বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: কোহলির উইকেটের গুরুত্ব বোঝেন, তাই নিজে ম্যাচের সেরা হয়েও সতীর্থকে কৃতিত্ব জাম্পার

IND vs AUS: কোহলির উইকেটের গুরুত্ব বোঝেন, তাই নিজে ম্যাচের সেরা হয়েও সতীর্থকে কৃতিত্ব জাম্পার

চেন্নাইয়ে চার উইকেট জাম্পার। ছবি- এপি।

India vs Australia 3rd ODI: চেন্নাইয়ে ৪৫ রানের বিনিময়ে ভারতের চারজন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অ্যাডাম জাম্পা।

ভারতের পিচে স্পিনারদের জন্য যেমন বাড়তি সুবিধা থাকে, ঠিক তেমনই ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন খেলতে ওস্তাদ। তাই সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে ওয়ান ডে ফর্ম্যাটে বিদেশি কোনও স্পিনারের পক্ষে এদেশে এসে ভারতীয় ব্যাটসম্যানদের চমকে দেওয়া মুশকিল। যদিও বুধবার চেন্নাইয়ে সেই কঠিন কাজটাই করে দেখান অ্যাডাম জাম্পা।

চিপকে ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জাম্পা। তিনি ১০ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে ৪টি উইকেট সংগ্রহ করেন। জাম্পা সাজঘরে ফেরান শুভমন গিল (৩৭), লোকেশ রাহুল (৩২), হার্দিক পান্ডিয়া (৪০) ও রবীন্দ্র জাদেজাকে (১৮)।

ভারতের চার ব্যাটসম্যান যখন সেট হয়ে বড় রানের দিকে এগচ্ছিলেন, ঠিক তখনই তাদের দৌড় থামিয়ে দেন জাম্পা। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অ্যাডাম।

যদিও জাম্পা এক্ষেত্রে একা কৃতিত্ব নিতে চাইলেন না। বরং তিনি সতীর্থদের সঙ্গে কৃতিত্ব ভাগ করে নেন। দলগত প্রচেষ্টার কথাই উঠে আসে তাঁর মুখে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাম্পা স্পষ্ট জানান যে, তাঁর আগে যাঁরা বল করেন, ম্যাচ জয়ের মঞ্চ গড়ায় তাঁদের অবদান অস্বীকার করা যাবে না।

আরও পড়ুন:- IND vs AUS: টানা তিন ম্যাচে শূন্য রানে আউট সূর্যকুমার, সচিন-সহ আরও ৫ ভারতীয় ক্রিকেটারের রয়েছে এমন হতাশাজনক নজির- তালিকা

জাম্পা বলেন, ‘ভারতের বিরুদ্ধে আমি কিছু সাফল্য পেয়েছি। তবে এখানে এসে সফল হওয়া নিতান্ত কঠিন। এখানে স্পিনারদের জন্য সাহায্য থাকে। তাই বিষয়টা বাড়তি চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়।’

পরক্ষণেই জাম্পা বলেন, ‘আমি মনে করি না এই পুরস্কারটার আমি যথার্থ দাবিদার। কেননা আগে যারা বল করেছে, আমার জন্য মঞ্চ প্রস্তুত করে দিয়েছে। অ্যাস্টন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যারা আগে বল করেছে, তাদের কৃতিত্ব স্বীকার করতেই হয়।’

জাম্পা বোঝেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের উইকেটের গুরুত্ব কতটা। তাই তিনি কৃতিত্ব দেন অ্যাস্টন এগরকে। পরপর ২ বলে বিরাট ও সূর্যকুমারের উইকেট তুলে নিয়ে এগরই যে ভারতীয় শিবিরে মোক্ষম আঘাত হানেন, সেটা অস্বীকার করার উপায় নেই। কোহলি টিকে থাকলে ভারত যে অনায়াসে ম্যাচ জিতে যেত, সে বিষয়ে সংশয় প্রকাশ করার লোক খুঁজে পাওয়া মুশকিল হবে।

আরও পড়ুন:-IND vs AUS: শূন্য রানে আউট হয়েও যে রেকর্ড বইয়ে নাম তোলা যায়, চিপকে দেখিয়ে দিলেন স্টিভ স্মিথ

উল্লেখ্য, চেন্নাইয়ে শুরুতে ব্য়াট করে অস্ট্রেলিয়া ২৬৯ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে ভারতের ইনিংস গুটিয়ে যায় ২৪৮ রানে। ২১ রানের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজের দখন নেন স্টিভ স্মিথরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: টস জিতে ফিল্ডিং নিল নাইট রাইডার্স, দলে এক পরিবর্তন লোকসভার সান্ত্বনা বিধানসভার উপ-নির্বাচনে! সায়ন্তিকাকে টিকিট TMC-র, ভগবানগোলায় কে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.