বাংলা নিউজ > ময়দান > IND vs AUS 3rd Test: স্পিনারদের বিরুদ্ধে কিপিংয়ে সড়গড় হতে বিশেষ প্রস্তুতি নিলেন কেএস ভরত

IND vs AUS 3rd Test: স্পিনারদের বিরুদ্ধে কিপিংয়ে সড়গড় হতে বিশেষ প্রস্তুতি নিলেন কেএস ভরত

অনুশীলনে কেএস ভরত (ছবি-বিসিসিআই)

নাগপুর এবং দিল্লি দুই টেস্টেই ভারতের জয় সুনিশ্চিত করেছে তাদের স্পিনাররা। আশা করা হচ্ছে তৃতীয় টেস্টেও ২২ গজ স্পিনারদের সহায়ক হবে। এমন আবহে কিপার ব্যাটার শ্রীকর ভরতকে দেখা গেল স্পিনারদের বিরুদ্ধে নিজের প্রস্তুতি সেরে নিতে।

শুভব্রত মুখার্জি: বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে ইন্দোরে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ১ মার্চ তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। চার ম্যাচের টেস্ট সিরিজে ভারত ইতিমধ্যেই এগিয়ে রয়েছে ২-০ ফলে। বর্ডার-গাভাসকর ট্রফি ইতিমধ্যেই ধরে রাখতে সমর্থ হয়েছে ভারতীয় দল। নাগপুর এবং দিল্লি দুই টেস্টেই ভারতের জয় সুনিশ্চিত করেছে তাদের স্পিনাররা। আশা করা হচ্ছে তৃতীয় টেস্টেও ২২ গজ স্পিনারদের সহায়ক হবে। এমন আবহে কিপার ব্যাটার শ্রীকর ভরতকে দেখা গেল স্পিনারদের বিরুদ্ধে নিজের প্রস্তুতি সেরে নিতে।

আরও পড়ুন… অপারেশন হবে বুমরাহর, IPL 2023-র আগে বড় ধাক্কা খেল MI

হোলকার স্টেডিয়ামে গা ঘামিয়ে নিতে দেখা গেল ভরতকে। স্পিনের বিরুদ্ধে ভরতের কিপিং অনুশীলনের ভিডিয়ো পোস্ট করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। ভরতের স্পিনের বিরুদ্ধে কিপিং অনুশীলন দেখে বিশেষজ্ঞদের ধারণা হোলকার স্টেডিয়ামের উইকেটও স্পিন সহায়ক হতে চলেছে। উল্লেখ্য প্রথম দুটি টেস্টে ভরত খুব ভালো কিপিং করেছেন। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল এই স্পিন ত্রয়ীর বিরুদ্ধে তিনি যথেষ্ট ভালো কিপিং করেছেন।

আরও পড়ুন… জাদেজা, চাহাল অতি জঘন্য স্পিনার: পাকিস্তানের প্রাক্তন তারকার নজিরবিহীন আক্রমণ

জাতীয় দলের কোচিং স্টাফরা লো বাউন্সে তাঁকে কিপিং অনুশীলন করিয়েছেন। দ্রুতগতির স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তাঁকে অনুশীলন করানো হয়। যাতে করে ব্যাটের সামান্য কানা ছোঁয়া বলও তিনি ক্যাচ ধরতে পারেন। দিল্লি টেস্টের একেবারে শেষ ইনিংসে তিনি ব্যাট হাতেও ভালো খেলেছেন। ভারতের জয়ের জন্য দরকার ছিল ১১৫ রান। চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেঁধে তিনি ভারতের জয় সুনিশ্চিত করেন। ২২ বলে ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। ভরত অবশ্য জানিয়েছিলেন দিল্লিতে তিনি কিপিং খুব উপভোগ করেছিলেন। বেসিক জিনিসগুলো তিনি মেনে চলার চেষ্টা করেছেন। তাঁর দাবি, আর তাতেই এসেছে সাফল্য।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন