শুভব্রত মুখার্জি: আমদাবাদে গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে এই মুহূর্তে ভারত এগিয়ে রয়েছে ভারতীয় দল। এই টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে ভারতীয় দল। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও নিশ্চিত করতে চাইবেন রোহিত শর্মারা। আর একদিকে যখন ২২ গজে লড়াইতে নামবেন রোহিতরা তখন অন্যদিকে বেশ খারাপ ভারতীয় সমর্থকদের জন্য। আমদাবাদ টেস্টের প্রথম দিন মাঠে থাকতে পারবেন না ক্রিকেট অনুরাগীরা। বলা ভালো নিয়ন্ত্রিত প্রবেশাধিকার থাকবে মাঠে এদিন। আর এই সিদ্ধান্তেই রীতিমতো অখুশি ভারতীয় ক্রিকেটের অফিসিয়াল ফ্যান ক্লাব ভারত আর্মির সদস্যরা। সেকথা তাঁরা জানিয়েছেন প্রকাশ্যেই।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তে রীতিমতো অখুশি ভারত আর্মি। টেস্টের প্রথম দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর সুরক্ষার কথা মাথায় রেখেই গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে প্রথম দিনের বেশ কিছু টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ মার্চ থেকে শুরু হবে চতুর্থ টেস্ট। তার আগেই এই সিদ্ধান্তে বেজায় অখুশি ভারত আর্মি। কারণ তাদের একাধিক পরিকল্পনা এই কারণে বদল করতে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মাঠে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস। ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যাতে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।
ভারত আর্মির প্রতিষ্ঠাতা রাকেশ প্যাটেল লন্ডন থেকে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, 'আমি লন্ডন থেকে আমার বেশ কিছু বন্ধুবান্ধবের সঙ্গে ভারত আসছি শুধুমাত্র এই ম্যাচটা দেখার কারণে। বিমান বুক করতে একগাদা টাকা খরচ করেছি। হোটেল বুকিংয়েও গিয়েছে অনেক টাকা। এরপরে মাঠে প্রথমদিন দর্শকদের ঢোকা নিয়ন্ত্রণ করা হলে, তাদেরকে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর্থিকভাবে ও আমরা এর ফলে অনেক ক্ষতির সম্মুখীন হব। যখন সূচি ঘোষনা হয় তখনই আমাদের বিমানের টিকিট বুকিং করা হয়ে গেছিল।আমরা সারা বিশ্বে ঘুরে ঘুরে ভারতীয় দলকে সমর্থন করি। আমরা তাই টিকিট বিক্রির জন্য অপেক্ষা করছিলাম। গতকাল আমাদের বলা হয় প্রথম দিনের নিয়ন্ত্রিত টিকিট বিক্রি হবে। এটা একেবারেই মেনে নেওয়া যায় না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।