রিও অলিম্পিক্সের রুপোর পদকজয়ীকে হারিয়ে সোনার সাফল্য পেলেন সঞ্জিত কুমার। সোমবার এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ৯১ কেজির ফাইনালে অলিম্পিক্সে রুপোর পদকজয়ী কাজাখস্তানের ভাসিলি লেভিটকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সঞ্জিত।
পাঁচ বারের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পদকজয়ীর বিরুদ্ধে জয় পাওয়াটা মোটেও সহজ ছিল না। তবে সঞ্জিত শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। সেটা অবশ্য ম্যাচের শুরু থেকেই বোঝা গিয়েছিল। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধেও প্রথম দুটি রাউন্ডে সঞ্জিতই এগিয়ে ছিলেন। শেষের দিকে ভাসিলি লেভিট ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু সঞ্জিতকে আটকাতে পারেননি। ভাসিলিকে কার্যত ৪-১ উড়িয়ে দেন সঞ্জিত। সেনাবাহিনীতে কর্মরত বক্সার ইন্ডিয়া ওপেনেও সোনা জিতেছিলেন।
এ দিকে সোমবার ৫২ কেজির ফাইনালে বিতর্কিত বাউটে বিশ্ব এবং অলিম্পিক্স চ্যাম্পিয়ন উজবেকিস্তানের শাখোবিদিন জোইরভের কাছে ২-৩ হেরে যান গত বারের চ্যাম্পিয়ন অমিত পঙ্ঘল। বিতর্কিত স্প্লিট ডিসিশনের কারণেই রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল অমিতকে। দ্বিতীয় রাউন্ডের সিদ্ধান্ত নিয়ে ভারত প্রতিবাদও জানিয়েছিল। কিন্তু সেটা খারিজ করে দেওয়া হয়।
অমিতের মতো শিবা থাপাও ৬৪ কেজি বিভাগের ফাইনালে হেরে যান। মঙ্গোলিয়ার বাতারসুখ চিঞ্জোরিগের কাছে ২-৩ হারেন তিনি। পাল্লা দিয়ে লড়াই করেও শেষ রক্ষা করতে পারেননি শিবা। তবে তিনি পাঁচ বার এশিয়ান বক্সিং চ্যাম্পিয়ানশিপে পদক পেয়ে রেকর্ড করলেন। এর আগে কোনও ভারতীয় বক্সার এই টুর্নামেন্টে পাঁচ বার পদক পায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।