দু'বছর আগে ভারত যখন ইংল্যান্ডে একাধিক টেস্টের সিরিজ খেলেছিল, তখন দলের সেরা ব্যাটার ছিলেন। নিজের চিরাচরিত স্টাইল বদলে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে মাটি কামড়ে পড়েছিলেন। শুধু তাই নয়, যে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হতে চলেছে, সেই মাঠেই উপমহাদেশের বাইরে প্রথম শতরান করেছিলেন (সেটা একমাত্র শতরানও বটে)। তারপরও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মনে করেন যে ইংল্যান্ডের মাঠে ব্যাটিং করার সময় কখনও ব্যাটার হিসেবে ক্রিজে ‘সেট’ বলে মনে হয় না। অর্থাৎ ক্রিজে জমে গিয়েছেন বলে মনে হয় না। বরং ঘন-ঘন আকাশের রূপ পরিবর্তনের ফলে ব্যাটারের কাজটা অনেকটা কঠিন হয়ে যায়। সেই পরিস্থিতিতে নিজের খেলার শক্তি এবং দুর্বলতার একেবারে নিখুঁতভাবে জানতে হবে। তবেই বিলেতে সাফল্য মিলবে।
আগামী ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হওয়ার আগে রবিবার লন্ডনে আইসিসি আয়োজিত 'আফটারনুন উইথ টেস্ট লেজেন্ডস' অনুষ্ঠানে আসেন রোহিত। সেখানে তিনি বলেন, 'আমার মনে হয় যে সাধারণভাবে ব্যাটিংয়ের জন্য ইংল্যান্ড অত্যন্ত কঠিন জায়গা। পরিস্থিতি যথেষ্ট কঠিন হয়। তবে কঠিন লড়াইয়ের জন্য আগে থেকে প্রস্তুত হলে আপনি সাফল্য পাবেন।'
ভারতীয় অধিনায়ক জানান, ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর ইংল্যান্ডে যখন চারটি টেস্ট খেলেছিলেন, তখন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন। যে সিরিজের চতুর্থ টেস্টে ওভালেই দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান করেছিলেন রোহিত। মূলত তাঁর সেই ইনিংসের উপরই ভর করে ১৫৭ রানে জিতেছিল ভারত। সার্বিকভাবে প্রথম চারটি টেস্টে (করোনাভাইরাসের জন্য পঞ্চম টেস্ট হয়েছিল ২০২২ সালে, সেই টেস্টে চোটের জন্য ছিলেন না রোহিত) ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। চারটি টেস্টে ৩৬৮ রান করেছিলেন।
আরও পড়ুন: WTC Final 2023: ১৪৩ বছরে ‘সবথেকে খারাপ’ রেকর্ড, WTC ফাইনালের আগে ‘ওভাল’ আতঙ্কে অস্ট্রেলিয়া!
রোহিত বলেন, ‘২০২১ সালে আমি একটা বুঝতে পেরেছিলাম। (ইংল্যান্ডের মাঠে) কখনও আপনি সেট হন না। আবহাওয়া পালটাতে থাকে। দীর্ঘক্ষণ ধরে মনঃসংযোগ বজায় রেখে যেতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে কখন বোলারদের আক্রমণ করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে মাঠে নেমে বুঝতে হবে যে নিজের শক্তির জায়গা কোনটা।’
আরও পড়ুন: WTC Final 2023 IND vs AUS: IPL-এ চোট পেয়েছিলেন, WTC ফাইনাল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার
তবে ভারতীয় অধিনায়ক যেটা বলেছেন, সেটা বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ ২০২২ সালে যখন শেষবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট (২০২১ সালের সিরিজের শেষ টেস্ট) খেলেছিল ভারত, তখন ব্যাটিংয়ের ফোকলা ছবিটা বেরিয়ে এসেছিল। ব্যর্থ হয়েছিলেন শুভমন গিল, বিরাট কোহলিরা। ঋষভ পন্ত এবং রবীন্দ্র জাদেজার সৌজন্যে ব্যাটিংয়ে অস্বস্তির মুখে পড়তে হয়নি। আর এবার পন্ত নেই। যিনি শুধু সেই পঞ্চম টেস্ট নয়, একটা সময় ভারতীয় ব্যাটিং লাইন-আপের রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছিলেন। টপ-অর্ডার এবং মিডল অর্ডার ডোবানোর পর লোয়ার-অর্ডারের ব্যাটারের সঙ্গে দলকে বিপদ থেকে টেনে তুলতেন পন্ত। ফলে এবার রোহিতদের চ্যালেঞ্জটা অনেক বেশি। আর পন্ত না থাকলে কী হতে পারে, তা ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজেই বুঝেছিল ভারত (তাও সেবার বাঁচিয়েছিলেন অক্ষর প্যাটেল)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।