ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই মাতৃবিয়োগ হল অজি দলনায়ক প্যাট কামিন্সের। মায়ের অসুস্থতার জন্যই দিল্লির দ্বিতীয় টেস্ট খেলার পরেই দেশে ফেরেন কামিন্স। ইন্দোরের তৃতীয় টেস্টে খেলবেন না বলে আগেই জানিয়েছিলেন প্যাট। শেষে আমদাবাদের চতুর্থ টেস্ট থেকেও সরে দাঁড়ান তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আমদাবাদ টেস্ট শুরুর আগের দিন জানিয়ে দেওয়া হয় যে, কামিন্স অসুস্থ মায়ের পাশে থাকতে চান। তিনি এখনই ভারত সফরে ফিরবেন না। শেষে শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে কামিন্সের মায়ের মৃত্যুর খবর জানানো হয়। বেশ কিছুদিন রোগভোগের পরে বৃহস্পতিবার রাতে ইহলোক ত্যাগ করেন মারিয়া কামিন্স।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গতরাতে মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে কামিন্স পরিবার ও তাদের বন্ধু-পরিজনের জন্য আমাদের সমবেদনা রইল।’
আরও পড়ুন:- LLC 2023: আজ শুরু কিংবদন্তিদের T20 লিগ, কোথায় দেখবেন গম্ভীর-আফ্রিদির ধুন্ধুমার লড়াই?
অজি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এও জানানো হয় যে, প্যাট কামিন্সের প্রয়াত মাকে শ্রদ্ধা জানাতে শুক্রবার আমদাবাদে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন।
উল্লেখ্য, ২০০৫ সালে কামিন্সের মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। সেই থেকেই চিকিৎসা চলছিল তাঁর। তবে গত কয়েক সপ্তাহে মারিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি সংকটজনক বুঝেই কামিন্স তড়িঘড়ি ভারত সফর থেকে জাতীয় দল ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে যান। ভারত সফরের আসন্ন ওয়ান ডে সিরিজেও অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়ার কথা কামিন্সের। তবে এমন শোকের আবহে তিনি আদৌ ভারতে আসবেন কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে।
আরও পড়ুন:- PSL 2023: ধ্বংসাত্মক শতরান ফখরের, রশিদের ঘূর্ণিতে ইসলামাবাদকে দুরমুশ করল লাহোর
স্বাভাবিকভাবেই কামিন্সের মায়ের মৃত্যুকে শোকের ছায়া ক্রিকেটমহলে। কঠিন সময়ে তারকা ক্রিকেটার ও তাঁর পরিবারের জন্য সমবেদনা জানিয়েছ ভারতীয় ক্রিকেট বোর্ডও।
উল্লেখ্য প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ২টি টেস্টে একতরফাভাবে পরাজিত হয়। কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বের ব্যাটন হাতে ওঠে স্টিভ স্মিথের। ইন্দোরের তৃতীয় টেস্টে স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া জয় তুলে নেয়। এবার স্মিথের ক্যাপ্টেন্সিতেই চতুর্থ টেস্টেও দাপুটে শুরু করেছে অস্ট্রেলিয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।