বুধবার থেকে শুরু হতে চলা ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের ধারাভাষ্যকর হিসেবে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক লন্ডনে পৌঁছে গিয়েছেন। আর সেখানে পৌঁছেই প্রথম সংস্করণের মতোই তিনি মাঠ এবং ম্যাচ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি আপডেট দেওয়া শুরু করে দিয়েছেন। গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্যকর হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকের মতোই আপডেট দিয়ে গিয়েছিলেন কার্তিক। তাঁর টুইটার এবং সোশ্যাল মিডিয়া থেকে বহু তথ্য জানা গিয়েছিল।
কার্তিক টেস্ট ক্রিকেটের দুই হেভিওয়েট টিম যে পিচে খেলবেন, সেই ২২ গজের প্রথম ছবি সোমবারই শেয়ার করেছিলেন। ছবিতে দেখা গিয়েছিল, পিচে সবুজ ঘাসের ভালো আস্তরণ রয়েছে। অবশ্য মঙ্গলবারও ফের পিচের ছবি শেয়ার করেছেন কার্তিক। তাতে দেখা গিয়েছে, সোমবারের তুলনায় অনেকটাই ছেঁটে ফেলা হয়েছে ঘাস। যেটা দেখে স্বস্তি পেতে পারেন ভারতীয় সমর্থকেরা। কার্তিক জানিয়েছেন, সোমবার ৯ মিলিমিটার ঘাস ছিল। সেটা কমিয়ে ৬ মিলিমিটারে নামিয়ে আনা হয়েছে। বাড়তি ঘাস মানেই তো ভারতের কাছে ‘জুজ’।
আরও পড়ুন: ওভালে অজিদের বেহাল রেকর্ড, সবুজ পিচে সেটাই স্বস্তি দেবে রোহিতদের
কার্তিক মঙ্গলবার ছবি শেয়ার করে লিখেছেন, ‘#WTCফাইনালের জন্য পিচ প্রস্তুত!🏏 একটু বাদামী লাগছে। ঘাস গতকাল ৯ মিমি ছিল। তুলনায় আজ ৬ মিমি। টস জিতলে আপনি কি বেছে নেবেন?’
কার্তিক সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২০২৩ আইপিএলে খেলেছেন, তিনি এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ধারাভাষ্য দলের সদস্য। সুনীল গাভাসকর, কুমার সাঙ্গাকারা এবং রবি শাস্ত্রীর মতো কিছু কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে তাঁকে ধারাভাষ্য দিতে দেখা যাবে।
এর আগে ডব্লিউটিসি ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াড সম্পর্কে কথা বলতে গিয়ে, কার্তিক উল্লেখ করেছিলেন যে জাসপ্রীত বুমরাহের অনুপস্থিতি রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির কাছে বড় অভাব। তিনি বলেছিলেন, ‘জসপ্রীত বুমরাহের না থাকাটা যে কোনও দল এবং যে কোনও ফর্ম্যাটের জন্য একটি বড় ধাক্কা। তবে মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামির মতো কয়েক জন গুরুত্বপূর্ণ বোলার দুর্দান্ত ফর্মে রয়েছে, যারা পুরো আইপিএল জুড়ে সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। তবে তাদের শরীর পাঁচ দিনের ক্রিকেটের কঠোরতা নেওয়ার জন্য কতটা প্রস্তুত হবে, সেটাই এখন বড় প্রশ্ন হতে চলেছে।’
আরও পড়ুন: ভরত না কিষাণ? অশ্বিন নাকি চার পেসার? কী হতে পারে অজিদের বিরুদ্ধে ভারতের একাদশ?
এ দিকে সোমবার, টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় জোর দিয়েছেন যে, তাঁর দল অজিদের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হওয়ার আগে কোনও চাপে নেই। প্রসঙ্গত, ২০২১ সালে ভারত এই টুর্নামেন্টের প্রথম সংস্করণেও ফাইনালে উঠেছিল। সে বার তারা নিউজিল্যান্ডের কাছে বাজে হেরে গিয়েছিল। এবং রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। যে কারণে দ্বিতীয় সংস্করণে চ্যাম্পিয়ন হতে মুখিয়ে রয়েছে ভারত।
দ্রাবিড় বলেছেন, ‘না, একেবারেই না (২০১৩ সাল থেকে ভারত আইসিসি ট্রফি জিততে না পারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারত বাড়তি চাপ অনুভব করছে কিনা প্রশ্নের প্রেক্ষিতে)। আমি বলতে চাইছি যে একটি আইসিসি ট্রফি জেতার চেষ্টা করার জন্য আমরা একেবারেই কোনও চাপ অনুভব করছি না। অবশ্যই সেই কাজটা করতে পারলে ভালো হবে। আইসিসি টুর্নামেন্ট জিততে পারলে, সেই বিষয়টি নিশ্চিত ভাবে ভালো হবে। তবে পুরো বিষয়টি বিবেচনা করলে আপনারা দু'বছরের পরিশ্রম দেখতে পাবেন। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সমষ্টির ফসল এটা (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল)।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।