ঠুকঠুকে ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের হতদ্যম করে দিতেই অভ্যস্ত চেতেশ্বর পূজারা। ধীর ব্যাটিংয়ের জন্য টেস্টেও তাঁর স্ট্রাইক-রেট নিয়ে চর্চা হয় মাঝে মধ্যেই। পরিস্থিতি যেমনই হোক না কেন, মাটি কামড়ে শট খেলার রাস্তা থেকে সরেন না পূজারা।
যদিও গত কাউন্টি মরশুমে একের পর এক মারকাটারি ইনিংস খেলে চেতেশ্বর বুঝিয়ে দিয়েছেন যে, হাওয়ায় শট খেলতেও ওস্তাদ তিনি। তবে নিতান্ত প্রয়োজন না হলে হাওয়ায় বল ভাসাতে রাজি নন।
এহেন চেতেশ্বর ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে একটি দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে চমকে দেন সকলকে। অভাবনীয় সেই দৃশ্য দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে হোলকারের গ্যালারি। সাজঘরে রীতিমতো লাফালাফি করতে দেখা যায় সতীর্থদের।
ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে পূজারা ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪২ বলে ৫৯ রান করে আউট হন। উল্লেখযোগ্য বিষয় হল, এক বছরেরও বেশি সময় পরে পূজারা ফের টেস্টে ছক্কা মারেন। তিনি শেষবার একটি ছক্কা মেরেছিলেন ২০২১ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে। আরও চমকপ্রদ বিষয় হল, ২০১৯ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত তিন বছরেরও বেশি সময়ে টেস্টে পূজারার এটি দ্বিতীয় ছক্কা। বোঝাই যাচ্ছে যে, পূজারার ব্যাট থেকে ছক্কা দেখার সৌভাগ্য সকলের হয় না।
যদিও চেতেশ্বর ইন্দোরে কার্যত বাধ্য হয়ে এমন আগ্রাসী শট খেলেন। দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পরেও অজি স্পিনারদের বিরুদ্ধে নিতান্ত রক্ষণাত্মক ব্যাটিং করছিলেন পূজারা, যা পছন্দ হয়নি রোহিত শর্মার। সাজঘরে ইশান কিষাণের সঙ্গে যেভাবে কথা বলছিলেন ভারত অধিনায়ক, তাঁর শরীরি ভাষাতেই স্পষ্ট বোঝা যায় যে, রোহিত চাইছিলেন পূজারা আগ্রাসী শট খেলুন।
আরও পড়ুন:- IND vs AUS: কপিল দেবকে টপকে অভিজাত তালিকায় তিনে উঠলেন অশ্বিন, সামনে শুধু কুম্বলে-ভাজ্জি
ইনিংসের ৫৩তম ওভারের শেষে ইশানকে জলের বোতল নিয়ে মাঠে নামতে দেখা যায়। ইশান কিষাণ যে ক্যাপ্টেনের বার্তা নিয়ে মাঠে নেমেছেন, সেটা বুঝে নিতে অসুবিধা হয়নি কারও। ধারাভাষ্যকারদেরও রোহিতের সম্ভাব্য বার্তা নিয়ে আলোচনা করতে শোনা যায়। শাস্ত্রী-আগরকররা অনুমান করেছিলেন যে, হিটম্যান বড় শট নিতে বলছেন চেতেশ্বরকে। তাঁদের অনুমান সঠিক প্রমাণিত হয়।
ইনিংসের ৫৫তম ওভারে নাথান লিয়নের তৃতীয় বলে (৫৪.৩ ওভারে) স্টেপ-আউট করে ছক্কা মারেন চেতেশ্বর। শেষমেশ ৫৬.৩ ওভারে লিয়নের বলেই লেগ স্লিপে পূজারার অবিশ্বাস্য ক্যাচ ধরেন স্টিভ স্মিথ। পূজারা আউট হওয়ার কিছুক্ষণ পরেই ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।