বাংলা নিউজ > ময়দান > হরভজনের ক্লাসে বাধ্য ছাত্র সিকন্দর রাজা, জিম্বাবোয়ের তারকাকে ভাজ্জি হাতে ধরে শেখালেন বোলিং স্কিল: ভিডিয়ো

হরভজনের ক্লাসে বাধ্য ছাত্র সিকন্দর রাজা, জিম্বাবোয়ের তারকাকে ভাজ্জি হাতে ধরে শেখালেন বোলিং স্কিল: ভিডিয়ো

হরভজনের ক্লাসে সিকন্দর। ছবি- আইএল টি-২০ টুইটার।

International League T20: আইএল টি-২০'র মঞ্চে হরভজনকে সামনে পেয়ে নিজের বোলিং স্কিল পরিণত করলেন জিম্বাবোয়ের অল-রাউন্ডার।

ব্য়াট হাতে বরাবর জিম্বাবোয়েকে নির্ভরতা দেন সিকন্দর রাজা। তবে বল হাতেও নিজেকে ক্রমশ পরিণত করে তুলছেন তিনি। সেকারণেই এই মুহূর্তে বিশ্বের অন্যতম কার্যকরী একজন অল-রাউন্ডার হিসেবে বিবেচনা করা হয় সিকন্দর রাজাকে।

গত টি-২০ বিশ্বকাপে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন সিকন্দর। তিনি একাধিক বিভাগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীতও হন। গত আইপিএল নিলামে পঞ্জাব কিংস তাঁকে দলে নেয়। সুতরাং, ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আঙিনাতেও সিকন্দর মাথা গলিয়ে দিয়েছেন ইতিমধ্যেই।

জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার আপাতত আমিরশাহিতে আইএল টি-২০ খেলতে ব্যস্ত। দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামছেন তিনি। ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র মঞ্চেই নিজের বোলিং স্কিল আরও পরিণত করার সুযোগ হাতছাড়া করলেন না সিকন্দর। আইএল টি-২০'র আসরে তিনি হরভজনকে সামনে পেতেই ভাজ্জির নজরদারিতে নিজের বোলিং গ্রিপের খুঁত মেরামতের চেষ্টা করলেন। হরভজন এক্ষেত্রে রাজাকে নতুন স্কিল শেখাতে কুণ্ঠাবোধ করেননি।

আরও পড়ুন:- Ranji Trophy: দলের প্রয়োজনে ফের ‘বাঁ-হাতে’ ব্যাট করলেন বিহারী, জমিয়ে দিলেন কোয়ার্টার ফাইনাল

আসলে ভাজ্জি এই মুহূর্তে বিশেষজ্ঞের ভূমিকায় উপস্থিত রয়েছেন ইন্টারন্য়াশনাল লিগ টি-২০'র আসরে। টুর্নামেন্টের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়, যেখানে সিকন্দর রাজার বোলিং ক্লাস নিতে দেখা যায় হরভজনকে। বাধ্য ছাত্রের মতো টার্বুনেটরের প্রতিটি কথা শুনছিলেন রাজা।

আরও পড়ুন:- Ranji Trophy: জাদেজার ৫ উইকেটেও চাপে সৌরাষ্ট্র, রঞ্জির কোয়ার্টার ফাইনালে এগিয়ে দেখাচ্ছে পঞ্জাবকে

হরভজন সিং পরে সোশ্যাল মিডিয়ায় সিকন্দর রাজাকে ‘চ্যাম্পিয়ন প্লেয়ার’ বলে সম্বোধন করেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে খুশি ব্যক্ত করেন। সিকন্দরও ভাজ্জিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, সিকন্দর রাজা এখনও পর্যন্ত জিম্বাবোয়ের হয়ে ১৭টি টেস্ট, ১২৬টি ওয়ান ডে ও ৬৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ১১৮৭, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭২৪ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২৫৯ রান সংগ্রহ করেছেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন সিকন্দর। এছাড়া টেস্টে ৩৪টি, ওয়ান ডে ক্রিকেটে ৭১টি ও দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে ৩৮টি উইকেট নিয়েছেন রাজা।

সব মিলিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৪৩৬৩ রান ও ৭৭টি উইকেট সংগ্রহ করেছেন সিকন্দর। লিস্ট-এ ক্রিকেটে তিনি ৬৭৩৮ রান ও ১৪৮টি উইকেট সংগ্রহ করেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ৩১২৩ রান ও ৮৩টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.