সংযুক্ত আরব আমিরশাহির আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের জিএমআর গ্রুপের মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালস ১৪জন বিদেশিকে একসঙ্গে সই করাল। রোভম্যান পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, দাসুন শনাকা এবং সিকান্দার রাজারা সেই তালিকায় রয়েছেন।
দুশমন্ত চামেরা, ভানুকা রাজাপক্ষে, নিরোশন ডিকওয়েলা, হজরতুল্লাহ জাজাই এবং মুজিব উর রহমানরা হলেন অন্যান্য বড় নাম। স্কটল্যান্ডের জর্জ মুন্সে এবং নেদারল্যান্ডসের ফ্রেড ক্লাসেন দুই সহযোগী খেলোয়াড়। চার ঘরোয়া (ইউএই) প্লেয়ারকে পরবর্তীতে ড্রাফট করা হবে।
আরও পড়ুন: অভিষেকেই রোহিত-কোহলিকে আউট করা ব্রিটিশ তারকাকে জালে তুলল আদানিদের ক্রিকেট দল
বর্তমান যাঁরা সই করেছেন, তাঁদের মধ্যে পাওয়েলই একমাত্র যিনি দিল্লি ক্যাপিটালসের অংশ। প্রসঙ্গত দুবাইয়ের এই ফ্র্যাঞ্চাইজির মালিক জিএমআর গ্রুপ আংশিক ভাবে হলেও দিল্লি ক্যাপিটালসেরও মালিক।
জিএমআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং দুবাই ক্যাপিটালসের চেয়ারম্যান ড. কিরণ কুমার গ্রন্ধি বলেছেন, ‘১৫ বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে অসামান্য সেট-আপ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি অংশ হওয়ার কারণে - আমরা মনে করেছি যে, খেলার এই ফর্ম্যাটের বিশ্বব্যাপী জনপ্রিয়তার জন্য নিজেদের প্রসারিত করার এটাই সঠিক সময়।’
আরও পড়ুন: UAE T20 লিগে দল গড়া নিয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো লড়াই চলছে MI ও KKR-এর
উপসাগরীয় জায়ান্টস, এমআই এমিরেটস এবং আবুধাবি নাইট রাইডার্স হল অন্যান্য দল, যারা এই লিগের জন্য তাদের বিদেশী তালিকা ঘোষণা করেছে। ছয় দলের লিগ এমিরেটস ক্রিকেট বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে এবং এটি ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে তা অনুষ্ঠিত হবে।
এখনও পর্যন্ত দুবাই ক্যাপিটালস স্কোয়াড: রোভম্যান পাওয়েল, দুশমন্ত চামেরা, হজরতুল্লাহ জাজাই, ফ্যাবিয়ান অ্যালেন, মুজিব উর রহমান, সিকান্দার রাজা, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, ভানুকা রাজাপক্ষে, ড্যান লরেন্স, ব্লেসিং মুজারাবানি, ইসুরু উদানা, জর্জ মুন্সেনা, এফ কে মুনসেন।