বাংলা নিউজ > ময়দান > IND vs AUS 3rd Test: প্রথম দশ মিনিটেই পিচে বল পড়ে চাকলা উঠছে, অবাক মার্ক ওয়া

IND vs AUS 3rd Test: প্রথম দশ মিনিটেই পিচে বল পড়ে চাকলা উঠছে, অবাক মার্ক ওয়া

মার্ক ওয়া (ছবি-গেটি ইমেজ)

মার্ক ওয়া তো বলেই দিয়েছেন যে এই পিচ টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্তই নয়। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়া প্রথম সেশনে স্বাগতিকদের ৭-উইকেট হারানোর পরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট হোস্ট করা ইন্দোরের পিচটিকে টেস্ট স্ট্যান্ডার্ডের নীচে বলে চিহ্নিত করেছেন।

ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোরে। ১ মার্চ থেকে শুরু হয়েছে এই ম্যাচ। এই সিরিজের দুটি ম্যাচেই পিচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমন পরিস্থিতিতে তৃতীয় টেস্ট ম্যাচের আগেও ইন্দোরের পিচের মেজাজ নিয়ে অনেক প্রশ্ন ছিল। এই পিচে বোলাররা লাভবান হবেন নাকি ব্যাটসম্যানরা তা নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে সেই সব বিতর্ক থেকে পর্দা উঠে গেল।

৪৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। উইকেট পেয়েছেন ম্যাথিউ কুনম্যান ও নাথান লিয়ন। তবে এর মাঝেই ৫২ বলে ২২ রান করে আউট হয়ে যান বিরাট কোহলিও। যেই উইকেটটি পেয়েছেন মার্ফি। ফলে ইন্দোরের পিচ যে স্পিনের সহায়ক তা এই স্কোর কার্ড দেখলেই স্পষ্ট হয়ে যায়। তবে যারা ম্যাচ দেখছেন বা যারা বোলিং-এর মুভমেন্ট দেখছেন তারাও বুঝতে পারছেন এই পিচে কী রয়েছে। এমন অবস্থায় মার্ক ওয়া তো বলেই দিয়েছেন যে এই পিচ টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্তই নয়। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়া প্রথম সেশনে স্বাগতিকদের ৭-উইকেট হারানোর পরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট হোস্ট করা ইন্দোরের পিচটিকে টেস্ট স্ট্যান্ডার্ডের নীচে বলে চিহ্নিত করেছেন।

আরও পড়ুন… বাবর ঠুকঠুক করে খেলে, কার্যত বলেই দিলেন পাক সতীর্থ

২১.৪ ওভারে ৭০ রানে ৬ উইকেট হারিয়েছে ভারত। ছয়টি উইকেটই নিয়েছেন স্পিনাররা। ২৩ বলে ১২ রান করার পরে রোহিত শর্মাকে সাজঘরের রাস্তা দেখিয়েছেন ম্যাথিউ কুনম্যান। গিল যখন ১৮ বলে ২১ রান করে খেলছেন তখন আবারও ম্যাথিউ কুনম্যানের ম্যাজিকে আউট হন গিল। এরপরে নাথানের বলে ১ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পূজারা। ৫২ বলে ২২ রান করার পরে বিরাট কোহলিকে LBW আউট করেন মার্ফি। জাদেজা ৪ রান করে নাথান লিয়নের শিকার হন। শ্রেয়স আইয়ারকে শূন্য রানে ফেরান ম্যাথিউ কুনম্যান। ভারতের পুরো দল ৩৩.২ ওভারে মাত্র ১০৯ রানের মধ্যে গুটিয়ে যায়।

আরও পড়ুন… ফলো-অন করিয়ে হেরেছে কোন কোন দেশ?

এই ছবি দেখার পরেই সোশ্যাল মিডিয়াতে মিমের ঝড় উঠেছে। ওয়াসিম জাফর লিখেছেন, ‘পিচ দেখে মনে হচ্ছে, শুধু শামি নয়, আমার মনে হয় এই টেস্টে সিরাজ ও উমেশকেও বিশ্রাম দেওয়া উচিত ছিল।’ একজন ভক্ত লিখেছেন, ‘প্রথম দুই টেস্ট ম্যাচের পিচ নিয়ে ভুল কিছু ছিল না, কিন্তু এই মুহূর্তে ইন্দোরের পিচটা লটারির মতো মনে হচ্ছে। এটা ভালো নয়।’ এছাড়াও বহু ভক্ত ইন্দোরের পিচ নিয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মুখ হয়ে শরীরে ঢুকলেই পরম শান্তি! কীসে প্রীতি জিন্টা পেলেন স্বর্গসুখ দক্ষিণভারতে আরও শক্ত হচ্ছে বিজেপির হাত, পিএমকের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত T20 WC 2024-এ কোহলিকে খেলতেই হবে, IPL 2024 এর আগে কেন এমন বললেন এমএসকে প্রসাদ? সুরা খানকে ভাই বিয়ে করুক চাননি অর্পিতা-আলভিরা? গুঞ্জন উড়িয়ে আরবাজ বললেন কী? ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের রাজ্যের ডিজিপি বদল, বিবেকের পর কাকে আনল কমিশন? কীভাবে পরিষ্কার করবেন ঘরের মেঝে? থিম সংয়ের সঙ্গে থাকছে শর্ট ফিল্মও, যাদবপুর কেন্দ্রের জমজমাট প্রচারে সৃজন কেন্দ্রীয় বাহিনীতে বঙ্গ কোটার ৫০০০ জওয়ানের চাকরি যাবে? শোরগোল বিজ্ঞপ্তির জেরে এবার হোলিকা দহন ভদ্রার অশুভ ছায়ায়, জেনে নিন হোলিকা দহনের সময়কাল আর্থিক সংকট থেকে মুক্তি পেতে হলে হোলিকা দহনের রাতে করুন এই ব্যবস্থা, ঘুচবে অভাব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.