সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ওডিআই ম্যাচে ২১০ রানের ধামাকাদার ইনিংস খেলেছিলেন ভারতের ওপেনার ইশান কিষাণ। তবে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথম একাদশে জায়গা হয়নি ইশানের। যা নিয়ে তীব্র সমালোচনা চলছে। এর মাঝেই নিজের মনের ইচ্ছের কথা জানালেন ইশান।
তিনি বলেছেন, তিনি এ বার ছক্কা হাঁকিয়ে ডবল সেঞ্চুরি করতে চান। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে অভিষেকের প্রথম বলেই ছক্কা মেরেছিলেন ইশান। এ বার তিনি বলেছেন, ‘আমি আগেই সবাইকে বলেছিলাম যে, আমি প্রথম বলেই ছক্কা মারব। এ বার ছক্কা হাঁকিয়ে পরের ডাবল সেঞ্চুরিটা করতে চাই।’
আরও পড়ুন: তালিবানি অত্যাচারের প্রতিবাদ, আফগানিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
বাংলাদেশের ১৩১ বলে ২১০ রান করেছিলেন ইশান। মারমুখী মেজাজে সেই দ্বিশতরান করে একাধিক রেকর্ড ভেঙে নতুন নজির গড়েছিলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ২৪টি চার এবং ১০টি ছক্কায়। পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬০.৩১। এমন চোখধাঁধানো ইনিংস খেলার পরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে দলে রাখা হয়নি বাঁহাতি ওপেনারকে! ইশানকে ব্রাত্য করে রাখার জন্য স্বভাবতই রোহিত শর্মার উপর বেজায় চটেছেন ক্রিকেটপ্রেমীরা।
রোহিত এবং টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে রাগে ফুঁসছে গোটা দেশ। ইশান যে প্রথম একাদশ থেকে বাদ যাবেন, সেটা প্রথম ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে জানিয়েছিলেন রোহিত। তাঁর জায়গায় রোহিত আর এক তরুণ ওপেনার শুভমন গিলের প্রতি আস্থা দেখিয়েছেন।
আরও পড়ুন: IPL খেলবেন না পন্ত, DC শীঘ্রই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে- সাফ জানালেন সৌরভ
ইশান বাদ যাওয়ার জন্য উইকেটকিপার হিসেবে খেলছেন কেএল রাহুল। ইশানকে বাদ দেওয়ার পিছনে রোহিত ক্রিকেটীয় যুক্তি দিয়েছেন। তিনি বলেওছেন, ইশানের জন্য দলের দরজা একেবারেই বন্ধ হয়নি। বরং বিশ্বকাপের কথা মাথায় রেখে সবাইকে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন অধিনায়ক। তবুও তাঁর প্রতি ক্ষোভ কিন্তু কমছে না।
ভারত প্রথম ওডিআই জিতেছে এবং ওপেনার হিসেবে রোহিত শর্মা- শুভমন গিল ভালো পারফরম্যান্স করেছে। এমন কী প্রথম সারির ব্যাটারদের হাত ধরেই ভারত প্রথম ওডিআই-এ ৩৭৩ রানের বড় স্কোর করেছে। ম্যাচটি তারা জিতেওছে। তবু ইশানকে দলে না রাখা নিয়ে বিতর্ক কিন্তু থামছে না। প্রসঙ্গত, বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় ওডিআই-এ মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।