বাংলা নিউজ > ময়দান > অজিদের বিশ্বকাপ দলে ব্রাত্য, টি২০-তে ভারতের বিরুদ্ধে দ্রুততম ৫০ গ্রিনের

অজিদের বিশ্বকাপ দলে ব্রাত্য, টি২০-তে ভারতের বিরুদ্ধে দ্রুততম ৫০ গ্রিনের

অনবদ্য ইনিংস গ্রিনের (PTI)

নিজের জাত দেখিয়ে নির্বাচকদের চাপে ফেলছেন ক্যামেরন গ্রিন

টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচেই মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দল। হায়দরাবাদের ২২ গজে দুই দল সিরিজ জয়ের লড়াই চালাচ্ছে। এই মুহূর্তে তিন ম্যাচের সিরিজের ফল ১-১। তিন ম্যাচের সিরিজে যে দল শেষ ম্যাচ জিতবে সেই দল সিরিজ জিতবে। এই অবস্থায় এদিন টসে জিতে ভারত অধিনায়ক প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। আর ব্যাট করতে নেমেই অজি দলের হয়ে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন ডানহাতি ব্যাটার ক্যামেরুন গ্রিন। তাঁর মারকাটারি ব্যাটিংয়ে গড়ে ফেলেন এক নয়া নজির। ভারতীয় দলের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০তে দ্রুততম অর্ধশতরান করার নজির গড়েন তিনি। মাত্র ১৯ বলে এই অর্ধশতরান সম্পন্ন করেন তিনি। অজিদের হয়ে সবচেয়ে দ্রুত ৫০ করার রেকর্ড ১৮ বলে।

প্রসঙ্গত ছয় বছর আগে করা জনসন চার্লসের নজির ভেঙে দিলেন এদিন গ্রিন। উল্লেখ্য ২০১৬ সালে মাত্র ২০ বলে অর্ধশতরান করেছিলেন জনসন চার্লস। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। তিনি ২০০৯ সালে ২১ বলে করেছিলেন অর্ধশতরান। ২০১৮ সালে ২২ বলে অর্ধশতরান করে চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন। চতুর্থ স্থানে তার সঙ্গেই যৌথভাবে রয়েছেন শ্রীলঙ্কার কুশল পেরেরা। তিনি ২০১৮ সালে ২২ বলেই ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। এদিন হায়দরাবাদে তুখড় ফর্মে থাকা নবীন অজি অলরাউন্ডার মাত্র ১৯ বলে অর্ধশতরান হাঁকিয়ে পেছনে ফেললেন সকলকে।

এদিন গ্রিন ২১ বলে ৫২ রান করে আউট হন। ভুবনেশ্বর কুমারের বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। যাওয়ার আগে তিনি ২৪৭.৬১ স্ট্রাইক রেটে খেলে যান একটি অনবদ্য ইনিংস। যে ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ৩টি ছয়ে। এদিন গ্রিনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিশেহারা দেখিয়েছে ভারতীয় বোলারদের। মাত্র ৩.৩ ওভারেই ওপেনিংয়ে তারা ৪৪ রান করে ফেলে। তারপরেই তারা হারায় অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৫ ওভারে পতন ঘটে গ্রীনের উইকেটের। স্কোরবোর্ড তখন রান সংখ্যা ৬২। যার মধ্যে ৫২ রান এসেছে গ্রিনের ব্যাট থেকে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপ দলে নেই ক্যাম গ্রিন। শন মার্শ ও মার্কাস স্টইনিস দলের সঙ্গে ভারতে আসেননি বলেই গ্রিন সুযোগ পেয়েছেন। কিন্তু গ্রিন যে নির্বাচকদের যথেষ্ট দোটানোর মধ্যে ফেলে দিচ্ছেন তাঁর আগ্রাসী ব্যাটিং দিয়ে সেটা বলাই বাহুল্য।

উল্লেখ্য হায়দরাবাদে ম্যাচ শুরুর আগেই বিতর্ক দানা বেঁধেছিল টিকিট বন্টন নিয়ে। দেখা দিয়েছিল চূড়ান্ত অব্যবস্থা। পদপিষ্ট হয়েছিলেন বেশ কিছু সমর্থক। ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। ৩০০০ টিকিট নিতে ৩০০০০ সমর্থকদের জমায়েতের ফলেই হয়েছিল এই সমস্যা। সেই সমস্যা কাটিয়ে অবশ্য অবশেষে ২২ গজে গড়িয়েছে বল।

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.