বর্ডার-গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়া দুরন্ত ছন্দে রয়েছে। তারা ইতিমধ্যে চার ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গিয়েছে। ওপেনার রোহিত শর্মার নেতৃত্বে ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচও আড়াই দিনের মধ্যেই পকেটে পুড়ে ফেলেছে। দিল্লি টেস্টে তারা ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে।
কোটলায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৬৩ রানে গুটিয়ে যাওয়ার পর, ভারতও মাত্র ২৬২ রানে অলআউট হয়ে যায়। এর পর রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের দাপটে অজিরা ল্যাজেগোবরে হয়। তাদের দ্বিতীয় ইনিংস ১১৩ রানেই যাবতীয় জারিজুরি শেষ হয়ে যায় অজি ব্যাটারদের। এর পর ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ৪২ রানে ৭ উইকেট- ক্যারিয়ারের সেরা বোলিং জাদেজার, অসহায় আত্মসমর্পণ অজিদের
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে আরও এগিয়ে যাওয়ার পরে রোহিত বলেছেন, ‘আমাদের জন্য দারুণ ফল। অন্যান্য দিনগুলি কেমন ছিল তা বিবেচনা করে, আমরা যে ভাবে ফিরে এসেছি এবং নিজেদের কাজটা ভালো ভাবে করতে পেরেছি, সেটা দারুণ বিষয়। যদিও আমরা মাত্র এক রানেই পিছিয়ে ছিলাম, তবু আমাদের মনের মধ্যে ছিল, আমরা পিছিয়েই আছি। কারণ, আমাদের শেষে ব্যাট করতে হয়েছিল। আমি মনে করি, বোলাররা দারুণ পারফরম্যান্স করেছে। আজ (রবিবার) সকালে ৯ উইকেট নেওয়াটা প্রশংসনীয়। তার পর ব্যাট হাতে নিজেদের কাজটা করেছি।’
এর সঙ্গে তিনি যোগ করেন, ‘এই ধরনের পিচে সব সময়েই আলাদা কিছু করতে হবে।। ওরা যাতে বাইরে এসে শট খেলে, তার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের যেটা করা দরকার ছিল ভয় না পাওয়া এবং সঠিক জায়গায় হিট করা। সেই সঙ্গে ওরা যাতে ভুল করে, তার জন্য অপেক্ষা করেছি এবং ঠিক তাই ঘটেছে। আমরা সকালে বেশ কিছু পরিকল্পনা করেছিলাম, সেটাই কাজে লেগে গিয়েছে। এই ধরনের আবহাওয়ায় কিছুটা আর্দ্রতা থাকে। আমি যা লক্ষ্য করেছি তা হল, যত খেলা গড়িয়েছে, তত উইকেটের গতি কমেছে। একই সঙ্গে লক্ষ্য করেছি, বেশির ভাগ উইকেট প্রথম সেশনে পড়ছে দেখেছিলাম। তাই আমাদের ফোকাস ছিল, সকাল থেকেই অজিদের চেপে ধরা। সেই মতো আমি আমাদের বোলারদের সঙ্গে কথা বলেছিলাম।। আর এই কাজটা দারুণ ভাবে করেছে জাদেজা-অশ্বিন। ’
আরও পড়ুন: অশ্বিন-জাড্ডুর ঘুর্ণিতে বধ অজিরা, বর্ডার-গাভাসকর ট্রফি থাকবে ভারতেই
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ১০ উইকেটে নিয়েছেন ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। জাদেজা ৭ ও অশ্বিন ৩ উইকেট নিয়েছেন। তৃতীয় দিন সকালে তাঁদের সঙ্গে কী কথা হয়েছিল সেটাও ফাঁস করেছেন রোহিত। ভারত অধিনায়ক বলেছেন, ‘ওদের সঙ্গে কথা হয়েছিল। এই ধরনের পিচে ওরা দীর্ঘ দিন খেলেছে। তাই খুব বেশি বলার কিছু ছিল না। ওদের উপরেই সবটা ছেড়ে দিয়েছিলাম। ওরা যে রকম চেয়েছে সে রকম ফিল্ডিং সাজিয়েছি। তার ফল সবার সামনে।’
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করার সময়ে অশ্বিন এবং অক্ষর প্যাটেলই ভারতকে অক্সিজেন দিয়েছিলেন। একটা সময় ১৩৯ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল রোহিতদের। তার পরে শতরানের জুটি গড়েছেন দুই অলরাউন্ডার। সেই প্রসঙ্গে উচ্ছ্বসিত রোহিত বলেছেন, ‘টেস্ট ক্রিকেট খেলার সময় চারটে ইনিংসে অনেক কিছু দেখা যায়। অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তও আসে। আমার মনে হয়ে, জাদেজা-বিরাটের পার্টনারশিপ এবং এর পর অক্ষর-অশ্বিনের পার্টনারশিপ দারুণ কাজে লেগেছে। ওদের শতরানের বেশি পার্টনারশিপটা এতটাও সহজ ছিল না। তার পরও আমরা জানতাম যে আমাদের ভালো বল করে ওদের যতটা সম্ভব কম রানে আটকে দিতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।