শুভব্রত মুখার্জি: বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় টেস্টে ইন্দোরে প্রথম দিনের খেলা শেষ হয়েছে। প্রথম দিনের খেলা শেষে ইতিমধ্যেই ব্যাকফুটে রয়েছে ভারত। মাত্র ১০৯ রানে অলআউট হয়েছে রোহিত বাহিনী। অন্যদিকে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর চার উইকেটে ১৫৬ রান। ৪৭ রানে এগিয়ে রয়েছে তারা। এদিনের খেলায় বেশ কিছু ভুল ক্রুটি হয়েছে ভারতীয় দলের তরফে। বিশেষত ডিআরএস নেওয়ার ক্ষেত্রে। আর সেই ঘটনাকে সামনে রেখেই সিনিয়র-জুনিয়র বিতর্ককে উস্কে দিয়ে রোহিতদের ধুয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।
স্টার স্পোর্টসকে এই বিষয়টি নিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন সঞ্জয়। এদিন ম্যাচ চলাকালীন প্রথম ইনিংসে ভারত পরপর দুটি রিভিউ নষ্ট করে। যা দেখে রীতিমতো রেগে যান সঞ্জয় মঞ্জরেকর। তিনি জানিয়েছেন, 'আমার কাছে এটা খুব বড় এবং খুব গভীর একটা ঘটনা। ভারত দুটি রিভিউ নিয়েছে,দুটোই তারা হারিয়েছে। দুটি ক্ষেত্রেই জাদেজার বলে খোয়াজার বিরুদ্ধে আপিল হয়। আম্পায়ার জোয়েল উইলসন দুই ক্ষেত্রেই নট আউট দেন। এরপরে জাদেজা রিভিউ নেওয়ার জন্য জোর দিতে থাকে।'
তিনি আরও যোগ করেছেন 'প্রথম রিভিউটার ক্ষেত্রে টাইমারের সময় তো প্রায় শেষ হয়ে গিয়েছিল। আপনারা নিশ্চয় সেই সময়ে রোহিতকে দেখেছেন। ওঁকে দেখে মনে হয়েছে এই রিভিউ নিয়ে যখন খুব জোরজার করছে তখন নিয়ে নিলেই ভালো। তবে বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করছিল। এটা একদিক থেকে ভালো যে লেগের বাইরে পড়ার পরে ওই বলটা কোথায় গিয়ে লাগছিল তা আমরা আর দেখিনি। কারণ বলটা লেগ স্ট্যাম্পের প্রায় ৬-৮ ইঞ্চি বাইরে দিয়ে যেত। পরেরটাও খুব ভালো একটা রিভিউ ছিল না। এটাও দলের একজন সিনিয়র ক্রিকেটারের বিষয়ে বলছি। যে রিভিউটা নিতে জোড়াজোরি করছিল। শ্রীকর ভরতের মতন একজন কিপার যার দারুণ ক্ষমতা রয়েছে এই রিভিউ নেওয়ার ক্ষেত্রে তাঁর কথাকে কোনও ভাবে গুরুত্ব দেওয়াই হয়নি। বরং উল্টোটা হওয়া উচিত ছিল একজন কিপারের সেরা পজিশন থাকে এই বলের লাইন এবং লেন্থ বিচার করার বিষয়ে।' প্রসঙ্গত অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়ে এদিন ভারত পাঁচ থেকে দশ ওভারের এই সময়ের মধ্যে দুটি রিভিউ হারায়। দুটিই ছিল উসমান খোয়াজার বিরুদ্ধে। এদিন অজিদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন উসমান খোয়াজা।