বাংলা নিউজ > ময়দান > আমার দোষ ছিল, বল কোথায় যাচ্ছে, দেখিনি- সুন্দরের রানআউট নিয়ে ভুল স্বীকার সূর্যের

আমার দোষ ছিল, বল কোথায় যাচ্ছে, দেখিনি- সুন্দরের রানআউট নিয়ে ভুল স্বীকার সূর্যের

সূর্যকুমার যাদব।

সূর্যকুমার যাদবের জন্য নিজে আত্মত্যাগ করেন ওয়াশিংটন সুন্দর। ১৫তম ওভারে, ওয়াশিংটন সুন্দরের বারণ সত্ত্বেও, রান নেওয়ার জন্য সূর্য উইকেট ছেড়ে বের হয়ে আসে। শেষ পর্যন্ত সূ্র্যকে বাঁচাতে সুন্দর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে, উইকেট হারাতে বাধ্য হয়। যদিও ম্যাচের পর নিজের ভুল স্বীকার করে নিয়েছেন সূর্য।

লখনউতে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ক্রিকেট মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে। মাত্র ১০০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ ওভারে কোনও মতে জিতেছে টিম ইন্ডিয়া। এর আগে সূর্যকুমার যাদবের জন্য নিজে আত্মত্যাগ করেন ওয়াশিংটন সুন্দর। ১৫তম ওভারে, ওয়াশিংটন সুন্দরের বারণ সত্ত্বেও, রান নেওয়ার জন্য সূর্য উইকেট ছেড়ে বের হয়ে আসে। শেষ পর্যন্ত সূ্র্যকে বাঁচাতে সুন্দর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে, উইকেট হারাতে বাধ্য হয়। যদিও ম্যাচের পর নিজের ভুল স্বীকার করে নিয়েছেন সূর্য।

এটি ছিল সূর্যের একটি ভিন্ন সংস্করণ

প্লেয়ার অফ দ্য ম্যাচ সূর্যকুমার যাদব ম্যাচের পর বলেন, ‘আপনি বলতেই পারেন যে, এটি সূর্যের একটি ভিন্ন সংস্করণ ছিল। আমি যখন ব্যাট করতে যাই তখন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওয়াশিংটন আউট হয়ে যাওয়ার পর, খেলাটি শেষ পর্যন্ত নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল।’

আরও পড়ুন: মাঠে ফিরেই ভারতীয়দের মধ্যে এক নম্বরে চাহাল, ভেঙে দিলেন ভুবনেশ্বরের দুর্দান্ত রেকর্ড

এটা আমার দোষ ছিল

ওয়াশিংটন সুন্দরের রানআউট প্রসঙ্গে সূর্য বলেন, ‘এটা আমার ভুল ছিল। এটা অবশ্যই রান ছিল না, বল কোথায় যাচ্ছে, সেটা আমি দেখিনি। এটা একটা চ্যালেঞ্জিং উইকেট ছিল। দ্বিতীয় ইনিংসে এই ধরনের টার্ন আসবে আমরা ভাবিনি, তবে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। শেষ ওভারে আমাদের শুধু একটা হিট দরকার ছিল। আমাদের স্নায়ু শান্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

হার্দিকের কথায় আত্মবিশ্বাস বাড়ে

সূর্য আরও যোগ করেছেন, ‘উইনিং রানের আগে ও (হার্দিক) এসে আমাকে বলেছিল, তুমি এই বলে শেষ করতে যাচ্ছো, এটি আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। ’ প্রসঙ্গত, এই ম্যাচে সূর্য অন্য মেজাজে ছিলেন। ৩১ বলে অপরাজিত ২৬ রান করে দলকে জেতান তিনি।

আরও পড়ুন: Ind vs NZ- জঘন্য উইকেট, টি২০ খেলার যোগ্য নয়, গর্জে উঠলেন হার্দিক

ম্যাচের সারসংক্ষেপ

রবিবার নিউজিল্যান্ড প্রথমে টস জিতে ব্যাট নেয়। কিন্তু নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা মাত্র ৯৯ রানই করে। সর্বোচ্চ রান মিচেল স্যান্টনারের। তিনি অপরাজিত ১৯ রান করেছেন। বাকিদের অবস্থাও তথৈবচ। ভারতের আর্শদীপ সিং দুই উইকেট নিয়েছেন।

জবাবে রান তাড়া করতে নেমে, ভারতও বেশ সমস্যায় পড়েন। কেউই উইকেটে সে ভাবে টিকতে পারছিল না, বা রান করতে পারছিল না। কিন্তু সূর্যের ৩১ বলে অপরাজিত ২৬ রান ভারতকে ম্যাচ জেতায়। ২০ বলে ১৫ রান করে সূর্যের সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। এউ ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল ভারত। এখন ফাইনাল ম্যাচ হবে আমেদাবাদে ১ ফেব্রুয়ারি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন বিকিনিতে বিদেশিনী, বাবার কোলে থাকা খুদে হাঁ! ২বার বিয়ে ভাঙা নায়ককে চিলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.