বাংলা নিউজ > ময়দান > শারজার হারে কপাল খুলল ইউসুফদের, দেখুন ILT20-র চূড়ান্ত পয়েন্ট টেবিল ও প্লে-অফের সূচি

শারজার হারে কপাল খুলল ইউসুফদের, দেখুন ILT20-র চূড়ান্ত পয়েন্ট টেবিল ও প্লে-অফের সূচি

লিগের শেষ ম্যাচে দাপুটে জয় গালফ জায়ান্টসের। ছবি- আইএল টি-২০ টুইটার।

International League T20: উদ্বোধনী আইএল টি-২০'র প্লে-অফে কোন দল কাদের বিরুদ্ধে মাঠে নামবে, দেখে নিন একনজরে। 

কারও পৌষমাস, কারও সর্বনাশ। উদ্বোধনী আইএল টি-২০'র আসরে যথার্থ প্রমাণিত হল প্রচলিত প্রবাদ বাক্যটি। শারজা ওয়ারিয়র্সের হারে প্লে-অফের টিকিট হাতে পেল দুবাই ক্যাপিটালস। শারজা জিতলে টুর্মামেন্ট থেকে বিদায় কার্যত নিশ্চিত ছিল ইউসুফ পাঠানদের।

গালফ জায়ান্টস বনাম শারজা ওয়ারিয়র্স ম্যাচের ফলাফল:-
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শারজা ওয়ারিয়র্স ১৮.৩ ওভারে ১০৭ রানে অল-আউট হয়ে যায়। টম কোহলার ক্যাডমোর ৩২, মহম্মদ নবি ২১, মার্কাস স্টইনিস ১৭ ও নূর আহমেদ ১০ রান করেন। ডেভিড ওয়াইজ ২০ রানে ৫ উইকেট দখল করেন।

পালটা ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে ম্যাচ জিতে যায় গালফ জায়ান্টস। কলিন ডি'গ্র্যান্ডহোম ৩৫, জেমস ভিন্স ২৭ ও টম ব্যান্টন ১১ রান করেন। জুনাইদ সিদ্দিকি ২৭ রানে ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হন ওয়াইজ।

আরও পড়ুন:- IND vs AUS: বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে এই তিনটি বড় দুশ্চিন্তা থেকেই যাচ্ছে রোহিতদের

লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে গালফ জায়ান্টস:-
শারজার বিরুদ্ধে জয়ের সুবাদে ১০ ম্য়াচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসে গালফ জায়ান্টস। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যায় ডেজার্ট ভাইপার্স। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকে এমআই এমিরেটস। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকে দুবাই ক্যাপিটালস।

আইএল টি-২০'র চূড়ান্ত পয়েন্ট টেবিল:-

ক্রমিক নংদলম্যাচজয়হারপরিত্যক্তপয়েন্টনেট রান-রেট
গালফ জায়ান্টস১০১৬+১.২৫৮
ডেজার্ট ভাইপার্স১০১৪+০.৩৯৯
এমআই এমিরেটস১০১১+১.০৫৯
দুবাই ক্যাপিটালস১০-০.৩৮৬
শারজা ওয়ারিয়র্স১০-০.৫২২
আবু ধাবি নাইট রাইডার্স১০-১.৭৮৪

আরও পড়ুন:- Women's T20 WC: বিশ্বকাপের প্রস্তুতিতেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ, পাকিস্তানের কাছে আত্মসমর্পণ নিগার সুলতানাদের

প্লে-অফের সূচি:-
প্রথম কোয়ালিফায়ার: ডেজার্ট ভাইপার্স বনাম গালফ জায়ান্টস (৮ ফেব্রুয়ারি)

এলিমিনেটর: দুবাই ক্যাপিটালস বনাম এমআই এমিরেটস (৯ ফেব্রুয়ারি)

দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল (১০ ফেব্রুয়ারি)।

ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল (১২ ফেব্রুয়ারি)।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন