শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে রীতিমতো চাপে রয়েছে রোহিত বাহিনী। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দল এগিয়ে গিয়েছে ৪৭ রানে। হাতে রয়েছে ছটি উইকেট। এদিন প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারতীয় দল। অজি বোলাররা বিশেষত স্পিনাররা এদিন অনবদ্য বোলিং করেন। নাথান লিয়ন, ম্যাথু কুহনেম্যান, টড মার্ফিদের বিরুদ্ধে এদিন রান করাই ছিল কঠিন কাজ। গত দিল্লি টেস্টেই ভারতের হয়ে শততম টেস্ট খেলা চেতেশ্বর পূজারা ইন্দোরের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তাঁকে এক দুরন্ত বলে আউট করেছেন নাথান লিয়ন। যা দেখে হতবাক হয়ে যান স্বয়ং রোহিত শর্মাও।
চেতেশ্বর পূজারার আউটের বলটি দেখে বিস্ময় চাপতে পারেননি অধিনায়ক রোহিত। সাজঘরে বসে থাকা রোহিতের চোখে মুখে বিস্ময়ের ছাপ ছিল স্পষ্ট। এদিন নাথান লিয়নের বলে মাত্র ১ রান করে বোল্ড আউট হয়েছেন পূজারা। লিয়নের বলটি পিচ করে অফ স্ট্যাম্পের বাইরে, তারপর প্রচণ্ড স্পিন করে বলটি ভিতরে ঢুকে আসে। একটু নিচু হয়ে যায়। বলটিতে পরাস্ত হন পূজারা। বল গিয়ে লাগে সোজা মিডল এবং লেগ স্ট্যাম্পে। ফলে মাত্র ৩৬ রানে তিন উইকেট হারিয়ে ফেলেন। তখন রীতিমতো ধুঁকছে ভারতীয় ইনিংস।
ঘটনাটি ঘটেছে ভারতীয় ইনিংসের নবম ওভারে। নাথান লিয়ন একটি শর্ট বল করেন, যা অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে যেভাবে স্পিন করে ভিতরে ঢুকে এসে পূজারাকে বোল্ড করে দেয় তা হয়ত আশা করেননি স্বয়ং নাথান লিয়নও। পূজারা বলটিতে স্কোয়ার কাট মারতে গিয়ে মিস করে বসেন। এই উইকেট হারানোর পরে সাজঘরে রোহিতের হতবাক হয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে ব্রডকাস্টারদের ক্যামেরায়। কার্যত বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন রোহিত। এরপর নাথান লিয়ন আবার রবীন্দ্র জাদেজার উইকেটটিও নেন। লিয়নের শর্ট বলে ব্যাকফুটে গিয়ে জোরে কভার অঞ্চল দিয়ে পাঞ্চ করতে গিয়ে আউট হন। দুর্দান্ত ক্যাচ লোফেন কভারে দাঁড়ানো অজি ফিল্ডার। এদিন ভারতের ইনিংসে ম্যাথু কুহনেম্যান ১৬ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। আর অন্যদিকে নাথান লিয়ন নিয়েছেন তিনটি উইকেট।