ইন্দোর টেস্টের প্রথম দিন থেকেই বল ঘুরছে বিস্তর। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমেও ভারত বিপাকে পড়ে। অস্ট্রেলিয়ার স্পিনারদের ফাঁদে পা দিয়ে সাজঘরে ফেরেন টিম ইন্ডিয়ার রথী-মহারথী ব্যাটসম্যানরা। শেষমেশ প্রথম দিনের লাঞ্চের ঠিক পরেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৯ রানে।
উল্লেখযোগ্য বিষয় হল, টেস্টের প্রথম দিনের ২টি সেশনও ব্যাট করতে পারেনি ভারত। মাত্র ৩৩.২ ওভারেই অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। আরও অবাক করা বিষয় হল, অস্ট্রেলিয়ার স্পিনাররা প্রথম ইনিংসে ২৬.২ ওভার বল করেন এবং তুলে নেন ৯টি উইকেট। কুনম্যান ১৬ রানে ৫ উইকেট নেন। লিয়ন ৩৫ রানে ৩ উইকেট দখল করেন। ২৩ রানে ১টি উইকেট দখল করেন টড মার্ফি। রান-আউট হন সিরাজ।
প্রথম দিনের লাঞ্চের আগেই বল কতটা ঘুরেছে, তা বোঝা যায় একটি পরিসংখ্যানেই। ভারতের পাঁচ ব্যাটসম্যানকে আউট করার ক্ষেত্রে কতটা করে বল ঘুরিয়েছেন স্পিনাররা, তা দেখলে চোখ কপালে উঠবে।
সব থেকে বেশি বল ঘুরেছে রোহিত শর্মার আউট হওয়ার ক্ষেত্রে। ইনিংসের ষষ্ঠ ওভারে কুনম্য়ানকে স্টেপ-আউট করে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন রোহিত। বল ৮.৩ ডিগ্রি ঘুরে চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায়। স্টাম্প আউট হয়ে মাঠ ছাড়তে হয় হিটম্যানকে।
কোন ব্যাটসম্যানকে আউট করা বল কত ডিগ্রি ঘুরেছে:-
১. রোহিত শর্মা- কুনম্যানের বল ৮.৩ ডিগ্রি ঘোরে।
২. চেতেশ্বর পূজারা- লিয়নের বল ৬.৮ ডিগ্রি ঘোরে।
৩. শুভমন গিল- কুনম্যানের বল ৫.৯ ডিগ্রি ঘোরে।
৪. রবীন্দ্র জাদেজা- লিয়নের বল ৫.৮ ডিগ্রি ঘোরে।
৫. শ্রেয়স আইয়ার- কুনম্যানের বল ৩.৫ ডিগ্রি ঘোরে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।