বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, Ahmedabad Test: ভারতের মাটিতে এক ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার নজির খোয়াজার- ভাঙল ৪৪ বছরের রেকর্ড

IND vs AUS, Ahmedabad Test: ভারতের মাটিতে এক ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার নজির খোয়াজার- ভাঙল ৪৪ বছরের রেকর্ড

উসমান খোয়াজা।

৪৪ বছর আগে গ্রাহাম ইয়োলপের গড়া নজির ভেঙে দেন খোয়াজা। গ্রাহাম ইয়োলপ কলকাতার ইডেন গার্ডেন্সে ৩৯২ বল খেলে ১৬৭ রান করেছিলেন। খোয়াজা আমদাবাদে প্রথম ইনিংসে মোট ৪২২ বল খেলেন।

শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে আমদাবাদে দ্বিতীয় দিনের খেলা শেষে রীতিমতো চাপে রয়েছে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে রোহিত বাহিনী। সৌজন্যে অবশ্যই অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা এবং ক্যামেরন গ্রিনের দুরন্ত পারফরম্যান্স। খোয়াজা এবং ক্যামেরন গ্রিন- দু'জনেই সেঞ্চুরি হাঁকিয়েছে। উসমান খোয়াজা তো আবার ১৮০ রানের ইনিংস খেলে নজিরও গড়ে ফেলেছেন। ভেঙে ফেলেছেন ৪৪ বছরের পুরনো রেকর্ড।

আরও পড়ুন: ভিডিয়ো- লাঞ্চের আগে ফসকাল গ্রিনের ক্যাচ, কোহলি-রোহিতের মুখের অবস্থা দেখলে কষ্ট হবে

ভারতের মাটিতে অজিদের হয়ে টেস্টে এই অনন্য নজির গড়েছেন তিনি। ভারতের ২২ গজে টেস্ট ম্যাচের এক ইনিংসে সর্বাধিক বল খেলা অজি ব্যাটার হওয়ার নজির গড়েছেন তিনি। অস্ট্রেলিয়া চলতি টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিনেই শতরান করে ফেলেন উসমান খোয়াজা। ভারতের মাটিতে শতরান করার পরে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। প্রথম দিনের শেষে খোয়াজা ১০৪ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার তিনি দিনের শুরু করেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে সঙ্গী করে। গ্রিন আবার ১১৪ রানে অশ্বিনকে সুইপ করতে গিয়ে আউট হন।

আরও পড়ুন: জাদেজার কথায় অফ-স্টাম্পের বাইরের বলে রিভিউ রোহিতের, হেসে গড়ালেন আম্পায়ারও- ভিডিয়ো

পঞ্চম উইকেটে খোয়াজা এবং গ্রিন জুটিতে ২০৮ রান যোগ করেন। তাঁদের হাত ধরেই অস্ট্রেলিয়া ৪০০ রানের গণ্ডি টপকে যায়। আর নিজের ইনিংসে ৩৯৩তম বলটি খেলে নয়া নজির গড়েন খোয়াজা। ৪৪ বছর আগে গ্রাহাম ইয়োলপের গড়া নজির ভেঙে দেন খোয়াজা। গ্রাহাম ইয়োলপ কলকাতার ইডেন গার্ডেন্সে ৩৯২ বল খেলে ১৬৭ রান করেছিলেন। ২০১৭ সালে রাঁচিতে স্টিভ স্মিথ ৩৬১ বল খেলেছিলেন। খোয়াজা এ দিন মোট ৪২২ বল খেলেন।

চা পানের বিরতির পরে অক্ষর প্যাটেলের বলে এ দিন এলবিডব্লিউ হন খোয়াজা। তাঁর ইনিংস সাজানো ছিল ২১টি চারে। ভারতের ২২ গজে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন উসমান খোয়াজা। ভারতের মাটিতে অজি ব্যাটার হিসেবে সর্বাধিক ২১০ রান করেছিলেন ডিন জোন্স। এর পর ২০০১ সালে চেন্নাইতে ২০৩ রান করেছিলেন ম্যাথু হেডেন। এই তালিকায় তিন নম্বরে জায়গা করে নিলেন খোয়াজা। চতুর্থ স্থানে রয়েছেন স্টিভ স্মিথ। রাঁচিতে ১৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

বন্ধ করুন