২০২১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে পাকিস্তান টিম বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় ছিনিয়ে নিয়েছিল। এবং বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে হারানোর যে একচ্ছত্র নজির ভারতের ছিল, সেটা গুঁড়িয়ে দিয়েছিল বাবর আজম বাহিনী। বিশ্বকাপের আসরে ১৩তম প্রচেষ্টায় ভারতকে ২০২১ সালে প্রথম হারিয়েছিল পাকিস্তান। বাবর ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেটে একটি নতুন ভোর নিয়ে এসেছেন। এমন পরিস্থিতিতে কিংবদন্তি পাক ফাস্ট বোলার ওয়াকার ইউনিস নিশ্চিত যে, পাক ব্রিগেড ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে শক্তিশালী ভাবে শিরোপা জয়ের দাবিদার হিসেবে খেলতে নামবে।
ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের জন্য পাকিস্তানের তারকা-খচিত স্কোয়াড সম্পর্কে নিজের মতামত ভাগ করে নেওয়ার সময়ে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনিস স্মরণ করেছেন যে, আগে বিশ্বকাপে ভারত-পাক হাইভোল্টেজ লড়াইয়ের সময়ে গ্রিন আর্মি সব সময়ে কিছুটা পিছিয়ে থাকত। ইউনিস, যাঁর ১৯৮৯ সালে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের সঙ্গে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, তিনি আরও দাবি করেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে হাইভোল্টেজ ম্যাচগুলি তাঁর সময়কালে এখনকার মতো খুব বেশি উদ্বেগের বিষয়ও ছিল না। তবে তিনি এও স্বীকার করেছেন, সেই সময়ে আইসিসি ইভেন্টে ভারতের বিরুদ্ধে শ্বাসরোধ অবস্থা হত পাকিস্তানের। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিস বলেছেন, ‘আমাদের সময়ে, চাপটি এখনকার মতো এত বড় উদ্বেগের বিষয় ছিল না। তবে আপনি একটি দলের বিপক্ষে যত কম খেলবেন, তাও একটি বড় দলের বিপক্ষে, বিশেষ করে যদি এটি পাকিস্তান এবং ভারত হয়, তখন চাপ তিনগুণ হয়ে যায়। চাপ সব সময়ে সে ক্ষেত্রে বেশি থাকে। কিন্তু আমাদের সময়ে হয়তো এই চাপ তুলনামূলক ভাবে কম ছিল। কারণ আমার সেই সময়ে আমরা একে অপরের বিরুদ্ধে প্রচুর ক্রিকেট খেলতাম। তার পর আবার বিশ্বকাপে খেলতাম। সেখানে ভারতের বিরুদ্ধে একেবারে শ্বাসরুদ্ধে পরিস্থিতি হয়ে যেত। তবুও, যেমনটা আমি বলেছি, খেলোয়াড়রা আজকাল অবশ্যই ভালো ভাবে চাপ সামলাচ্ছে। এবং তারা জিতছে।’
ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করার পর আমদাবাদে খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পরিকল্পনা ঠিক রেখে, ভালো ভাবে চাপ নিয়ন্ত্রণ করে এগোতে পারলেই জয়ের জন্য ভেন্যু কোনও বিষয় নয় বলে মনে করছেন প্রাক্তন এই পেসার। তিনি বলেছেন, ‘গত দুই তিন আইসিসি ও এসিসি টুর্নামেন্টে পাকিস্তান অনেক ভালো ভাবে চাপ নিয়ন্ত্রণ করেছে। ভারতে গিয়েও পাকিস্তান ভালো পারফরম্যান্স করবে। আমি মনে করি, আগের জয় কাজে লাগিয়ে পাকিস্তান বিশ্বকাপে কাপে ভাল করবে।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমি মনে করি না যে আমাদের কোনও সমস্যা আছে। আমাদের দলে ম্যাচ-উইনার আছে, আমাদের এমন ক্রিকেটার আছে, যারা আপনাকে একাই ম্যাচ জেতাতে পারে, যার মধ্যে বাবর নিজে রয়েছে, শাহিন-ফখর বিস্ময়কর ভূমিকা নিতে পারে। আমরা ইমামকে দুর্দান্ত ইনিংস খেলতে দেখেছি, তাই সর্বোপরি, পাকিস্তানের কাছে অবশ্যই সমস্ত শক্তি আছে, এখন কেবল জিনিসগুলিকে একত্রিত করা এবং চাপ সামলে সেরাটা দিতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।