বাংলা নিউজ > ময়দান > HT Bangla 5 Years: শেষ ৫ বছরে অলিম্পিক্সে জয় জয়কার নীরজের, কেমন ছিল বাকিদের পারফরম্যান্স?

HT Bangla 5 Years: শেষ ৫ বছরে অলিম্পিক্সে জয় জয়কার নীরজের, কেমন ছিল বাকিদের পারফরম্যান্স?

শেষ ৫ বছরে অলিম্পিক্সে জয় জয়কার নীরজের, কেমন ছিল বাকিদের পারফরম্যান্স? (ছবি- X)

আন্তর্জাতিক মঞ্চে জ্যাভলিন থ্রোয়ে একের পর এক মেডেল জিতে নয়নের মনি হয়ে উঠেছেন নীরজ চোপড়া।  শুধু তিনি নন, ব্যক্তিগত বিভাগে বিগত বছরে নজর কেড়েছেন মনু ভাকের, পিভি সিন্ধু সহ অন্যান্যরা। দলগত ভাবে লাগাতার ভালো করে চলেছে ভারতীয় হকি দল।

শেষ ৫ বছরে ভারতের অলিম্পিয়ানদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম অবশ্যই নীরজ চোপড়া। আন্তর্জাতিক মঞ্চে লাগাতার একের পর এক মেডেল জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তবে শুধু নীরজের নাম নিলে অন্যায় করা হবে। ব্যক্তিগত বিভাগে নজর কেড়েছেন মনু ভাকের, পিভি সিন্ধু সহ অন্যান্যরা। দলগত ভাবে লাগাতার ভালো করে চলেছে ভারতীয় হকি দল। সব মিলিয়ে এখনও অনেকটা উন্নতির প্রয়োজন থাকলেও কিছু ক্ষেত্রে যে ভারতীয়রা ক্রীড়াবিদরা নিজেদের অন্য পর্যায়ে নিয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। আমরা এখানে সেরকমই বিগত ৫ বছরের কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স নিয়ে আলোচনা করব। 

‘সোনার ছেলে’ নীরজ চোপড়া:

অলিম্পিক্স নিয়ে আলোচনা হবে আর নীরজের নাম থাকবে না তা কখনও হয়। তিনি যে ভারতীয়দের প্রিয় ‘সোনার ছেলে।’ নীরজ নিজেকে এমন পর্যায় নিয়ে গেছেন যে যখনই তিনি প্রতিযোগিতায় নামেন তখনই আমরা ভাবি ওঁ সোনার মেডেল নিয়ে আসবেন। এই বছর তাই একটু আশাহত হতে হয়েছিল আমাদের। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে পরাজিত হতে হয় থাকে।  ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে অলিম্পিক্সে রেকর্ড গড়েন নাদিম, জিতে নেন সোনা। ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থান দখল করেন নীরজ। দেশের জন্য জয় করেন রুপো।  

নীরজের সোনা হাতছাড়া হওয়ায় বেশ হতাশ হয়েছিল দেশবাসী। তবে এর জন্য দায়ী কিন্তু তিনিই। তাঁর পারফরম্যান্সই মানুষের প্রত্যাশা বাড়িয়েছে। তিনি নিজেও প্যারিসে দ্বিতীয় স্থানে শেষ করে হতাশ হয়েছিলেন। অবশ্য চোটের সঙ্গে যুদ্ধ করে তিনি এই পদক জিতেছিলেন। এটি পরিচয় দেয় যে তাঁর মানসিকতা কতটা দৃঢ়। এই বছরটা ভালো যায়নি এই তারকা জ্যাভলিন থ্রোয়ারের। প্যারিসে রুপো জয়ের পর ডায়মন্ড লিগেও রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।  

যদিও এর আগে ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে সোনার পদক জিতেছিলেন তিনি। ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে প্রথম হয়েছিলেন নীরজ। ২০১৯ সালে চোটের কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি তিনি। তবে ২০২২ এবং ২০২৩ সালে এই প্রতিযোগিতায় যথাক্রমে রুপো এবং সোনা জয় করেন নীরজ। ২০২২ সালটা তাঁর কাছে গোল্ডেন ইয়ার ছিল। ওই বছর এশিয়ান গেমস এবং ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন নীরজ। 

মনু ভাকের:

২০২৪ প্যারিস অলিম্পিক্সের অন্যতম সেনসেশন তিনি। অলিম্পিক্সের এক সংস্করণে একাধিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি।  এবছর প্যারিসে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মনু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের এই বিভাগে পদক জেতেন তিনি। এরপর মিক্সড ১০ মিটার এয়ার পিস্তলে দলগতভাবে ব্রোঞ্জ পদক জেতেন মনু। যেখানে তিনি জুটি বেঁধে ছিলেন সরবজোৎ সিংয়ের সঙ্গে।  এর আগে ২০২২ সালে এশিয়ান গেমসে ২৫ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগে সোনা জিতেছিলেন তিনি।  ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি দিল্লিতে আয়োজিত ISSF বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। 

ভারতীয় হকি দল: 

