বাংলা নিউজ > ময়দান > IND vs AUS 2nd ODI: ঝোড়ো হাফ-সেঞ্চুরি মার্শ-হেডের, ১০ উইকেটে বিধ্বস্ত ভারত
ব্যাট হাতে মিচেল মার্শ। ছবি- এপি।

IND vs AUS 2nd ODI: ঝোড়ো হাফ-সেঞ্চুরি মার্শ-হেডের, ১০ উইকেটে বিধ্বস্ত ভারত

India vs Australia 2nd ODI Live Score: বিশাখাপত্তনমে কোনও রকমে ১০০ টপকে অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া, পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া হাসতে হাসতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচে লড়াই করে জিততে হয় ভারতকে। এবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের লড়াইয়ে নামে টিম ইন্ডিয়া। সন্দেহ নেই যে, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের দখল নিতে মরিয়া ছিলেন রোহিত শর্মারা। তবে অস্ট্রেলিয়াও বিশাখাপত্তনমে জিতে সিরিজে সমতা ফেরাতে তৎপর ছিল। শেষমেশ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া।

19 Mar 2023, 06:24:05 PM IST

ম্যাচের সেরা মিচেল স্টার্ক

মিচেল মার্শ ও ট্রেভিস হেড ঝোড়ো হাফ-সেঞ্চুরি করলেও বল হাতে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের মঞ্চ প্রস্তুত করেন মিচেল স্টার্ক। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে স্টার্কের হাতে।

19 Mar 2023, 05:48:11 PM IST

সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচে জয় তুলে নিয়ে ভারত সিরিজে ১-০ লিড নেয়। বিশাখাপত্তনমের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচটি সিরিজ নির্ণায়ক ফাইনালের রূপ নেয়।

19 Mar 2023, 05:32:43 PM IST

১০ উইকেটে জয় অস্ট্রেলিয়ার

ভারতের ১১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৯ ওভার বাকি থাকতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৩৬ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার ও ৬টি ছক্কা মারেন। ট্রেভিস হেড ৩০ বলে ৫১ রান করেন। তিনি ১০টি চার মারেন।

19 Mar 2023, 05:28:54 PM IST

হাফ-সেঞ্চুরি হেডের

১০.২ ওভারে অক্ষর প্যাটেলের বলে ট্রেভিস হেডের ক্যাচ ছাড়েন মহম্মদ শামি। ১০টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ট্রেভিস। 

19 Mar 2023, 05:26:37 PM IST

জিততে ৪০ ওভারে ৬ রান দরকার অস্ট্রেলিয়ার

দশম ওভারে কুলদীপ যাদবের বলে ১টি ছক্কা মারেন মিচেল মার্শ। ১টি চার মারেন ট্রেভিস হেড। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১১২ রান। জিততে মাত্র ৬ রান দরকার অস্ট্রেলিয়াক। মার্শ ৬২ ও হেড ৪৬ রানে ব্যাট করছেন।

19 Mar 2023, 05:22:03 PM IST

১০০ ছুঁল অস্ট্রেলিয়া

নবম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। অক্ষর প্যাটেলের বলে জোড়া বাউন্ডারি মারেন হেড। অজিদের সংগ্রহ বিনা উইকেটে ১০০ রান। মার্শ ৫৫ ও হেড ৪১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৪১ ওভারে ১৮ রান দরকার অস্ট্রেলিয়ার।

19 Mar 2023, 05:18:50 PM IST

হাফ-সেঞ্চুরি মিচেল মার্শের

অষ্টম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ৩টি ছক্কা মারেন মিচেল মার্শ। ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মার্শ। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৯০ রান। মার্শ ৫৪ ও হেড ৩২ রানে ব্যাট করছেন।

19 Mar 2023, 05:14:23 PM IST

অক্ষরের ওভারে ৬ রান

সপ্তম ওভারে ভারত প্রথমবার স্পিন আক্রমণ নিয়ে আসে। অক্ষর প্যাটেলের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। নিজের প্রথম ওভারে অক্ষর ৬ রান খরচ করেন। ১টি চার মারেন মিচেল মার্শ। ৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৭২ রান।

