বাংলা নিউজ > ময়দান > খোলা চিঠিতে রিয়াল ছাড়ার কারণ জানালেন জিদান

খোলা চিঠিতে রিয়াল ছাড়ার কারণ জানালেন জিদান

রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ জিনেদিন জিদান (ছবি: গুগল)

এতোদিন চুপ থাকলেও এখন জানালেন পদত্যাগের কারণ। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে এক চিঠির মাধ্যমে রিয়াল ছাড়ার কারণগুলো জানিয়েছেন এই ফরাসী কিংবদন্তি।

জিনেদিন জিদানের সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্ক ২০ বছরের মতো। খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে এই ক্লাবে তার রয়েছে অনেক সাফল্য। সেই ‘ঘরের ছেলে’ জিদান আবারো রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন।  এতোদিন চুপ থাকলেও এখন জানালেন পদত্যাগের কারণ।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে এক চিঠির মাধ্যমে রিয়াল ছাড়ার কারণগুলো জানিয়েছেন এই ফরাসী কিংবদন্তি। চিঠিতে জিদান লিখেছেন, ‘এখন আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি এর কারণ ব্যাখ্যা করতে চাই। আমি যাচ্ছি, কিন্তু হুট করে যাইনি এবং আমি অনুশীলনের জন্য ক্লান্ত নই। আড়াই বছর কোচিংয়ে অনেক শিরোপা আর জয়ের পর ২০১৮ সালে মে মাসে আমি বিদায় নিয়েছিলাম। তখন অনুভব করেছিলাম, শীর্ষ পর্যায়ে থাকতে দলের নতুন দিক নির্দেশনার প্রয়োজন।’

তিনি আরও লেখেন, ‘আজ প্রেক্ষাপট ভিন্ন। আমি চলে যাচ্ছি কারণ, অনুভব করেছি ক্লাব থেকে যে আত্মবিশ্বাস প্রয়োজন, সেটা পাচ্ছি না। মাঝারি কিংবা দীর্ঘ মেয়াদে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করতে যা প্রয়োজন, তোমন কোনো সমর্থন আমি পাইনি। ফুটবল কি আমি জানি, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের চাহিদাও জানি। জানি, কিছু না জিততে পারলে চলে যেতে হবে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সবাই ভুলে গেছে। দিনে দিনে আমি যা গড়ে তুলেছি, দলের আশেপাশে থাকা দেড়শ জনকে নিয়ে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি যে ভূমিকা রেখেছি, এর সবকিছু ভুলে যাওয়া হচ্ছে। আমি আজন্ম বিজয়ী, এখানে এসেছিলাম ট্রফি জিততে। কিন্তু এসবকে ছাড়িয়ে মানুষ, আবেগ, জীবন আছে। আমি অনুভব করেছি, এই ব্যাপারগুলোর মূল্যায়ন করা হয়নি। অসাধারণ একটি ক্লাবের এগিয়ে যাওয়ায় এই ব্যাপারগুলো ভূমিকা রাখে সেটা অনেকেই বুঝতে পারেনি। এমনকি একভাবে আমি, অপমানিত হয়েছি।’

‘আমরা এক সঙ্গে যা করেছি সেগুলোকে আমি সম্মান জানাতে চাই। সাম্প্রতিক মাসগুলোতে ক্লাব ও প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক অন্য কোচদের চেয়ে কিছুটা আলাদা হলে ভালো লাগত। আমি কোনো সুবিধা চাইনি, অবশ্যই না, স্রেফ চেয়েছিলাম একটু অতীতটা মনে থাকুক।’

পদত্যাগের জন্য সাংবাদিকদের দোষ দিয়ে জিদান লিখেছেন, ‘কয়েকটা ম্যাচ খারাপ করলেই সংবাদমাধ্যমগুলো আমার সম্ভাব্য ছাঁটাই নিয়ে যা যা লিখত, তা পড়া খুবই কষ্টকর ছিল। সামনের একটা ম্যাচ হারলে আমি ছাঁটাই হয়ে যাব, এমন একটা খবর ছড়িয়ে পড়ায় আমি আর আমার স্কোয়াডের খেলোয়াড়- সবার মনেই আঘাত লেগেছিল। তার মানে, এই খবর ক্লাবের কেউই সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছে। যার কারণে ক্লাবের সবার মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ’

জিদান আরো বলেন, ‘সাংবাদিকদের উদ্দেশে কিছু বলতে চাই। আমি শতাধিক সংবাদ সম্মেলন করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ফুটবল নিয়ে তেমন কথা বলিনি। আমি আপনাদের কিছু শেখাতে চাই না, কিন্তু সব সময় বিতর্কিত বিষয় নিয়ে যদি প্রশ্ন না করতেন, তাহলে ভালো হতো।’

চিঠির মাঝে আরও অনেক বিষয় তুলে ধরেন জিদান। তবে শেষে নিজের প্রিয় ক্লাবের উন্নতির কথা জানিয়ে চিঠিটি শেষ করেছেন জিদান। তিনি লিখেছেন, ‘প্রিয় মাদ্রিদিস্তা, আমি সবসময় আপনাদের একজন হয়ে থাকব।এগিয়ে যাও মাদ্রিদ।’

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.