসসি খেলবে। ১২ টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করে হবে খেলা  প্রতিটি গ্রুপে একটি করে আই লিগ খেলা দল আছে।

১) গ্রুপ এ : মহামেডান স্পোর্টিং, খিদিরপুর এবং কালীঘাট এমএস।

২) গ্রুপ বি : সুদেবা এসসি, পিয়ারলেস এবং এরিয়ান।

৩) গ্রুপ সি : ইন্ডিয়ান অ্যারোজ, সাদার্ন সমিতি এবং জর্জ টেলিগ্রাফ।

৪) গ্রুপ ডি : গোকুলাম এফসি, বিএসএস স্পোর্টিং ক্লাব এবং ইউনাইটেড স্পোর্টস।

টুর্নামেন্টের বিজয়ী দল পাবে তিন লাখ টাকা, রানার্স-আপ পাবে দু’লাখ টাকা। আইএফএ বিশেষ সম্মান জানাবে প্রয়াত পিকে বন্দ্যোপাধ্যায় এবং চুনী গোস্বামীকে। টুর্নামেন্টের সেরা কোচকে প্রদীপ বন্দ্যোপাধ্যায় পুরস্কার এবং সেরা ফুটবলারকে চুনী গোস্বামী পুরস্কারে ভূষিত করা হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.