ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এবার লড়াই ওয়ান ডে ফর্ম্যাটে। মুম্বইয়ে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে ভারত-অস্ট্রেলিয়া। আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের আগে ভারতের মাটিতে এই একদিনের সিরিজ প্রস্তুতির খাতিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অজিদের কাছে। অন্যদিকে অন্যতম সেরা দলের বিরুদ্ধে নিজেদের যাচাই করে নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। আপাতত ৫০ ওভারের সিরিজের শুরুতে লড়াকু জয় ছিনিয়ে নেয় ভারত।
ম্যাচের সেরা জাদেজা
প্রথমে বল হাতে ৪৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। পরে ব্য়াট হাতে ৬৯ বলে ৪৫ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ব্যাটে-বলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জাদেজা।
৫ উইকেটে জয় ভারতের
জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভারত একসময় ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে। টিম ইন্ডিয়া ৩৯ রানে চতুর্থ ও ৮৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে বসে। দেওয়ালে পিঠ ঠেকা অবস্থা থেকে পালটা লড়াই শুরু করেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। শেষমেশ ৩৯.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। ৬১ বল বাকি থাকতে ৫ উইকেট ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। রাহুল ৯১ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। জাদেজা ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ৪৫ রান করে নট-আউট থাকেন। এই জয়ের সুবাদে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ লিড নেয় ভারত।
জিতে মাত্র ৮ রান দরকার ভারতের
৩৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৮১ রান। সুতরাং, ম্যাচ জিততে ১১ ওভারে ভারতের দরকার ৮ রান। লোকেশ রাহুল ৭৪ ও রবীন্দ্র জাদেজা ৩৭ রানে ব্যাট করছেন।
ব্যাট চালাচ্ছেন রাহুল
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পরেই ব্যাট চালাচ্ছেন লোকেশ রাহুল। ৩৬তম ওভারে তিনি অ্যাডাম জাম্পার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন। টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৬৭ রান। জিততে ভারতের দরকার ১৪ ওভারে মাত্র ২২ রান। রাহুল ৬৬ ও জাদেজা ৩২ রানে ব্যাট করছেন।
লড়াকু হাফ-সেঞ্চুরি রাহুলের
৫টি বাউন্ডারির সাহায্যে ৭৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৫০ রান। লোকেশ ৫৪ ও জাদেজা ৩২ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ভারতের দরকার ১৫ ওভারে ৩৯ রান।
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় রাহুল
পছন্দের ওপেনে নয়, বরং পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। তবে মিডল অর্ডারে ব্যাট করতে নেমেও দরকারের সময় ভারতকে নির্ভরতা দিচ্ছেন লোকেশ। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৩৮ রান। ৪৭ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। ২৬ রান করেছেন রবীন্দ্র জাদেজা।
৩০ ওভারের খেলা শেষ
৩০ ওভারের খেলা শেষ। ভারত ৫ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে। ম্যাচ জিততে ভারতের দরকার এখনও ৬৭ রান। হাতে রয়েছে ২০ ওভারে এবং ৫টি উইকেট। লোকেশ রাহুল ৪১ রানে ব্যাট করছেন। রবীন্দ্র জাদেজা ব্যাট করছেন ব্যক্তিগত ২০ রানে।
২২ ওভারে ৭৫ রান দরকার ভারতের
২৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১১৪ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ২২ ওভারে ৭৫ রান দরকার ভারতের। লোকেশ রাহুল ৩৯ রানে ব্যাট করছেন। ১৬ রান করেছেন রবীন্দ্র জাদেজা।
১০০ ছুঁল ভারত
অর্ধেক ইনিংস শেষ। ২৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১০০ রান। জয়ের জন্য শেষ ২৫ ওভারে ভারতের দরকার ৮৯ রান। লোকেশ রাহুল ৫২ বলে ৩২ রান করেছেন। ১৯ বলে ১০ রান করেছেন রবীন্দ্র জাদেজা।
লড়াই জারি রাহুলের
২৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৯২ রান। লোকেশ রাহুল ৪৬ বলে ৩০ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। ১৩ বলে ৫ রান করেছেন রবীন্দ্র জাদেজা।
