বাংলা নিউজ > ময়দান > ILT20: ডাহা ফেল রাসেল, ব্যাট হাতে রংচটা নারিন, হারের হ্যাটট্রিক নাইট রাইডার্সের

ILT20: ডাহা ফেল রাসেল, ব্যাট হাতে রংচটা নারিন, হারের হ্যাটট্রিক নাইট রাইডার্সের

টানা তিন ম্যাচে হার নাইট রাইডার্সের। ছবি- গেটি।

International League T20: এখনও পর্যন্ত টুর্নামেন্টের সব ম্যাচ হেরে লিগ টেবিলে লাস্টবয় ADKR।

দুঃস্বপ্নের শুরু। আমিরশাহির নতুন টি-২০ লিগে আবু ধাবি নাইট রাইডার্স যেভাবে অভিযান শুরু করে, তাকে যথাযথ বর্ণনা করার জন্য এমন শব্দবন্ধ একেবারে যথার্থ মনে হতে পারে। ঘরের ছেলেদের নিয়ে তারকাখচিত দল গড়েও আইএল টি-২০ বা ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র প্রথম তিন ম্যাচে হারের মুখ দেখতে হল নাইট রাইডার্সকে।

লিগের উদ্বোধনী ম্যাচে নাইট রাইডার্স ৭৩ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয় দুবাই ক্যাপিটালসের কাছে। দ্বিতীয় ম্যাচে গালফ জায়ান্টস ৬ উইকেটে হারিয়ে দেয় এডিকেআর-কে। এবার টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ডেজার্ট ভাইপার্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হার মানে সুনীল নারিনের নতৃত্বাধীন আবু ধাবি।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নাইট রাইডার্সকে শুরুতে ব্যাট করতে পাঠায় ডেজার্ট ভাইপার্স। আবু ধাবি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তোলে। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ওপেনার ব্র্যান্ডন কিং। বাকিদের মধ্যে বলার মতো রান করেছেন শুধু চরিথ আসালঙ্কা।

আরও পড়ুন:- Video: হাত দিয়ে বেল ফেলে হিট উইকেটের আবেদন, স্টাম্পের পিছনে ইশানের দুষ্টুমি

কিং ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৭ রান করেন। আসালঙ্কা করেন ২১ বলে ২৬ রান। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া কলিন ইনগ্রাম ১৫ ও আকিল হোসেন ১২ রানের যোগদান রাখেন। ব্যাট হাতে ডাহা ফেল আন্দ্রে রাসেল। এক বলেই আউট হয়ে মাঠ ছাড়েন দ্রে রাস। তিন ম্যাচে রাসেলের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১২, ২৬ ও ০ রান। ব্যাট হাতে ব্যর্থ সুনীল নারিনও। তিনি ৬ বলে ৩ রান করে মাঠ ছাড়েন।

ভাইপার্সের হয়ে ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া অ্যাটকিনসন নিয়েছেন ২টি উইকেট।

আরও পড়ুন:- IND vs NZ: জয়ের মাঝেও থেকে গেল কাঁটা, হায়দরাবাদে কিউয়িদের হারালেও ভারতের দুশ্চিন্তার কারণগুলি দেখে নিন

জবাবে ব্যাট করতে নেমে ডেজার্ট ভাইপার্স ১৫.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে ম্যাচ জিতে যায়। অ্যালেক্স হেলস ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬৪ রান করেন। এছাড়া ২৯ বলে ৩৫ রান করেন স্যাম বিলিংস। ১১ বলে ২৩ রানের যোগদান রাখেন রোহন মুস্তাফা। রাদারফোর্ড অপরাজিত থাকেন ১১ রানে।

নারিন ৪ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। ৩৭ রানে ১টি উইকেট নিয়েছেন রাসেল। টানা তিনটি ম্যাচ হেরে ৬ দলের টুর্নামেন্টে (লিগ টেবিলের) একেবারে শেষে রয়েছে নাইট রাইডার্স।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

FIFA Ranking- ২ ধাপ নেমে ১২৬ নম্বরে ভারত! শীর্ষে আর্জেন্তিনা,পাঁচ নম্বরে ব্রাজিল মা হিসাবে ঐশ্বর্য জিতে গেছে! বিচ্ছেদ জল্পনার মাঝেই মেয়ের জন্য গর্বিত রাই-সুন্দরী তিরুমালার লাড্ডুতে মেশোনো হচ্ছিল পশুর চর্বি! চন্দ্রবাবুর নিশানায় পূর্বতন সরকার এনিমি প্রপার্টিতে বেআইনি নির্মাণ করার অভিযোগ, সমীক্ষা করে ভাঙল স্বরাষ্ট্রমন্ত্রক কুঁকড়ে ছিলেন ব্যাটাররা! অশ্বিন-জাদেজা এসেই শুরু পাল্টা মার! পেটালেন শাকিবকে… পাঁচ বল খেলে শূন্য রানে আউট! ব্যাট হাতে ফের ব্যর্থ KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার পুজো কি তিন দিনের নাকি চার দিনেরই? ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজোর তারিখ জেনে নিন ‘আমি বেশ্যা, ২৪ বছরের কেরিয়ারে এতবার শুনেছি আর…’,আরজি কর আবহে বিস্ফোরক স্বস্তিকা England বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? শুধুই অধঃপতন বাংলার অর্থনীতির! ১৯৬০-তে দেশে অবদান ছিল ১০.৫%, এখন কমে হল ৫.৬%

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.