ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের আগে ফের দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে। একে তো চোটের জন্য প্রথম টেস্টে নেই মিচেল স্টার্ক। তার উপর পায়ের চোট পুরোপুরি সারেনি বলে নাগপুর টেস্টে অনিশ্চিত জোশ হ্যাজেলউড। নির্ভরযোগ্য দুই পেসার ছাড়াও সিরিজের প্রথম টেস্টে আরও এক তারকা ক্রিকেটারকে মাঠের বাইরে রাখতে হতে পারে অস্ট্রেলিয়াকে। তরুণ অল-রাউন্ডার ক্যামেরন গ্রিনের নাগপুর টেস্টে মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় আঙুল ভাঙে গ্রিনের। চোট পুরোপুরি সেরে ওঠেনি। নাগপুরের প্রথম প্র্যাক্টিস সেশনে ব্যাট হাতে নেননি গ্রিন। ফিটনেস ট্রেনিং ও হালকা বোলিং অনুশীলন করেই মাঠ ছাড়েন তিনি।
মঙ্গলবার স্টিভ স্মিথ গ্রিনের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে খোলামেলা মন্তব্য করেন। স্মিথ বলেন, ‘আমার মনে হয় না ও এখনও পেসারদের বিরুদ্ধে (নেটে) ব্যাট করেছে বলে। সেই নিরিখে আমি বলতে পারি যে, ও প্রথম টেস্টে খেলবে না। তবে শেষমেশ কী হয়, কে বলতে পারে!’
পরক্ষণেই স্মিথ যোগ করেন, ‘ এমনকি ও (ট্রেনিং সেশনে) কী করেছে, সেটাই জানি না আমি। নিজের কাজে মনোযোগ ছিল আমার। আমাদের আরও অপেক্ষা করতে হবে। তবে আমার মনে হয় ও খেলতে পারবে না।’
গ্রিন খেলতে না পারলে অস্ট্রেলিয়া ৬ নম্বরে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান খেলাতে পারে। সেক্ষেত্রে চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নামতে পারে অস্ট্রেলিয়া। গ্রিনের বদলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টের ছয় নম্বরে ব্যাট করেন ম্যাট রেনশ। তবে পিটার হ্যান্ডসকম্বও এক্ষেত্রে দৌড়ে থাকবেন। রেনশকে খেলালে ব্যাটিং অর্ডারের সাতজন ব্যাটসম্যানের মধ্যে পাঁচজন হবেন বাঁ-হাতি।
আরও পড়ুন:- Women's T20 WC: রোহিত শর্মার জোড়া আন্তর্জাতিক টি-২০ রেকর্ড ভাঙতে পারে মেয়েদের বিশ্বকাপে
ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (ক্যাপ্টেন), স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), অ্যাস্টন এগর, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খোওয়াজা, মার্নাস ল্যাবুশান, ন্যাথন লিয়ঁ, ল্যান্স মরিস, টড মারফি, ম্যাট রেনশ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।