বাংলা নিউজ > ময়দান > IND vs AUS 1st ODI: রাহুল-জাদেজার যুগলবন্দিতে লড়াকু জয় টিম ইন্ডিয়ার
হাফ-সেঞ্চুরির পরে লোকেশ রাহুল। ছবি- এএফপি।

IND vs AUS 1st ODI: রাহুল-জাদেজার যুগলবন্দিতে লড়াকু জয় টিম ইন্ডিয়ার

India vs Australia 1st ODI Live Score: দাপুটে বোলিং শামি-সিরাজের, লড়াকু হাফ-সেঞ্চুরি লোকেশ রাহুলের, ব্যাটে-বলে অনবদ্য জাদেজা, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়য়ে দুরন্ত জয় ভারতের।

ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এবার লড়াই ওয়ান ডে ফর্ম্যাটে। মুম্বইয়ে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে ভারত-অস্ট্রেলিয়া। আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের আগে ভারতের মাটিতে এই একদিনের সিরিজ প্রস্তুতির খাতিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অজিদের কাছে। অন্যদিকে অন্যতম সেরা দলের বিরুদ্ধে নিজেদের যাচাই করে নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। আপাতত ৫০ ওভারের সিরিজের শুরুতে লড়াকু জয় ছিনিয়ে নেয় ভারত।

17 Mar 2023, 09:03:16 PM IST

ম্যাচের সেরা জাদেজা

প্রথমে বল হাতে ৪৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। পরে ব্য়াট হাতে ৬৯ বলে ৪৫ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ব্যাটে-বলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জাদেজা।

17 Mar 2023, 08:41:12 PM IST

৫ উইকেটে জয় ভারতের

জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভারত একসময় ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে। টিম ইন্ডিয়া ৩৯ রানে চতুর্থ ও ৮৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে বসে। দেওয়ালে পিঠ ঠেকা অবস্থা থেকে পালটা লড়াই শুরু করেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। শেষমেশ ৩৯.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। ৬১ বল বাকি থাকতে ৫ উইকেট ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। রাহুল ৯১ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। জাদেজা ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ৪৫ রান করে নট-আউট থাকেন। এই জয়ের সুবাদে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ লিড নেয় ভারত।

17 Mar 2023, 08:35:47 PM IST

জিতে মাত্র ৮ রান দরকার ভারতের

৩৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৮১ রান। সুতরাং, ম্যাচ জিততে ১১ ওভারে ভারতের দরকার ৮ রান। লোকেশ রাহুল ৭৪ ও রবীন্দ্র জাদেজা ৩৭ রানে ব্যাট করছেন।

17 Mar 2023, 08:20:05 PM IST

ব্যাট চালাচ্ছেন রাহুল

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পরেই ব্যাট চালাচ্ছেন লোকেশ রাহুল। ৩৬তম ওভারে তিনি অ্যাডাম জাম্পার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন। টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৬৭ রান। জিততে ভারতের দরকার ১৪ ওভারে মাত্র ২২ রান। রাহুল ৬৬ ও জাদেজা ৩২ রানে ব্যাট করছেন।

17 Mar 2023, 08:11:54 PM IST

লড়াকু হাফ-সেঞ্চুরি রাহুলের

৫টি বাউন্ডারির সাহায্যে ৭৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৫০ রান। লোকেশ ৫৪ ও জাদেজা ৩২ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ভারতের দরকার ১৫ ওভারে ৩৯ রান।

17 Mar 2023, 08:06:34 PM IST

হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় রাহুল

পছন্দের ওপেনে নয়, বরং পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। তবে মিডল অর্ডারে ব্যাট করতে নেমেও দরকারের সময় ভারতকে নির্ভরতা দিচ্ছেন লোকেশ। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৩৮ রান। ৪৭ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। ২৬ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

17 Mar 2023, 07:48:29 PM IST

৩০ ওভারের খেলা শেষ 

৩০ ওভারের খেলা শেষ। ভারত ৫ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে। ম্যাচ জিততে ভারতের দরকার এখনও ৬৭ রান। হাতে রয়েছে ২০ ওভারে এবং ৫টি উইকেট। লোকেশ রাহুল ৪১ রানে ব্যাট করছেন। রবীন্দ্র জাদেজা ব্যাট করছেন ব্যক্তিগত ২০ রানে।

