বাংলা নিউজ > ময়দান > বার্টির অবসরের পরে নতুন এক নম্বর পেল টেনিসবিশ্ব, ইতিহাস গড়লেন সুইয়াটেক

বার্টির অবসরের পরে নতুন এক নম্বর পেল টেনিসবিশ্ব, ইতিহাস গড়লেন সুইয়াটেক

ইগা সুইয়াটেক। ছবি- রয়টার্স। (REUTERS)

চলতি মরশুমে টানা ১২ ম্যাচে অপরাজিত রয়েছেন সুইয়াটেক।

সকলকে বিস্মিত করে মাত্র ২৫ বছর বয়সেই বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশলে বার্টি অবসর ঘোষণা করেছেন। তারপর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই নয়া এক নম্বর খেলোয়াড় পেয়ে গেল টেনিসবিশ্ব। ইতিহাস গড়ে প্রথম পোলিশ মহিলা হিসাবে ডব্লুটিএ ক্রমতালিকায় এক নম্বর হলেন ইগা সুইয়াটেক।

মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে দাপুটে মেজাজে ২০২০ সালে ফরাসি ওপেন বিজেতা তাঁর সুইস প্রতিদ্বন্দ্বী ভিক্টোরিয়া গলুভিচকে ৬-২, ৬-০ ব্যবধানে স্ট্রেট সেটে উড়িয়ে দেন। এর জেরেই তিনবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী বার্টির বদলে নতুন এক নম্বর তারকা হন ২০ বছর বয়সি পোলিশ তরুণী। তাঁর ম্যাচের শেষে কোর্টেই ছোট্ট করে সুইয়াটেকের এক নম্বর হওয়ায় এক অনুষ্ঠান হয়, যেখানে মায়ামি ওপেনের ডিরেক্টর জেমস ব্লেক এবং প্রাক্তন এক নম্বর তারকা লিন্ডসে ডাভেনপোর্ট মিলে ইগার উৎসাহ বাড়ান।

সুইয়াটেককে এক নম্বর হওয়ায় সংবর্ধনা।
সুইয়াটেককে এক নম্বর হওয়ায় সংবর্ধনা। (USA TODAY Sports)

বিশ্বের এক নম্বর হওয়াটা এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না সুইয়াটেক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘গোটা বিষয়টাও অবিশ্বাস্য। একদিকে এই গোটা ব্যাপারটা সারাজীবন মনে রাখার মতো, আবার অপরদিকে এটা অন্য পাঁচটা ম্যাচের মতোই একটা সাধারণ ম্যাচ ছিল। আমি এমনটা হতে পারে, তা কোনওদিন স্বপ্নেও ভাবিনি। সত্যি বলতে আমি খেটে নিজের ভাল টেনিস খেলা নিয়েই সবসময় ব্যস্ত ছিলাম। তবে কোনওদিনই ভাবিনি এমনটা হবে। গোটা বিষয়টা মেনে নিতে এখনও একটু সময় লাগবে।’ দোহা এবং ইন্ডিয়ান ওয়েলসে খেতাব জিতে বছরের শুরুটা দারুণভাবে করেছেন সুইয়াটেক। তিনি চলতি মরশুমে ১২ ম্যাচে অপরাজিত রয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন