Gulf Giants নাকি Desert Vipers? ILT20-টুর্নামেন্টের প্রথমবার ফাইনালে উঠবে কারা?
দশ নম্বর উইকেটের পতন
আফজাল খানকে আউট করে জয় নিশ্চিত করল ডেজার্ট ভাইপারস। গালফ জায়ান্টসকে ১৯ রানে হারাল ডেজার্ট ভাইপারস।
নয় নম্বর উইকেটের পতন
১৫১ রানের মাথায় দলের নয় নম্বর উইকেট হারাল গালফ জায়ান্টস। ১৯ ওভার শেষে তাদের স্কোর ১৫১ রান। ম্যাচ জিততে হলে শেষ ৩ বলে গালফ জায়ান্টসকে করতে হবে ২১ রান।
আট নম্বর উইকেটের পতন
১৫১ রানের মাথায় দলের আট নম্বর উইকেট হারাল গালফ জায়ান্টস। ১৯ ওভার শেষে তাদের স্কোর ১৫১ রান। ম্যাচ জিততে হলে শেষ ৬ বলে গালফ জায়ান্টসকে করতে হবে ২৮ রান।
সপ্তম উইকেটের পতন
১৭.১ ওভার শেষে গালফ জায়ান্টসের স্কোর ১৩৫/৭ রান। ১৮ ওভারের শেষে গালফ জায়ান্টসের স্কোর ১৪২/৭ রান। গালফ জায়ান্টসকে জিততে হলে ১২ বলে ৩৭ রান করতে হবে।
১৬ ওভার গালফ জায়ান্টসের স্কোর ১২২/৬
১৬ ওভার শেষে গালফ জায়ান্টসের স্কোর ১২২/৬ রান। এই ওভারে একটি উইকেট হারালেও ১১ রান নিল গালফ জায়ান্টস।
আউট হলেন হেতমায়ের
২১ বলে ৩৬ রান করে লুক উডের বলে আউট হলেন হেতমায়ের। গালফ জায়ান্টসকে জিততে হলে ৩২ বলে ৬৯ রান করতে হবে।
১০০ টপকাল গালফ জায়ান্টস
১৪ ওভারে ১০৬/৪ রান তুলল গালফ জায়ান্টস। হেতমায়ের ১৮ বলে ৩৩ রান করে অপরাজিত রয়েছেন ও কার্লোস ব্রেথওয়েট ১০ বলে পাঁচ করে ক্রিজে রয়েছেন।
৭৫ রানে চার উইকেট হারাল গালফ জায়ান্টস
শুরুটা ভালো করলেও ৭৫ রানের মধ্যে চার উইকেট হারাল গালফ জায়ান্টস। কলিন দ্য গ্র্যান্ডহোম, ডেভিড উইসে কম রানে আউট হয়েছেন। তিনটি উইকেট হাসারাঙ্গা ও একটি উইকেট টম কারান একটি উইকেট নিয়েছেন।
গালফ জায়ান্টস প্রথম উইকেট হারাল
৬.১ ওভারে ক্রিস লিনের উইেকট হারাল গালফ জায়ান্টস। ২৩ বলে ২৬ রান করে হাসারাঙ্গার বলে বোল্ড হলেন লিন।
৬ ওভার গালফ জায়ান্টসের স্কোর ৫৩/০
পাওয়া প্লে নিজের দখলে রাখল গালফ জায়ান্টস। জেমস ভিনসে ও ক্রিস লিন গালফ জায়ান্টসকে দারুণ শুরু করলেন। ভিনসে ১৪ বলে ১৯ রান করেছেন, অন্যদিকে ক্রিস লিন ২২ বলে ২৬ রান করে ক্রিজে রয়েছেন।
৪ ওভার গালফ জায়ান্টসের স্কোর ৩৪/০
জেমস ভিনসে ও ক্রিস লিন গালফ জায়ান্টসকে একটা দারুণ শুরু দিলেন। ভিনসে ১০ বলে ৯ রান করেছেন, অন্যদিকে ক্রিস লিন ১৪ বলে ১৭ রান করে ক্রিজে রয়েছেন।
শুরু গালফ জায়ান্টসদের ইনিংস
শুরু গালফ জায়ান্টসদের ইনিংস। ১ ওভারে সাত রান তুলল তারা। অতিরিক্ত পাঁচ রান দিল ডেজার্ট ভাইপারস।
২০ ওভার ডেজার্ট ভাইপারসের স্কোর ১৭৮/৭
নির্ধারিত ২০ ওভারে স্কোর বোর্ডে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলল ডেজার্ট ভাইপারস। শেরফানে রুথারফোর্ড তুললেন ১৯ বলে ৩৭ রান। টম কারান ১৭ বলে ২৯ রান করে আউট হন। ম্যাচ জিততে হলে গালফ জায়ান্টসকে ২০ ওভারে তুলতে হবে ১৭৯ রান।