এবছর প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় করে ভারতীয় হকি দল। এনিয়ে টানা ২ বার অলিম্পিক্স পদক জেতে হরমনপ্রীতরা। ব্রোঞ্জ মেডেল ম্যাচে স্পেনকে ২-১ গোলে পরাজিত করে ভারত। এর আগে ২০২১ টোকিও অলিম্পিক্সেও ব্রোঞ্জ জিতে খুশি থাকতে হয়েছিল ভারতকে। জার্মানিকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ৪১ বছর পর অলিম্পিক্সে মেডেল জিতেছিল ভারতীয় হকি দল। এবার সোনা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামলেও তা সম্ভব হয়নি।  ২০২৩ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়ান গেমস হকিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।  ২০২৪ সালেও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত ছিল ভারত।  

পিভি সিন্ধু: 

ভারতের ব্যাডমিন্টন জগতের একজন পরিচিত নাম পিভি সিন্ধু। এবছর তাঁর নাম খুব একটা শোনা না গেলেও একটা সময় আন্তর্জাতিক মঞ্চে দাপটের সঙ্গে খেলে গেছেন তিনি। ২০২১ টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। প্রথম ভারতীয় এবং বিশ্বের চতুর্থ মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে পরপর দু’টি অলিম্পিক্স মেডেল জিতে রেকর্ড গড়েন তিনি। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি। তবে ২০২৪ প্যারিস অলিম্পিক্স ভালো যায়নি তাঁর। নিজের গ্রুপ পর্বের দুটি ম্যাচ জিতলেও রাউন্ড অফ ১৬-এ চিনের হে বিংজিয়াও-এর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাঁকে। ২০২২-এ কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গেলসে সোনা জিতেছিলেন তিনি, এটি তাঁর এই প্রতিযোগিতার প্রথম মেডেল ছিল। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেন সিন্ধু। বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।  

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শ্যালিকার সঙ্গে প্রেম, স্ত্রীকে সরাতে দুর্ঘটনার নাটক! গ্রেফতার স্বামী ও বন্ধু লন্ডনের হোটেলে খিচুড়ি, ছবি দিলেন মমতার সফর সঙ্গী কুণাল,চামচের কথা লিখল নেটপাড়া ভেঙেচুড়ে গেছে গাড়ির সামনেটা! ভয়ানক দুর্ঘটনায় সোনু সুদের স্ত্রী, এখন আছেন কেমন? মায়ের সঙ্গে ছক কষে স্বামীর গলা কেটে খুন? বেঙ্গালুরুতে গাড়িতে মিলল ব্যবসায়ীর দেহ অবসরপ্রাপ্ত শিক্ষককে প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত করছিল রাজ্য, জোর ধমক আদালতের হাঁটাচলা শুরু করেছেন, তবু সতর্ক থাকতে হবে… মিলল তামিমের নতুন হেলথ আপডেট ঘন ঘন হাত ঘামছে গরমে! এই ঘরোয়া প্রতিকারেই রয়েছে সমাধানের চাবি বিদেশিনীকে বিয়ের ২ মাসে সুখবর! বাবা হবেন ‘কৃষ্ণ’ গৌরব, বেবিবাম্পে এলেন চিন্তামণি পিছনের পকেটে মানিব্যাগ রাখার অভ্যাস? কী কী রোগ হতে পারে জানা আছে কি! এবার সারদা মায়ের জয়রামবাটিতেই চলবে ট্রেন, স্টেশন তৈরির কাজ প্রায় শেষ!

IPL 2025 News in Bangla

হারতেই সোজা LSG-র সাজঘরে গোয়েঙ্কা, গম্ভীর মুখে মালিকের কথা শুনলেন ক্রিকেটাররা অক্ষর টস জিততেই তাঁর উপর জোর করে প্রথমে ব্যাটিং চাপাতে চেয়েছিলেন পন্ত- ভিডিয়ো 'মিনি হার্ট অ্যাটাক' হতেই থাকবে, দিল্লি সমর্থকদের নিশ্চিন্ত হতে মানা করলেন অক্ষর ‘সিঙ্গল নাও, ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে দেব’, ১১ নম্বরের কাছে মিনতি আশুতোষের এই প্রথম '২০০ টপকে' হারল LSG, সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জয়ের নতুন রেকর্ড DC-র দিল্লিকে জিতিয়ে সুইচ হিট সেলিব্রেশন আশুতোষের, আঙুল তুলে কাকে বার্তা দিতে চাইলেন? রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট তালিকার সেরা ৪-এ দিল্লি, শীর্ষে রয়েছে কারা? KKR কত নম্বরে? গোয়েঙ্কা ওয়েট করছেন! পন্তের ভুলে LSG হারতেই মিমের বন্যা, নেটপাড়া বলল ‘সামলে….’ IPL- ‘আমি জানতাম ম্যাচ জিতিয়ে দেব’, বিধ্বংসী ব্যাটিংয়ে LSGকে উড়িয়ে বললেন আশুতোষ বড় নামেদের ব্যর্থতার ভিড়ে, অঙ্ক কষে লড়াই আশুতোষের, একা ম্যাচ জেতালেন দিল্লিকে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.