বাংলা নিউজ > ময়দান > ফাইনালে ইগা-জাবেউর, US Open-এ নতুন রানির অপেক্ষায় টেনিস বিশ্ব

ফাইনালে ইগা-জাবেউর, US Open-এ নতুন রানির অপেক্ষায় টেনিস বিশ্ব

ফাইনালে মুখোমুখি ফাইনালে ইগা-জাবেউর।

US Open-এ ২১ বছরের ইগা যদি চ্যাম্পিয়ন হন, তবে অ্যাঞ্জেলিক কেরবারের পর তিনিই প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে একই মরশুমে দু'টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জিতবেন। এ দিকে ১৯৬৮ সাল থেকে ধরলে এই প্রথম কোনও আফ্রিকার টেনিস খেলোয়াড় হিসেবে জাবেউর ইউএস ওপেন ফাইনাল খেলবেন।

এই বছর নতুন ইউএস ওপেন চ্যাম্পিয়ন পেতে চলেছে টেনিস বিশ্ব। রবিবার আর্থার অ্য়াশ স্টেডিয়ামে মেয়েদের সিঙ্গলস ফাইনাল খেলছেন এমন দুই টেনিস তারকা, যাঁরা অতীতে ফ্ল্যাশিং মিডোর শেষ পর্যায়ে কখনও পা রাখেননি। একজন বর্তমান ক্রমতালিকার এক নম্বর টেনিস খেলোয়াড় পোল্যান্ডের ইগা স্বোয়াতেক। অন্যজন তিউনিশিয়ার অনস জাবেউর।

ইউএস ওপেনে প্রথম বার ফাইনালে উঠলেও ফরাসি ওপেন জিতেছেন ইগা। ইগার লক্ষ্য কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম ও প্রথম ইউএস ওপেন ট্রফি। অন্য়দিকে প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস গড়তে চাইছেন অনস।

আরও পড়ুন: US Open-এ অপ্রত্যাশিত হারের পর দুটি র‍্যাকেট ধ্বংস করলেন কির্গিয়স

এ দিকে উইম্বলডনের ফাইনালে পা রাখলেও ট্রফি জয় হাতছাড়া হয়েছে জাবেউরের। আর সেই আক্ষেপই ইউএস ওপেনের মঞ্চে মিটিয়ে দিতে চান জাবেউর। ইউএস ওপেনের ফাইনালে পা রাখা আফ্রিকার প্রথম টেনিস খেলোয়াড় তিনি। আপাতত যুক্তরাষ্ট্র ওপেন নতুন রানির অপেক্ষায়।

আরও পড়ুন: শেষটা হল না রূপকথার মতো, US Open থেকে গিয়ে ছিটকে কেঁদে ফেললেন সেরেনা উইলিয়ামস

শুক্রবার ইগা স্বোয়াতেক সেমিফাইনাল ম্যাচে হারিয়ে দেন টু্র্নামেন্টের ষষ্ঠ বাছাই আরণ্য সাবালেঙ্কাকে। তিন সেটের ম্যাচ শেষ হয় ৩-৬, ৬-১, ৬-৪-এ। অনস জাবেউর সেমিফাইনালে ক্যারোলিন গার্সিয়ার বিরুদ্ধে ৬-১, ৬-৩ সেটে সহজ জয়ে ফাইনালে পা রাখেন।কোয়ার্টার ফাইনালের অনসের শিকার হন কোকো গাফ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন