বুধবার থেকে ওভালে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হয়েছে। চলতি ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়া নিজেদের হাতে খেলার রাশ নিয়ে নিয়েছে।
এই টেস্ট ম্যাচের প্রথম দিনে, ট্রেভিস হেড ১৪৬ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। আর স্টিভ স্মিথ করেছেন অপরাজিত ৯৫ রান। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল ৮৫ ওভারে তিন উইকেট হারিয়ে ৩২৭ রান করে ফেলেছে। প্রথম দিনের শেষে আলোচনা শুরু হয়েছে, ম্যাচের ফল কী হতে চলেছে?
অনেকেরই ধারণা, ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হতে পারে। এর মাঝে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে এই ডব্লিউটিসি ফাইনালের ফলাফলের ভবিষ্যদ্বাণী করা হয়েছে।
আরও পড়ুন: পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম- অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে সাফাই বোলিং কোচের
আর্টিফিশিয়াল ইন্টিলিজেনস (AI)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী ম্যাচ জিতবে অস্ট্রেলিয়া। আর ম্যাচের গতি প্রকৃতি পড়ে শোনান অস্ট্রেলিয়ান প্লেয়াররা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তৈরি ইউটিউব ভিডিয়োতে বলা হয়েছে। ‘আমরা এআই-কে ডব্লিউটিসি ফাইনালের ফলাফলের ভবিষ্যদ্বাণী করতে বলেছিলাম, এবং ফলাফল ছিল, আহহহ, আকর্ষণীয়…’।
অধিনায়ক প্যাট কামিন্স সেই অংশটি বলেছেন, সেটার মজার। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এবং ভারত একটি স্নায়ু যুদ্ধে নেমেছিল। এক অদ্ভূত স্ট্র্যাটেজিতে একটি চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করে অস্ট্রেলিয়া। তাদের ব্যাটিং অর্ডার উল্টো হয়ে গিয়েছিল, যা প্রতিযোগিতায় বাড়তি চমক ছিল।’
জোশ হ্যাজলেউড বলেন, ‘জশ হ্যাজেলউড এবং নাথান লিয়ন অপ্রত্যাশিত ভাবে ওপেন করে। হ্যাজেলউড কিছু অপ্রত্যাশিত সূক্ষ্মতা প্রদর্শন করেছিলেন এবং কিছু মার্জিত বাউন্ডারি মেরেছিলেন, একটি দুঃসাহসী রান তাড়ার জন্য দুরন্ত স্ট্র্যাটেজি নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার অদ্ভূত স্ট্র্যাটেজির বিরুদ্ধে ভারত তাদের ছন্দ খুঁজে পেতে লড়াই করেছিল।’
কামিন্স আরও যোগ করেছেন, ‘প্যাট কামিন্স তিন নম্বরে নেমেছিলেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নির্ভীক অভিপ্রায় অজি শিবিরে বিশ্বাস এনে দিয়েছিল এবং প্রতিটি স্ট্রোকে অস্ট্রেলিয়াকে জয়ের কাছাকাছি নিয়ে আসে। এক বলে দুই রানের প্রয়োজন ছিল। ভারতীয় বোলারদের নার্ভাস ফুলটস পেয়ে তিনি (কামিন্স) বল পাঠিয়ে দেন রাতের আকাশের দিকে।’
হ্যাজলেউড বলেছেন, ‘অস্ট্রেলিয়া সব প্রতিকূলতার মধ্যেও জয়ী হয়েছে, তাদের এই অদ্ভূত স্ট্র্যাটেজি একটি মাস্টারস্ট্রোক হিসেবে প্রমাণিত হয়েছে।’ নাথান লিয়ন শেষ করেন, ‘ওভালে আবেগের বিস্ফোরণ বল’ বলে।
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া যে রকম জায়গায় রয়েছে, তাতে তাদের বোলাররা ভালো বল করলে, কামিন্সদের এই টেস্ট জয় কোনও বিষয় নয়। ভারতীয় ব্যাটাররা এখন ভরসা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।