একজন বর্তমান ও একজন প্রাক্তন নাইট তারকা হারিয়ে দিলেন নাইট রাইডার্সকে। শুনতে অদ্ভুত লাগলেও আমিরশাহির নতুন টি-২০ লিগে দেখা গেল ঠিক এমনই ছবি।
এবছর আইপিএর জন্য ট্রেড উইন্ডো দিয়ে গুজরাট টাইটানস শিবির থেকে রহমানউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে রহমানউল্লাহ ইন্টারন্যাশনাল লিগ টি-২০'তে মাঠে নামেন শারজা ওয়ারিয়র্সের হয়ে।
অন্যদিকে মহম্মদ নবি একদা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের যোদ্ধা ছিলেন। তাঁকে মাঠে নামার সুযোগ না দিয়েই স্কোয়াড থেকে ছেড়ে দেয় কেকেআর। আইএল টি-২০'তে তিনিও মাঠে নামেন শারজার হয়ে।
শনিবার আইএল টি-২০'র ১৯তম লিগ ম্যাচে শারজার মুখোমুখি হয় আবু ধাবি নাইট রাইডার্স। সেই ম্যাচেই দুই আফগান তারকা শারজার হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরেন। ফলে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় এডিকেআর-কে।
অবশ্য আইএল টি-২০'তে নাইট রাইডার্সের হার এই প্রথম নয়। বরং হারটাই তারা অভ্যাসে পরিণত করে ফেলেছে। এই নিয়ে টুর্নামেন্টে মোট ৭টি ম্যাচে মাঠে নামে নাইট রাইডার্স। ১টি ম্যাচ ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট সংগ্রহ করে তারা। বাকি ৬টি ম্য়াচেই পরাজিত হয় সুনীল নারিনের নেতৃত্বাধীন আবু ধাবি।
শনিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নাইট রাইডার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৫৫ রান করেন পল স্টার্লিং। ২৮ বলে ৩৩ রান করেন আন্দ্রে রাসেল। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া জো ক্লার্ক ৭, ধনঞ্জয়া ডি'সিলভা ১৮, চরিথ আসালঙ্কা ২১ ও ব্র্যান্ডন কিং ১ রান করেন।
শারজার হয়ে পল ওয়াল্টার ২৯ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট সংগ্রহ করেন নবীন উল হক ও নূর আহমেদ। নবি ১ ওভার বল করে ৮ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।
পালটা ব্যাট করতে নেমে শারজা ওয়ারিয়র্স ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫০ রান তুলে নেয়। রহমানউল্লাহ ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫৬ রান করেন। নবি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া টম কোহলার ক্যাডমোর ১৭, জো ডেনলি ১২, মার্কাস স্টইনিস ৯, অ্যাডাম হোস ১৫, পল ওয়াল্টার ৪ ও নূর আহমেদ ৪ রান করেন।
নাইট রাইডার্সের হয়ে ৩৬ রানে ৩টি উইকেট নেন লাহিরু কুমারা। ২৮ রানে ২টি উইকেট সংগ্রহ করেন আকিল হোসেন। ২৫ রানে ১টি উইকেট দখল করেন ধনঞ্জয়া ডি'সিলভা। নারিন ৪ ওভারে ২৭ ও রাসেল ১ ওভারে ১৬ রান খরচ করেও কোনও উইকেট পাননি। ম্যাচের সেরা হন রহমানউল্লাহ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।