বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ভিডিয়ো- অশ্বিন বল করতে গিয়ে থামতেই উদভ্রান্ত স্মিথ, হেসে গড়ালেন কোহলি

IND vs AUS: ভিডিয়ো- অশ্বিন বল করতে গিয়ে থামতেই উদভ্রান্ত স্মিথ, হেসে গড়ালেন কোহলি

অশ্বিন বল করতে গিয়ে থামতেই ভয় পেয়ে গেলেন স্মিথ, হেসে গড়ালেন কোহলি।

অশ্বিন নিজের রান আপে এগিয়ে আসছিলেন ব্যাটার মার্নাস ল্যাবুশানকে বল করতে। বল করার আগেই রান আপে থেমে যান তিনি। নন স্ট্রাইকার প্রান্তে থাকা স্টিভ স্মিথ যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। রীতিমতো দৌড়ে তিনি তখন ক্রিজের ভিতর ঢুকতে মরিয়া। ক্রিজে ঢুকে যেন হাঁফ ছেড়ে বাঁচেন স্মিথ। কেন এমন করলেন স্মিথ?

শুভব্রত মুখার্জি: দিল্লি টেস্টের তৃতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়া দল। দ্বিতীয় দিন অজিরা শেষ করেছিল ১ উইকেটে ৬১ রান করে। আর তৃতীয় দিনের শুরুতেই তারা অল আউট হয়ে যায় মাত্র ১১৩ রানে। প্রথম সেশনেই মাত্র ৫২ রান যোগ করে ৯টি উইকেট হারায় অজিরা। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটিতে তুলে নেন দ্বিতীয় ইনিংসে অজিদের সবকটি উইকেট। ফলে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১১৫ রানের। যেহেতু অজিরা প্রথম ইনিংসে ১ রানের লিড পেয়েছিল।

আরও পড়ুন: সকালে অশ্বিন-জাদেজার সঙ্গে কথা হয়েছিল- অজি বধের রহস্য ফাঁস করলেন রোহিত

অজিদের দ্বিতীয় ইনিংসে স্মিথ-ল্যাবুশেনরা আতঙ্কিত হয়ে পড়েছিল ভারতের স্পিন জুজুতে। পাশাপাশি অশ্বিনের বোলিং রান আপে হঠাৎ করেই থেমে যাওয়া, হাড় হিম করে দিয়েছিল অজি তারকা ব্যাটার স্টিভ স্মিথের। অশ্বিন বোলিং রান আপে থেমে যাওয়াতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্টিভ স্মিথ। যা ধরা পড়ে যায় ব্রডকাস্টারদের ক্যামেরাতেও। 

আরও পড়ুন: অশ্বিন-জাড্ডুর ঘুর্ণিতে বধ অজিরা, বর্ডার-গাভাসকর ট্রফি থাকবে ভারতেই

ননস্ট্রাইকারকে রানআউট করার ক্ষেত্রে অশ্বিন একেবারে দয়ামায়াহীন। বোলার বল করতে যাওয়ার আগেই নন স্ট্রাইকার প্রান্তে ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে থাকলে, তাঁকে রান আউট করে দেওয়া যায়। এ দিন দিল্লিতে প্রথম সেশনে বল করতে আসেন অশ্বিন। ঘটনাটি ঘটে ১৫তম ওভারে। অশ্বিন নিজের রান আপে এগিয়ে আসছিলেন ব্যাটার মার্নাস ল্যাবুশানকে বল করতে। বল করার আগেই রান আপে থেমে যান তিনি। নন স্ট্রাইকার প্রান্তে থাকা স্টিভ স্মিথ যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। রীতিমতো দৌড়ে তিনি তখন ক্রিজের ভিতর ঢুকতে মরিয়া। ক্রিজে ঢুকে যেন হাঁফ ছেড়ে বাঁচেন স্মিথ।

এর পরেই অশ্বিনকে থাম্বস আপ দেখান তিনি। যেন বোঝাতে চান, তিনি ঠিক আছেন। অশ্বিনের মুখে তখন দুষ্টু হাসি। ভাবখানা এমন যেন, কেমন দিলাম বন্ধু? স্মিথ এবং ল্যাবুশানকেও তখন মুচকিয়ে হাসতে দেখা যায়। প্রথম স্লিপে দাঁড়ানো বিরাট কোহলিও তখন হেসে গড়াচ্ছেন।

২০১৯ সালের আইপিএলে জস বাটলারকে এই পদ্ধতিতে আউট করে আলোড়ন ফেলে দিয়েছিলেন অশ্বিন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বেশ ভালো ফর্মে রয়েছেন অশ্বিন। অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে অক্ষর প্যাটেলের সঙ্গে জুটিতে ১০০ রানের উপর পার্টনারশিপ গড়ে ভারতকে ম্যাচে ফেরান তিনি। তার পর বল হাতেও করেন দুরন্ত পারফরম্যান্স।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.