হার্দিক পান্ডিয়া আউট
১৯.২ ওভারে মার্কাস স্টইনিসের বলে বড় শট নেওয়ার চেষ্টায় ক্যামেরন গ্রিনের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৩১ বলে ২৫ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ভারত ৮৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
গ্রিনকে ছক্কা হাঁকালেন হার্দিক
১৭তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে ১টি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ভারতের স্কোর ৪ উইকেটে ৭৮ রান। লোকেশ রাহুল ২৪ ও হার্দিক পান্ডিয়া ২৩ রানে ব্যাট করছেন।
৩৫ ওভারে ভারতের দরকার ১২৫
১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৬৪ রান। জয়ের জন্য ৩৫ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১২৫ রান। হার্দিক পান্ডিয়া ১৬ ও লোকেশ রাহুল ১৮ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল ভারত
ইনিংসের ১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৫২ রান। ২২ বলে ১৬ রান করেছেন লোকেশ রাহুল। ৭ বলে ৬ রান করেছেন হার্দিক পান্ডিয়া।
শুভমন গিল আউট
১০.২ ওভারে মিচেল স্টার্কের বলে মার্নাস ল্যাবুশানের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৩১ বলে ২০ রান করেন তিনি। মারেন ৩টি চার। ভারত ৩৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন।
লড়ছেন গিল
১০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৯ রান। শুভমন গিল ২৯ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। ১৩ বলে ৯ রান করেছেন লোকেশ রাহুল। তিনি ২টি চার মেরেছেন।
প্রতিরোধ গড়ার চেষ্টায় গিল-রাহুল
৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৮ রান। গিল ২১ বলে ১৫ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন। ৯ বলে ৫ রান করেছেন লোকেশ রাহুল। তিনি ১টি চার মেরেছেন। স্টার্ক ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
রিভিউ নিয়ে বাঁচলেন গিল
৫.৬ ওভারে অ্যাবটের বলে গিলকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২০ রান। গিল ১৩ রানে ব্যাট করছেন।
সূর্যকুমারকে ফেরালেন স্টার্ক
পরপর ২ বলে ২টি বড় উইকেট নিলেন মিচেল স্টার্ক। ৪.৬ ওভারে সূর্যকুমার যাদবকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান স্টার্ক। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে সাফল্য পায় অস্ট্রেলিয়া। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন সূর্যকুমার। ভারত ১৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল।
সাজঘরে ফিরলেন কোহলি
৪.৫ ওভারে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৪ রান করে মাঠ ছাড়েন বিরাট। ভারত ১৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।
ফের জীবনদান পেলেন গিল
৩.২ ওভারে স্টইনিসের বলে স্লিপে স্টিভ স্মিথের হাত থেকে জীবনদান পেলেন শুভমন গিল। ওভারের পঞ্চম বলে চার মারেন কোহলি। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১৫ রান।
জীবনদান পেলেন গিল
২.২ ওভারে মিচেল স্টার্কের বলে উইকেটকিপার জোশ ইংলিসের হাত দস্তানা থেকে জীবনদান পান শুভমন গিল। পরের বলেই চার মারেন তিনি। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান।
ইশান কিষাণ আউট
রোহিতের অনুপস্থিতিতে ওপেন করার সুযোগ কাজে লাগাতে পারলেন না ইশান কিষাণ। ওয়াংখেড়েতে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৮ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ইশান। ১.৬ ওভারে মার্কাস স্টইনিসের বলে এলবিডব্লিউ হন তিনি। ভারত ৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
রান তাড়া শুরু ভারতের
ইশান কিষাণকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শুভমন গিল। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন ইশান। পঞ্চম বলে ১ রান নেন গিল। প্রথম ওভারে ২ রান ওঠে।
সস্তায় অল-আউট অস্ট্রেলিয়া
৩৫.৪ ওভারে সিরাজের বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন অ্যাডাম জাম্পা। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ১৮৮ রানে অল-আউট হয়। ১০ বলে ৪ রান করে নট-আউট থাকেন মিচেল স্টার্ক। জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ১৮৯ রান। শামি ১৭ রানে ৩ উইকেট দখল করেন। সিরাজ ২৯ রানে ৩টি উইকেট নেন। ৪৬ রানে ২টি উইকেট নেন জাদেজা। ১টি করে উইকেট নেন হার্দিক ও কুলদীপ।
