বাংলা নিউজ > ময়দান > 'আমাদের সময় সচিন-সৌরভরা এত চোট পায়নি', ক্রিকেটারদের চোট আঘাত নিয়ে সরব বীরু

'আমাদের সময় সচিন-সৌরভরা এত চোট পায়নি', ক্রিকেটারদের চোট আঘাত নিয়ে সরব বীরু

বীরেন্দ্র সেহওয়াগ। - HT Photo

ক্রিকেটারদের চোটের পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত ওজন তোলা। ফলে চোট আঘাত দেখা দিচ্ছে। এবার সেই নিয়ে সরব হলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ।

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ বেনজিরভাবে আক্রমণ করলেন বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের। যে সকল ক্রিকেটাররা জিমে গিয়ে অতিরিক্ত ওজন তোলেন তাদের বিরূদ্ধেই মূল অভিযোগ তাঁর। তিনি মনে করেন, ভারতীয় ক্রিকেটারদের ঘন ঘন চোট পাওয়ার পিছনে জিমে গিয়ে অতিরিক্ত ওজন তোলা অন্যতম প্রধান কারণ।

প্লেয়ারদের সঙ্গে সঙ্গেই ভারতের পারফরম্যান্স কোচ বসু শঙ্করের তীব্র নিন্দা করেছেন তিনি। সকল ক্রিকেটারদের ক্ষেত্রে একই পদ্ধতি এবং সমান ভার তোলার বিষয় ঠিক করে রাখার জন্য সেহওয়াগের রোষে পড়েন তিনি। যখন বীরু পঞ্জাব কিংস দলের মেন্টর ছিলেন সেই সময় রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তাঁর একটি কথোপকথনের কথা স্মরণ করে বলেন, 'বসু শঙ্কর বহু বছর ধরে ভারতীয় দলের সঙ্গে আছে। সব ক্রিকেটারদের জন্য একই তালিকা তৈরি করেছে। কেন রবিচন্দ্রন অশ্বিন এবং বিরাট কোহলির জন্য একই তালিকা ঠিক করা হবে? প্রশ্ন তোলেন বীরু।'

সেহওয়াগ আরও বলেন, 'অশ্বিন যখন কিংস ইলেভেন পঞ্জবে দলে ছিল, তখন আমাকে বলেছিল ক্লিন-এন্ড-জার্ক ওয়ার্কআউট করছে। কারণ এটি ট্রেন্ড।' তিনি আরও বলেন‌, 'ক্রীড়াবিদদের ছোট থেকেই ক্লিন-এন্ড-জার্ক ওয়ার্কআউট অনুশীলন করানো হয়। তাও তারা চোট পায়। তাহলে ক্রিকেটারা যখন ৩০ বছরের বেশি বয়সের এই ওয়ার্কআউট করলে তখন কী হবে? এই ওয়ার্কআউটের কারণেই অশ্বিন এবং অক্ষর উভয়েরই হাঁটুতে সমস্যা হয়।'

বর্তমানে ভারতীয় দলের ক্রিকেটারদের চোট সেরে উঠতে বেশ সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে জসপ্রীত বুমরাহ এখনও চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেননি। রবীন্দ্র জাদেজার ফিট হতেও বেশ অনেকটা সময় লেগেছে। এই প্রসঙ্গে সেহওয়াগ বলেন, 'আমাদের সময় আমরা কোনও জিম করিনি। কিন্তু তারপরও আমরা সারাদিন ক্রিকেট খেলতে পারতাম। এটা বিরাট কোহলি করতে পারে। তবে সবাই বিরাট কোহলি নয়। নির্দিষ্ট ক্রিকেটারকে নিজের শরীরের উপর ভিত্তি করে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম ঠিক করতে হবে। সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, রাহুল দ্রাবিড় ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিং- এর মতো ক্রিকেটাররা তাদের খেলার জীবনে খুব কমই চোট পেয়েছে। ক্রিকেটে বেশি ওজন তুলতে হবে এমনটা নয়। পরিবর্তে, এমন অনুশীলন করা উচিত যা আরও খেলাকে উন্নত করবে। ওজন তোলা ক্রিকেটারের শক্তি বৃদ্ধি করবে, তবে ব্যথাও বাড়িয়ে তুলবে। আমাদের খেলার দিন গুলোতে, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী , ভিভিএস লক্ষ্মণ, এমএস ধোনি কেউই পিঠের ব্যাথা এবং হ্যামস্ট্রিংয়ের জন্য সিরিজের মাঝ পথে ছিঁটকে যায়নি। এইসব দেখতে হবে।'

বন্ধ করুন