17 Mar 2023, 07:38:12 PM IST

২২ ওভারে ৭৫ রান দরকার ভারতের

২৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১১৪ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ২২ ওভারে ৭৫ রান দরকার ভারতের। লোকেশ রাহুল ৩৯ রানে ব্যাট করছেন। ১৬ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

17 Mar 2023, 07:21:39 PM IST

১০০ ছুঁল ভারত

অর্ধেক ইনিংস শেষ। ২৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১০০ রান। জয়ের জন্য শেষ ২৫ ওভারে ভারতের দরকার ৮৯ রান। লোকেশ রাহুল ৫২ বলে ৩২ রান করেছেন। ১৯ বলে ১০ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

17 Mar 2023, 07:14:33 PM IST

লড়াই জারি রাহুলের

২৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৯২ রান। লোকেশ রাহুল ৪৬ বলে ৩০ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। ১৩ বলে ৫ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

17 Mar 2023, 06:59:52 PM IST

হার্দিক পান্ডিয়া আউট

১৯.২ ওভারে মার্কাস স্টইনিসের বলে বড় শট নেওয়ার চেষ্টায় ক্যামেরন গ্রিনের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৩১ বলে ২৫ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ভারত ৮৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।

17 Mar 2023, 06:49:20 PM IST

গ্রিনকে ছক্কা হাঁকালেন হার্দিক

১৭তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে ১টি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ভারতের স্কোর ৪ উইকেটে ৭৮ রান। লোকেশ রাহুল ২৪ ও হার্দিক পান্ডিয়া ২৩ রানে ব্যাট করছেন।

17 Mar 2023, 06:38:08 PM IST

৩৫ ওভারে ভারতের দরকার ১২৫

১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৬৪ রান। জয়ের জন্য ৩৫ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১২৫ রান। হার্দিক পান্ডিয়া ১৬ ও লোকেশ রাহুল ১৮ রানে ব্যাট করছেন।

17 Mar 2023, 06:27:53 PM IST

৫০ টপকাল ভারত

ইনিংসের ১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৫২ রান। ২২ বলে ১৬ রান করেছেন লোকেশ রাহুল। ৭ বলে ৬ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

17 Mar 2023, 06:13:49 PM IST

শুভমন গিল আউট

১০.২ ওভারে মিচেল স্টার্কের বলে মার্নাস ল্যাবুশানের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৩১ বলে ২০ রান করেন তিনি। মারেন ৩টি চার। ভারত ৩৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। 

17 Mar 2023, 06:10:45 PM IST

লড়ছেন গিল

১০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৯ রান। শুভমন গিল ২৯ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। ১৩ বলে ৯ রান করেছেন লোকেশ রাহুল। তিনি ২টি চার মেরেছেন।

17 Mar 2023, 06:00:49 PM IST

প্রতিরোধ গড়ার চেষ্টায় গিল-রাহুল

৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৮ রান। গিল ২১ বলে ১৫ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন। ৯ বলে ৫ রান করেছেন লোকেশ রাহুল। তিনি ১টি চার মেরেছেন। স্টার্ক ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

17 Mar 2023, 05:48:42 PM IST

রিভিউ নিয়ে বাঁচলেন গিল

৫.৬ ওভারে অ্যাবটের বলে গিলকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২০ রান। গিল ১৩ রানে ব্যাট করছেন।

17 Mar 2023, 05:43:29 PM IST

সূর্যকুমারকে ফেরালেন স্টার্ক

পরপর ২ বলে ২টি বড় উইকেট নিলেন মিচেল স্টার্ক। ৪.৬ ওভারে সূর্যকুমার যাদবকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান স্টার্ক। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে সাফল্য পায় অস্ট্রেলিয়া। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন সূর্যকুমার। ভারত ১৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল।

17 Mar 2023, 05:40:36 PM IST

সাজঘরে ফিরলেন কোহলি

৪.৫ ওভারে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৪ রান করে মাঠ ছাড়েন বিরাট। ভারত ১৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। 

17 Mar 2023, 05:35:42 PM IST

ফের জীবনদান পেলেন গিল

৩.২ ওভারে স্টইনিসের বলে স্লিপে স্টিভ স্মিথের হাত থেকে জীবনদান পেলেন শুভমন গিল। ওভারের পঞ্চম বলে চার মারেন কোহলি। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১৫ রান।