19 Mar 2023, 05:10:31 PM IST

৫০ টপকাল অস্ট্রেলিয়া

ষষ্ঠ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। সিরাজের বলে পরপর ৪টি চার মারেন ট্রেভিস হেড। ওভারে মোট ১৭ রান ওঠে। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৬৬ রান। মার্শ ৩১ ও হেড ৩২ রান করেছেন।

19 Mar 2023, 05:05:55 PM IST

শামির ওভারে ১৬ রান

পঞ্চম ওভারে মহম্মদ শামির বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন মিচেল মার্শ। ওভারে মোট ১৬ রান ওঠে। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৪৯ রান। মার্শ ১৮ বলে ৩১ রান করেছেন। ১২ বলে ১৪ রান করেছেন ট্রেভিস হেড।

19 Mar 2023, 04:59:32 PM IST

সিরাজের ওভারে ৯ রান

চতুর্থ ওভারে মহম্মদ সিরাজের বলে ১টি করে চার মারেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। ওভারে মোট ৯ রান ওঠে। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩৩ রান। মার্শ ১৫ ও হেড ১৪ রানে ব্যাট করছেন।

19 Mar 2023, 04:54:14 PM IST

শামিকে জোড়া বাউন্ডারি মার্শের

তৃতীয় ওভারে মহম্মদ শামির বলে ২টি চার মারেন মিচেল মার্শ। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৪ রান। মার্শ ১০ বলে ১০ রান করেছেন। হেড ৮ বলে ১০ রান করেছেন।

19 Mar 2023, 04:48:32 PM IST

সিরাজকে জোড়া বাউন্ডারি হেডের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। তাঁর ওভারে পরপর ২টি চার মারেন ট্রেভিস হেড। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১৩ রান। ১০ রানে ব্যাট করছেন হেড।

19 Mar 2023, 04:41:35 PM IST

অস্ট্রেলিয়ার রান তাড়া শুরু

ট্রেভিস হেডকে নিয়ে ওপেন করতে নামেন মিচেল মার্শ। বোলিং শুরু করেন মহম্মদ শামি। প্রথম ওভার থেকে ২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। কোনও উইকেট হারায়নি তারা।

19 Mar 2023, 03:53:14 PM IST

অল-আউট ভারত

২৬তম ওভারে মিচেল স্টার্কের বলে পরপর ২টি ছক্কা মারেন অক্ষর প্যাটেল। ২৫.৬ ওভারে স্টার্কের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মহম্মদ সিরাজ। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি সিরাজ। ভারত ১১৭ রানে অল-আউট হয়ে যায়। অক্ষর প্যাটেল ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। মিচেল স্টার্ক ৮ ওভারে ১টি মেডেন-সহ ৫৩ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ২৩ রানে ৩টি উইকেট নেন অ্যাবট। ১৩ রানে ২টি উইকেট নিয়েছেন এলিস। জিততে ১১৮ রান দরকার অস্ট্রেলিয়ার।

19 Mar 2023, 03:43:20 PM IST

মহম্মদ শামি আউট

পরপর ২ বলে ২টি উইকেট নিলেন অ্যাবট। ২৪.৫ ওভারে অ্যাবটের বলে ক্যারির দস্তানায় ধরা পড়ে যান মহম্মদ শামি। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। ভারত ১০৩ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ।

19 Mar 2023, 03:40:57 PM IST

কুলদীপকে ফেরালেন অ্যাবট

২৪.৪ ওভারে অ্যাবটের বলে ট্রেভিস হেডের হাতে ধরা দেন কুলদীপ যাদব। ১৭ বলে ৪ রান করেন তিনি। ভারত ১০৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ শামি।

19 Mar 2023, 03:34:30 PM IST

১০০ ছুঁল ভারত

২৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ২৩ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১০০ রান। অক্ষর প্যাটেল ১৪ ও কুলদীপ যাদব ৪ রানে ব্যাট করছেন।