সিরাজের শিকার অ্যাবট
৩৩.৪ ওভারে মহম্মদ সিরাজের বলে গিলের হাতে ধরা দেন অ্যাবট। ৭ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ১৮৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাডাম জাম্পা।
ম্যাক্সওয়েল আউট
৩২.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১৮৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্টার্ক।
শামির তৃতীয় শিকার স্টইনিস
৩১.৩ ওভারে শামির বলে শুভমন গিলের হাতে ধরা দেন মার্কাস স্টইনিস। ২টি ক্যাচ মিস করার পরে অবশেষে ১টি ক্যাচ ধরেন শুভমন। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করেন স্টইনিস। ১৮৪ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নামেন অ্যাবট। শামি ৬ ওভারে ২টি মেডেন-সহ ১৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
দ্বিতীয়বার ক্যাচ ছাড়লেন গিল
২৬.১ ওভারে কুলদীপের বলে স্লিপে গ্রিনের ক্যাচ ছাড়েন গিল। এবার ২৯.৪ ওভারে শামির বলে স্লিপে স্টইনিসের ক্যাচ ছাড়েন তিনি। পরপর ২ বলে ২টি উইকেট পাওয়া থেকে বঞ্চিত হন শামি। ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৭৪ রান।
গ্রিনের স্টাম্প ছিটকে দিলেন শামি
২৯.৩ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। ১৯ বলে ১২ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ১৭৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্কাস স্টইনিস।
ইংলিসকে ফেরালেন শামি
২৭.২ ওভারে শামির বলে জোরালো শট নেন জোশ ইংলিস। দুর্দান্ত ক্ষিপ্রতায় বাউন্ডারি বাঁচান সূর্যকুমার যাদব। ২ রান ওঠে সেই বলে। ২৭.৩ ওভারে শামিকে ছক্কা হাঁকান ইংলিস। ২৭.৪ ওভারে ইংলিসের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। রিভিউ খোয়ায় ভারত। ২৭.৫ ওভারে শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ইংলিস। ২৭ বলে ২৬ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। অস্ট্রেলিয়া ১৬৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল।
১৫০ টপকাল অস্ট্রেলিয়া
অর্ধেক ইনিংস শেষ। ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৫১ রান। ১৪ বলে ১২ রান করেছেন জোশ ইংলিস। ৯ বলে ৬ রান করেছেন ক্যামেরন গ্রিন।
ল্যাবুশানকে ফেরালেন কুলদীপ
২২.৪ ওভারে কুলদীপ যাদবের বলে মার্নাস ল্যাবুশানের দুর্দান্ত ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। ২২ বলে ১৫ রান করেন মার্নাস। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১৩৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন।
মার্শকে ফেরালেন জাদেজা
ঝড়ের গতিতে রান তুলতে থাকা মিচেল মার্শকে সাজঘরে ফেরালেন রবীন্দ্র জাদেজা। ১৯.৪ ওভারে জাদেজার বলে সিরাজের হাতে ধরা পড়েন মার্শ। ৬৫ বলে ৮১ রান করে মাঠ ছাড়েন মার্শ। তিনি ১০টি চার ও ৫টি ছক্কা মারেন। অস্ট্রেলিয়া ১২৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোশ ইংলিস।
হাফ-সেঞ্চুরি মিচেল মার্শের
৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল মার্শ। ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১০৩ রান। মার্শ ৫৮ ও ল্যাবিুশান ৮ রানে ব্যাট করছেন।
স্মিথকে ফেরালেন পান্ডিয়া
১১.৫ ওভারে শার্দুল ঠাকুরের বলে স্মিথকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান অজি দলনায়ক। ১২.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটকিপার লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন স্মিথ। ৩০ বলে ২২ রান করেন তিনি। মারেন ৪টি চার। অস্ট্রেলিয়া ৭৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৭৮ রান। মিচেল মার্শ ৪০ রানে ব্যাট করছেন।
শার্দুলকে ছক্কায় স্বাগত মার্শের
দশম ওভারে প্রথমবার বল করতে আসেন শার্দুল ঠাকুর। তৃতীয় বলে ছক্কা মারেন মিচেল মার্শ। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫৯ রান। ২৮ বলে ৩১ রান করেছেন মার্শ। মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কা। ২২ বলে ১৬ রান করেছেন স্মিথ স্মিথ। তিনি ৩টি চার মেরেছেন।