17 Mar 2023, 05:31:28 PM IST

জীবনদান পেলেন গিল

২.২ ওভারে মিচেল স্টার্কের বলে উইকেটকিপার জোশ ইংলিসের হাত দস্তানা থেকে জীবনদান পান শুভমন গিল। পরের বলেই চার মারেন তিনি। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান।

17 Mar 2023, 05:27:16 PM IST

ইশান কিষাণ আউট

রোহিতের অনুপস্থিতিতে ওপেন করার সুযোগ কাজে লাগাতে পারলেন না ইশান কিষাণ। ওয়াংখেড়েতে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৮ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ইশান। ১.৬ ওভারে মার্কাস স্টইনিসের বলে এলবিডব্লিউ হন তিনি। ভারত ৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।

17 Mar 2023, 05:20:08 PM IST

রান তাড়া শুরু ভারতের

ইশান কিষাণকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শুভমন গিল। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন ইশান। পঞ্চম বলে ১ রান নেন গিল। প্রথম ওভারে ২ রান ওঠে।

17 Mar 2023, 04:33:58 PM IST

সস্তায় অল-আউট অস্ট্রেলিয়া

৩৫.৪ ওভারে সিরাজের বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন অ্যাডাম জাম্পা। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ১৮৮ রানে অল-আউট হয়। ১০ বলে ৪ রান করে নট-আউট থাকেন মিচেল স্টার্ক। জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ১৮৯ রান। শামি ১৭ রানে ৩ উইকেট দখল করেন। সিরাজ ২৯ রানে ৩টি উইকেট নেন। ৪৬ রানে ২টি উইকেট নেন জাদেজা। ১টি করে উইকেট নেন হার্দিক ও কুলদীপ।

17 Mar 2023, 04:22:23 PM IST

সিরাজের শিকার অ্যাবট

৩৩.৪ ওভারে মহম্মদ সিরাজের বলে গিলের হাতে ধরা দেন অ্যাবট। ৭ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ১৮৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাডাম জাম্পা।

17 Mar 2023, 04:16:24 PM IST

ম্যাক্সওয়েল আউট

৩২.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১৮৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্টার্ক।

17 Mar 2023, 04:11:40 PM IST

শামির তৃতীয় শিকার স্টইনিস

৩১.৩ ওভারে শামির বলে শুভমন গিলের হাতে ধরা দেন মার্কাস স্টইনিস। ২টি ক্যাচ মিস করার পরে অবশেষে ১টি ক্যাচ ধরেন শুভমন। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করেন স্টইনিস। ১৮৪ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নামেন অ্যাবট। শামি ৬ ওভারে ২টি মেডেন-সহ ১৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

17 Mar 2023, 04:04:11 PM IST

দ্বিতীয়বার ক্যাচ ছাড়লেন গিল

২৬.১ ওভারে কুলদীপের বলে স্লিপে গ্রিনের ক্যাচ ছাড়েন গিল। এবার ২৯.৪ ওভারে শামির বলে স্লিপে স্টইনিসের ক্যাচ ছাড়েন তিনি। পরপর ২ বলে ২টি উইকেট পাওয়া থেকে বঞ্চিত হন শামি। ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৭৪ রান।

17 Mar 2023, 03:59:38 PM IST

গ্রিনের স্টাম্প ছিটকে দিলেন শামি

২৯.৩ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। ১৯ বলে ১২ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ১৭৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্কাস স্টইনিস।

17 Mar 2023, 03:50:00 PM IST

ইংলিসকে ফেরালেন শামি

২৭.২ ওভারে শামির বলে জোরালো শট নেন জোশ ইংলিস। দুর্দান্ত ক্ষিপ্রতায় বাউন্ডারি বাঁচান সূর্যকুমার যাদব। ২ রান ওঠে সেই বলে। ২৭.৩ ওভারে শামিকে ছক্কা হাঁকান ইংলিস। ২৭.৪ ওভারে ইংলিসের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। রিভিউ খোয়ায় ভারত। ২৭.৫ ওভারে শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ইংলিস। ২৭ বলে ২৬ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। অস্ট্রেলিয়া ১৬৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল।

17 Mar 2023, 03:32:43 PM IST

১৫০ টপকাল অস্ট্রেলিয়া

অর্ধেক ইনিংস শেষ। ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৫১ রান। ১৪ বলে ১২ রান করেছেন জোশ ইংলিস। ৯ বলে ৬ রান করেছেন ক্যামেরন গ্রিন।