19 Mar 2023, 03:20:38 PM IST

জাদেজাকে ফেরালেন এলিস

১৯.৩ ওভারে ন্যাথন এলিসের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ৩৯ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ১টি চার। ভারত ৯১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৯২ রান।

19 Mar 2023, 03:15:00 PM IST

ভরসা জাদেজা-অক্ষর জুটি

টেস্ট সিরিজে ব্যাট হাতে ভারতীয় দলকে নির্ভরতা দিয়েছেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। বিশাখাপত্তনমে ঘুরে দাঁড়াতে দুই তারকার ব্যাটে তাকিয়ে টিম ইন্ডিয়া। ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ৮৬ রান। জাদেজা ১৩ ও অক্ষর ৭ রানে ব্যাট করছেন।

19 Mar 2023, 02:56:52 PM IST

বিরাট কোহলি আউট

১৫.২ ওভারে ন্যাথন এলিসের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৩৫ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন তিনি। কোহলি ৪টি চার মারেন। ভারত দলগত ৭১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

19 Mar 2023, 02:54:29 PM IST

বিপর্যয় মোকাবিলায় কোহলি

১৫ ওভারের খেলা শেষ। ভারত ৫ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছে। কোহলি ৩৪ বলে ৩১ রান করেছন। ২৩ বলে ১০ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

19 Mar 2023, 02:41:26 PM IST

প্রবল অস্বস্তিতে ভারতীয় ব্যাটসম্যানরা

পিচ ঢাকা থাকায় শুরুর দিকে যে ভিজেভাব ছিল বাইশগজে, তা যথাযথ কাজে লাগাচ্ছেন অজি পেসাররা। জাদেজাদের রীতিমতো অস্বস্তিতে দেখাচ্ছে বল সামলাতে। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৬৪ রান। কোহলি ২৮ ও জাদেজা ৮ রানে ব্যাট করছেন। স্টার্ক প্রথম স্পেলে ৬ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।

19 Mar 2023, 02:28:20 PM IST

৫০ টপকাল ভারত

১০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৫১ রান। ২৩ বলে ২২ রান করেছেন বিরাট কোহলি। তিনি ৩টি চার মেরেছেন। ৪ বলে ২ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

19 Mar 2023, 02:24:53 PM IST

হার্দিককে ফেরালেন অ্যাবট

৯.২ ওভারে অ্যাবটের বলে স্মিথের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।

19 Mar 2023, 02:20:18 PM IST

স্টার্কের চতুর্থ শিকার রাহুল

প্রথম স্পেলে আগুনে বোলিং মিচেল স্টার্কের। ৮.৪ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন লোকেশ। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৯ রান করেন লোকেশ। ভারত ৪৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৪৯ রান। কোহলি ২২ রানে ব্যাট করছেন। স্টার্ক ৫ ওভারে ২৮ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন।

19 Mar 2023, 02:10:30 PM IST

খাতা খুললেন রাহুল

৬.১ ওভারে মিচেল স্টার্ককে বাউন্ডারি মেরে খাতা খোলেন লোকেশ রাহুল। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৪২ রান। বিরাট কোহলি ১৯ বলে ১৮ রান করেছেন। ৫ বলে ৭ রান করেছেন লোকেশ।

19 Mar 2023, 01:59:11 PM IST

সূর্যকুমার যাদব আউট

পরপর ২ বলে ২টি উইকেট তুলে নিলেন স্টার্ক। ৪.৫ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচেও এক বলেই আউট হয়েছিলেন সূর্যকুমার। বিশাখাপত্তনমেও তিনি গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন। ভারত ৩২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। স্টার্ক ৩ ওভারে ১টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

19 Mar 2023, 01:58:22 PM IST

রোহিত শর্মা আউট

৪.৪ ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৫ বলে ১৩ রান করেন হিটম্যান। তিনি ২টি চার মারেন। ভারত দলগত ৩২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।

19 Mar 2023, 01:50:30 PM IST

স্টার্ককে জোড়া বাউন্ডারি কোহলির

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মিচেল স্টার্ক। তাঁর বলে জোড়া বাউন্ডারি মারেন বিরাট কোহলি। ওভারে মোট ১০ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৯ রান। কোহলি ১৪ ও রোহিত ১১ রান করেছেন।