৬ নম্বর উইকেট হারাল ডেজার্ট ভাইপারস
ক্রিস জর্ডনের বলে সাজঘরে ফিরলেন লুক উড। ৭ বলে ১২ রান করলেন তিনি। ডেজার্ট ভাইপারসের স্কোর ১৬.৩ ওভারে ১২৬/৬ রান।
১৬ ওভার ডেজার্ট ভাইপারসের স্কোর ১২১/৫
লুক ৬ বলে ১২ রান করেন, টম কারান ৭ বলে চার রান করে ক্রিজে রয়েছেন। এর মাঝেই আফজাল খানের বলে ক্রিস জর্ডনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্যাম বিলিং।
১৩ ওভার ডেজার্ট ভাইপারসের স্কোর ১০১/৪
২৫ বলে ৩০ রান করে ক্রিজে রয়েছেন ডেজার্ট ভাইপারসের উইকেটরক্ষক স্যাম বিলিং। ১৩তম ওভারেই ১০০ টপকাল ডেজার্ট ভাইপারস। ক্রিজে রয়েছেন শেরফানে রুথারফোর্ড।
আউট হাসারাঙ্গা
২০ বলে ৩১ রান করে আউট হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১১.৩ ওভারে চতুর্থ উইকেট হারাল ডেজার্ট ভাইপারস।
১০ ওভার ডেজার্ট ভাইপারসের স্কোর ৭৪/৩
১০ ওভার শেষ ডেজার্ট ভাইপারস স্কোর বোর্ডে তুলল ৭৪/৩ রান। স্যাম বিলিং ও হাসারাঙ্গা ইনিংসের হাল ধরেছেন।
৩৩ রানে তিন উইকেট হারাল ডেজার্ট ভাইপারস
মাত্র ৩৩ রানের মধ্যেই তিন উইকেট হারাল ডেজার্ট ভাইপারস। কলিন মুনরোকে আউট করলেন ক্রিস জর্ডন। সাত বলে ২ রান করে জর্ডনের বলে টম ব্যানটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।
আউট…
অ্যালেক্স হ্যালসকে তিন রানে আউট করলেন ব্রেথওয়েট। ৮ বলে ৩ রান করে বোল্ড হলেন তিনি।
৪ ওভার ডেজার্ট ভাইপারসের স্কোর ৩১/১
গালফ জায়ান্টস ম্যাচের চতুর্থ ওভারটি দারুণ করলেন। মাত্র তিন রান দিয়ে একটি উইকেট পেলেন।
প্রথম উইকেট হারাল ডেজার্ট ভাইপারস
১৩ বলে ২৩ রান করে ওইসের বলে ক্রিস জর্ডনের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রোহন মুস্তাফা। দলের ২৮ রানে প্রথম উইকেট হারাল ডেজার্ট ভাইপারস।
দেখে নিন দুই দলের একাদশ
দেখে নিন কোন একাদশ নিয়ে দুই দল মাঠে খেলতে নেমেছে।
২ ওভার ডেজার্ট ভাইপারসের স্কোর ১৭/০
প্রথম ওভারে সামলে শুরু করে দ্বিতীয় ওভারে ১৩ রান নিল ডেজার্ট ভাইপারস।
HT বাংলার লাইভে স্বাগত
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সকে সাত উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে গালফ জায়ান্টস। অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জায়ান্টদের কাছে ২৫ রানে হারতে হয়েছে ডেজার্ট ভাইপারসকে। কিন্তু গ্রুপ পর্বের দশ ম্যাচে সাত জয় নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে তারা। গ্রুপ পর্বের দুটি ম্যাচেই গালফ জায়ান্টস ভাইপারদের বিরুদ্ধে জয় লাভ করেছে এবং আজও তারা চাইবে জয়ের ধারা বজায় রেখে দ্বিতীয় বাছাইপর্বের ম্যাচে যাওয়ার।