17 Mar 2023, 03:24:23 PM IST

ল্যাবুশানকে ফেরালেন কুলদীপ

২২.৪ ওভারে কুলদীপ যাদবের বলে মার্নাস ল্যাবুশানের দুর্দান্ত ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। ২২ বলে ১৫ রান করেন মার্নাস। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১৩৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন।

17 Mar 2023, 03:11:54 PM IST

মার্শকে ফেরালেন জাদেজা

ঝড়ের গতিতে রান তুলতে থাকা মিচেল মার্শকে সাজঘরে ফেরালেন রবীন্দ্র জাদেজা। ১৯.৪ ওভারে জাদেজার বলে সিরাজের হাতে ধরা পড়েন মার্শ। ৬৫ বলে ৮১ রান করে মাঠ ছাড়েন মার্শ। তিনি ১০টি চার ও ৫টি ছক্কা মারেন। অস্ট্রেলিয়া ১২৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোশ ইংলিস।

17 Mar 2023, 03:00:00 PM IST

হাফ-সেঞ্চুরি মিচেল মার্শের

৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল মার্শ। ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১০৩ রান। মার্শ ৫৮ ও ল্যাবিুশান ৮ রানে ব্যাট করছেন।

17 Mar 2023, 02:40:40 PM IST

স্মিথকে ফেরালেন পান্ডিয়া

১১.৫ ওভারে শার্দুল ঠাকুরের বলে স্মিথকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান অজি দলনায়ক। ১২.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটকিপার লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন স্মিথ। ৩০ বলে ২২ রান করেন তিনি। মারেন ৪টি চার। অস্ট্রেলিয়া ৭৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৭৮ রান। মিচেল মার্শ ৪০ রানে ব্যাট করছেন।

17 Mar 2023, 02:28:38 PM IST

শার্দুলকে ছক্কায় স্বাগত মার্শের

দশম ওভারে প্রথমবার বল করতে আসেন শার্দুল ঠাকুর। তৃতীয় বলে ছক্কা মারেন মিচেল মার্শ। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫৯ রান। ২৮ বলে ৩১ রান করেছেন মার্শ। মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কা। ২২ বলে ১৬ রান করেছেন স্মিথ স্মিথ। তিনি ৩টি চার মেরেছেন।

17 Mar 2023, 02:15:47 PM IST

৫০ টপকাল অস্ট্রেলিয়া

সপ্তম ওভারে প্রথমবার বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। প্রথম বলেই চার মারেন মিচেল মার্শ। অষ্টম ওভারে সিরাজের বলে একজোড়া বাউন্ডারি মারেন মিচেল। নবম ওভারে হার্দিকের প্রথম বলে চার মারেন স্মিথ। অস্ট্রেলিয়া ৫০ রানের গণ্ডি টপকে যায়। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫২ রান।

17 Mar 2023, 02:05:32 PM IST

মার্শকে নিয়ে ভিত গড়ছেন স্মিথ

পঞ্চম ওভারে শামির বলে ১টি চার মারেন স্মিথ। লেগ-বাই হিসেবে ১টি বাউন্ডারি পায় অস্ট্রেলিয়া। ষষ্ঠ ওভারে সিরাজের বলে ১টি চার মারেন স্মিথ। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৩৩ রান। মার্শ ১৩ ও স্মিথ ৯ রানে ব্যাট করছেন।

17 Mar 2023, 01:54:59 PM IST

সিরাজকে আক্রমণ মার্শের

তৃতীয় ওভারে মহম্মদ শামি মাত্র ২ রান খরচ করেন। তবে চতুর্থ ওভারে ১২ রান খরচ করেন মহম্মদ সিরাজ। তিনটি চার মারেন মিচেল মার্শ। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১৯ রান। ৯ বলে ১৩ রান করেছেন মার্শ।

17 Mar 2023, 01:42:48 PM IST

হেডকে ফেরালেন সিরাজ

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। চতুর্থ বলে চার মারেন ট্রেভিস হেড। ১.৬ ওভারে সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হেড। ১০ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া দলগত ৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ।