19 Mar 2023, 01:44:33 PM IST

গ্রিনের ওভারে ১১ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ক্যামেরন গ্রিন। তাঁর বলে ১টি করে চার মারেন রোহিত ও কোহলি। ওভারে মোট ১১ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৯ রান। রোহিত ১০ ও কোহলি ৬ রানে ব্যাট করছেন।

19 Mar 2023, 01:36:26 PM IST

শুভমন গিল আউট

প্রথম ওভারেই শুভমন গিলের উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। ওভারের তৃতীয় বলে পয়েন্টে মার্নাস ল্যাবুশানের হাতে ধরা পড়েন শুভমন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি গিল। ভারত ৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তিনি নিজের প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন। ওভারের শেষ বলে ৪ রানের রোহিত শর্মা। প্রথম ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ৮ রান সংগ্রহ করে।

19 Mar 2023, 01:34:04 PM IST

নির্ধারিত সময়ে শুরু দ্বিতীয় ওয়ান ডে

শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। শুরুতেই ওয়াইড বল করেন স্টার্ক। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত।

19 Mar 2023, 01:20:49 PM IST

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, ন্যাথন এলিস, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

19 Mar 2023, 01:19:45 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

19 Mar 2023, 01:10:40 PM IST

দলে ফিরলেন অক্ষর

মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন শার্দুল ঠাকুর। তবে বিশাখাপত্তনমের পিচের দিকে তাকিয়ে তাঁকে রিজার্ভ বেঞ্চে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর বদলে মাঠে নামার সুযোগ পেয়ে যান অক্ষর প্যাটেল। রোহিত দলে ঢোকায় বাদ পড়তে হয় ইশান কিষাণকে। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশে একজোড়া রদবদল ঘটায়। জোশ ইংলিসের বদলে মাঠে নামার সুযোগ পান অ্যালেক্স ক্যারি। গ্লেন ম্যাক্সওয়েলকে বসিয়ে অস্ট্রেলিয়া মাঠে নামায় ন্যাথন এলিস।

19 Mar 2023, 01:04:39 PM IST

টস জিতল অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, বিশাখাপত্তনমে রান তাড়া করবে অস্ট্রেলিয়া।

19 Mar 2023, 12:55:39 PM IST

পিচ রিপোর্ট

বৃষ্টির জন্য দু-তিনদিন পিচ ঢাকা ছিল। তাই একে তো পিচে পর্যাপ্ত জল দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে দীর্ঘ সময় ঢাকা থাকায় শুরুর দিকে পিচ একটু চটচটে থাকবে। তবে বিশাখাপত্তনমের পিচে রানের হদিশ রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

19 Mar 2023, 12:47:40 PM IST

আবহাওয়ার আপডেট

প্রবল বৃষ্টিতে বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ আয়োজন নিয়ে প্রবল সংশয় দেখা দেয়। খেলা ভেস্তে যাওয়ার আশঙ্ক দেখা দেয় ম্যাচের আগের দিন পর্যন্ত। তবে স্বস্তির খবর এই যে, বিশাখাপত্তনমের আকাশ আপাতত পরিষ্কার। রোদ রয়েছে আকাশে। সুতরাং, ম্যাচ অনুষ্ঠিত হতে বাধা নেই। বৃষ্টির সময় গোটা মাঠ ঢাকা থাকায় আউটফিল্ড নিয়েও সমস্যা নেই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ কীভাবে বড় স্কোর তুলছে SRH? কামিন্সদের সাফল্যের কৌশল ফাঁস করলেন ট্র্যাভিস হেড রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা,ঠিক করুক দর্শকরাই, মত পন্টিংয়ের IPL 2024: রোহিতের জন্য চিৎকার করছেন PBKS ক্যাপ্টেন! জেনে নিন ঘটনাটা আসলে কী? কেন উপরের দিকে ব্যাটিং করছেন না ধোনি! ফ্লেমিং-এর উত্তরে মন ভাঙবে মাহি ভক্তদের ‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.