৫০ টপকাল অস্ট্রেলিয়া
সপ্তম ওভারে প্রথমবার বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। প্রথম বলেই চার মারেন মিচেল মার্শ। অষ্টম ওভারে সিরাজের বলে একজোড়া বাউন্ডারি মারেন মিচেল। নবম ওভারে হার্দিকের প্রথম বলে চার মারেন স্মিথ। অস্ট্রেলিয়া ৫০ রানের গণ্ডি টপকে যায়। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৫২ রান।
মার্শকে নিয়ে ভিত গড়ছেন স্মিথ
পঞ্চম ওভারে শামির বলে ১টি চার মারেন স্মিথ। লেগ-বাই হিসেবে ১টি বাউন্ডারি পায় অস্ট্রেলিয়া। ষষ্ঠ ওভারে সিরাজের বলে ১টি চার মারেন স্মিথ। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৩৩ রান। মার্শ ১৩ ও স্মিথ ৯ রানে ব্যাট করছেন।
সিরাজকে আক্রমণ মার্শের
তৃতীয় ওভারে মহম্মদ শামি মাত্র ২ রান খরচ করেন। তবে চতুর্থ ওভারে ১২ রান খরচ করেন মহম্মদ সিরাজ। তিনটি চার মারেন মিচেল মার্শ। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১৯ রান। ৯ বলে ১৩ রান করেছেন মার্শ।
হেডকে ফেরালেন সিরাজ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। চতুর্থ বলে চার মারেন ট্রেভিস হেড। ১.৬ ওভারে সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হেড। ১০ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া দলগত ৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ শুরু
ট্রেভিস হেডকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন মিচেল মার্শ। বোলিং শুরু করেন মহম্মদ শামি। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন হেড। প্রথম ওভারে ১ রান ওঠে।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, জোশ ইংলিস (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
ভারতের প্রথম একাদশ
ইশান কিষাণ, শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
সুযোগ পেলেন না চাহাল
চার পেসারে লড়াইয়ে নামছে ভারত। শামি, সিরাজ, শার্দুলের সঙ্গে হার্দিক নিজে পেস বোলিং করবেন। দুই স্পিনার হিসেবে প্রথম একাদশে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। প্রথম একাদশে জায়গা হল না যুজবেন্দ্র চাহালের।
টস জিতল ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়াকে। সুতরাং, ওয়াংখেড়েতে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
ভারতের ওয়ান ডে স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (চোট পেয়েছেন), সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট।
চোখ থাকবে ক্যাপ্টেন পান্ডিয়ার দিকে
এমনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে রোহিত শর্মার ডেপুটি নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে রোহিত যেহেতু সরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলবেন না, তাই নেতৃত্বের দায়ভার পড়েছে হার্দিকের ঘাড়ে। রোহিতের ঘরের মাঠে নেতা হিসেবে রোহিতের উত্তরসূরী হওয়ার কতটা যোগ্য হার্দিক, তা প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে পান্ডিয়ার।
কতটা প্রস্তুত ভারত, বোঝা যাবে এই ম্যাচেই
ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই সিনিয়র ক্রিকেটারদের টি-২০ সিরিজ থেকে বেশিরভাগ সময় সরিয়ে রাখছেন ভারতীয় নির্বাচকরা। উদ্দেশ্য একটাই, ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপের আগে যথার্থ কম্বিনেশন খুঁজে বার করা এবং ওয়ার্কলোড ম্যানেজ করে বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের একসঙ্গে যত বেশি সম্ভব ওয়ান ডে ক্রিকেটে মাঠে নামানো। সেদিক থেকে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যথাযথ প্রস্তুতি শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। অজিদের টক্কর সামলাতে পারলেই বোঝা যাবে কতটা তৈরি ভারতীয় দল। তাছাড়া সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামছেন না রোহিত শর্মা। বিশ্বকাপের মাঝেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন চোট-আঘাতের জন্য সেরা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতীয় দলকে। সেই নিরিখেও মুম্বইয়ের ওয়ান ডে ম্যাচটি টিম ইন্ডিয়ার সামনে অগ্নিপরীক্ষা সন্দেহ নেই।