17 Mar 2023, 01:32:56 PM IST

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ শুরু

ট্রেভিস হেডকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন মিচেল মার্শ। বোলিং শুরু করেন মহম্মদ শামি। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন হেড। প্রথম ওভারে ১ রান ওঠে।

17 Mar 2023, 01:22:30 PM IST

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, জোশ ইংলিস (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

17 Mar 2023, 01:11:03 PM IST

ভারতের প্রথম একাদশ

ইশান কিষাণ, শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

17 Mar 2023, 01:08:45 PM IST

সুযোগ পেলেন না চাহাল

চার পেসারে লড়াইয়ে নামছে ভারত। শামি, সিরাজ, শার্দুলের সঙ্গে হার্দিক নিজে পেস বোলিং করবেন। দুই স্পিনার হিসেবে প্রথম একাদশে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। প্রথম একাদশে জায়গা হল না যুজবেন্দ্র চাহালের।

17 Mar 2023, 01:03:18 PM IST

টস জিতল ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়াকে। সুতরাং, ওয়াংখেড়েতে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

17 Mar 2023, 12:41:52 PM IST

ভারতের ওয়ান ডে স্কোয়াড

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (চোট পেয়েছেন), সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট।

17 Mar 2023, 12:21:45 PM IST

চোখ থাকবে ক্যাপ্টেন পান্ডিয়ার দিকে

এমনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে রোহিত শর্মার ডেপুটি নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে রোহিত যেহেতু সরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলবেন না, তাই নেতৃত্বের দায়ভার পড়েছে হার্দিকের ঘাড়ে। রোহিতের ঘরের মাঠে নেতা হিসেবে রোহিতের উত্তরসূরী হওয়ার কতটা যোগ্য হার্দিক, তা প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে পান্ডিয়ার।

17 Mar 2023, 12:14:51 PM IST

কতটা প্রস্তুত ভারত, বোঝা যাবে এই ম্যাচেই

ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই সিনিয়র ক্রিকেটারদের টি-২০ সিরিজ থেকে বেশিরভাগ সময় সরিয়ে রাখছেন ভারতীয় নির্বাচকরা। উদ্দেশ্য একটাই, ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপের আগে যথার্থ কম্বিনেশন খুঁজে বার করা এবং ওয়ার্কলোড ম্যানেজ করে বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের একসঙ্গে যত বেশি সম্ভব ওয়ান ডে ক্রিকেটে মাঠে নামানো। সেদিক থেকে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যথাযথ প্রস্তুতি শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। অজিদের টক্কর সামলাতে পারলেই বোঝা যাবে কতটা তৈরি ভারতীয় দল। তাছাড়া সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামছেন না রোহিত শর্মা। বিশ্বকাপের মাঝেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন চোট-আঘাতের জন্য সেরা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতীয় দলকে। সেই নিরিখেও মুম্বইয়ের ওয়ান ডে ম্যাচটি টিম ইন্ডিয়ার সামনে অগ্নিপরীক্ষা সন্দেহ নেই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ডিব্রুগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য Video: রঙ পাল্টে আকাশ যেন সবুজ! প্রবল ঝড়, বৃষ্টির পর দুবাইতে বিরল দৃশ্য আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা আগামিকাল ৩ শুভ যোগে কামদা একাদশী, জেনে নিন পুজো ও ব্রত পারণের সঠিক সময় ২ জায়গায় BJP-র ফ্লেক্স, পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় TMC জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল- একনজরে সব তথ্য পরকীয়া ছিল উত্তমের নাতনির, মাঝরাতে পালায় বাড়ি থেকে: নবমিতাকে নিয়ে জবাব ভাস্বরের ভেঙে পড়বেন না, কীভাবে ঘুরে দাঁড়াবেন? পরামর্শ ইউপিএসসিতে সফল ২ বাঙালি কন্যার ভদ্রলোকে ওই ভাষা বলে না কি? মুখ্যমন্ত্রীকে ‘মহিলা মস্তান’ বললেন অসীম সরকার ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে

Latest IPL News

আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো মুস্তাফিজুরকে দেশে ফেরতের নির্দেশ নিয়ে BCB-র আলটপকা মন্তব্য IPL 2024: ছিটকে গেলেন কনওয়ে! বদলি হিসাবে ইংল্যান্ডের ৩৬ বছরের পেসারকে নিল CSK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.