বাংলা নিউজ > ময়দান > IND vs AUS Delhi Test: খোয়াজাকে ফিরিয়ে দুরন্ত নজির জাড্ডুর, টপকে গেলেন ইমরান-কপিল-হ্যাডলি-পোলককে

IND vs AUS Delhi Test: খোয়াজাকে ফিরিয়ে দুরন্ত নজির জাড্ডুর, টপকে গেলেন ইমরান-কপিল-হ্যাডলি-পোলককে

দুরন্ত নজির রবীন্দ্র জাদেজার।

খোয়াজার উইকেট নিয়ে টেস্টে তাঁর ২৫০ তম উইকেটটি তুলে নেন রবীন্দ্র জাদেজা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২৫০ উইকেট নেওয়া এবং ২৫০০ রান করা ক্রিকেটার তালিকায় নাম তোলার পাশাপাশি গড়ে ফেলেন নজিরও। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়েন তিনি।

শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে দীর্ঘ দিন বাদে জাতীয় দলে ফিরেছেন তিনি। ফিরেই ব্যাট এবং বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছেন দলকে। নাগপুরে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। আর দিল্লিতে গড়ে ফেললেন এক বিরল নজির। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার উসমান খোয়াজার উইকেট নিয়ে এই বিরল নজির গড়ে ফেললেন তিনি। টপকে গেলেন কপিল দেব, রিচার্ড হ্যাডলি, ইমরান খান এবং শন পোলকের মতন কিংবদন্তিকে।

আরও পড়ুন: IND vs AUS, 2nd Test Day 1: সামান্য উন্নতি অজিদের, তবু দিনের শেষে চালকের আসনে ভারতই

খোয়াজার উইকেট নিয়ে টেস্টে তাঁর ২৫০ তম উইকেটটি তুলে নেন রবীন্দ্র জাদেজা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২৫০ উইকেট নেওয়া এবং ২৫০০ রান করা ক্রিকেটার তালিকায় নাম তোলার পাশাপাশি গড়ে ফেলেন নজিরও। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়েন তিনি। মাত্র ৬২ টি টেস্ট খেলেই এই নজির গড়ে ফেলেছেন জাদেজা। উল্লেখ্য নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসেই বল করতে কতটা মরিয়া ছিলেন জাদেজা তা আগেই জানিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ২৫০তম উইকেট পেতে মরিয়া ছিলেন জাদেজা। বারবার সেই কারণে বোলিং করতে চাইছিলেন তিনি। এমন কী অন্য কাউকে বোলিং পর্যন্ত করতে দিতে চাইছিলেন না তিনি। এতটাই মরিয়া ছিলেন তিনি।

আরও পড়ুন: Video- এ কী কাণ্ড! সজোরে শামির কান মুলে দিলেন অশ্বিন, ভারতীয় পেসারের দোষটা কী!

দিল্লি টেস্টে লাঞ্চের আগেই এই নজির গড়ার দরজায় এসে দাঁড়িয়েছিলেন তিনি। উসমান খোয়াজাকে তাঁর বলে এলবিডব্লিউ আউট দিয়ে দেন মাইকেল গফ। খোয়াজা ডিআরএস নিলে দেখা যায় বল সামান্য লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। ফলে গফকে সিদ্ধান্ত বদলাতে হয়। তবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনেই বিরল নজির গড়ে ফেলেন জাদেজা। খোয়াজা তাঁকে রিভার্স সুইপ মারতে গিয়ে ভুল করলে কভার অঞ্চলে এক হাতে তাঁর দুরন্ত ক্যাচ নেন কেএল রাহুল। ৮১ রান করেই ফিরতে হয় খোয়াজাকে। ফলে টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হিসেবে ২৫০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেওয়ারও নজির গড়ে ফেলেন জাদেজা (৬২ টেস্ট)। এই তালিকায় তাঁর উপরে রয়েছেন স্যার ইয়ান বোথাম (৫৫)। জাদেজা এই নজির গড়ার পথে টপকে গিয়েছেন ইমরান খান (৬৪), কপিলদেব(৬৫), রিচার্ড হ্যাডলি(৭০ ) এবং শন পোলককে (৭১)।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মোদীর উপহার দেওয়া দেবীর মুকুট চুরি, বাংলাদেশের ইউনুস সরকারকে কড়া বার্তা ভারতের ফ্লোরিডায় ভয়ঙ্কর হারিকেন মিল্টনে মৃত্যু বেড়ে ১৬, বিদ্যুৎহীন ৩০ লক্ষ পরিবার ঋণের কিস্তি শোধ নিয়ে বিবাদ, সপ্তমীর সন্ধেয় মায়ের মাথায় কোদালের কোপ বসাল ছেলে ৫ চিকিৎসকের বোর্ডের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা, এখন কেমন আছেন অনিকেত? পাকিস্তানের লজ্জার হার! ঘরের মাঠে ইনিংস ও ৪৭ রানে হারল বাবর-আফ্রিদিরা উৎসবের মরশুমে বড় ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের একলাফে 'লাভ' হবে ৬ লাখ দুর্গাপুজোর পর কোজাগরী লক্ষ্মীপুজোও কি ভাসাতে পারে বৃষ্টি? নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণী, ধরা পড়ল ক্যামেরায় কোল্ড ড্রিঙ্ক অমলেট বিক্রি হচ্ছে কলকাতার ফুটপাতে, ভিডিয়ো দেখে হতবাক সকলে ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জুকে কি আর একটা সুযোগ পাবেন? হর্ষিত কি অভিষেক করবেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.