শুভব্রত মুখার্জি: দীর্ঘদিনের শতরানের খরা কাটিয়ে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করেছেন সাম্প্রতিক অতীতে। সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতেই ১২০৪ দিন পরে লাল বলের ক্রিকেটে শতরান করেছেন তিনি। আমদাবাদে অজিদের বিরুদ্ধে খেলেছেন ১৮৬ রানের অনবদ্য একটি ইনিংস। এবার দেশের মাটিতে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলেছে ওয়ানডে সিরিজ। আর সেই সিরিজেই প্রাক্তন অধিনায়ক বিরাটের সামনে সুযোগ রয়েছে একাধিক নজির গড়ার।
আরও পড়ুন… IPL 2023: নিজেদের নতুন জার্সি প্রকাশ করল SRH, দেখুন কেমন হল কমলা আর্মির নতুন পোশাক
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত ২-১ ফলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এবার পালা সাদা বলের ক্রিকেটে মনোঃসংযোগের। ১৭ মার্চ খেলা হবে দুই দলের প্রথম ওয়ানডে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। ফলে রোহিত না থাকার ফলে স্বাভাবিকভাবেই আলাদা দায়িত্ব নিয়ে খেলতে হবে বিরাট কোহলিকে। কোহলির উপর দায়িত্ব থাকবে দলের নবীন ব্যাটারদের পথ দেখানো। ৩৪ বছর বয়সি বিরাট শেষ চার মাসে ওয়ানডে ফর্ম্যাটে তিনটি শতরান তুলে নিয়েছেন। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে একাধিক নজির গড়ারও হাতছানি থাকছে বিরাটের সামনে।
আরও পড়ুন… সলমন-বিরাটদের কড়া টক্কর দিতে পারেন ৪১-এর ধোনি! IPL 2023 -এর আগে নজরে মাহির বাইসেপ
ওয়ানডে ক্রিকেটে পঞ্চম ব্যাটার হিসেবে ১৩০০০ হাজার রান করার নজির গড়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে। এর জন্য তাঁকে করতে হবে মাত্র ১৯১ রান। এই তালিকায় বিরাটের সামনে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৮৪২৬), কুমার সাঙ্গাকারা (১৪২৩৪), রিকি পন্টিং (১৩৭০৪),সনথ জয়সূর্য (১৩৪৩০)। ওয়ানডেতে সর্বাধিক শতরানের নজির থেকেও মাত্র তিন শতরান দূরে রয়েছেন তিনি। শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর দখলে রয়েছে ৪৯টি শতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির ব্যাটিং গড় ওয়ানডেতে ৫৪.৮১। ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ রান করার নজির রয়েছে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের। বিরাটের সামনে সুযোগ রয়েছে সেই নজির ভাঙার। এই তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর ঝুলিতে রয়েছে ৬৯৭৬ রান। এরপরেই রয়েছেন রিকি পন্টিং ৫৪০৬ রান। বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৫৩৫৮ রান। আর ঘরের মাঠে ৪৮ রান করলেই রিকি পন্টিংকে টপকে যাবেন বিরাট কোহলি। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পরে ভারত এবং অস্ট্রেলিয়া পাঁচটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত দুটিতে জিতেছে এবং তিনটিতে হেরেছে। ফলে আসন্ন সিরিজ জিততে স্বাভাবিকভাবেই মুখিয়ে থাকবে টিম ইন্ডিয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup